Class-3 Bengali Question-Answer Noukajatra

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-3 Bengali Question-Answer Noukajatra

১. একটি বাক্যে উত্তর দাও:

১.১ নৌকাযাত্রা কবিতাটি কার লেখা?
উত্তর : নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

১.২ কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর: কবিতাটি তার শিশু নামক বই থেকে বই থেকে নেওয়া হয়েছে।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৩ নৌকাটি কোথায় বাঁধা আছে?
উত্তর: নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।

১.৪ নৌকাটিতে কি রয়েছে?
উত্তর: নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।

১.৫ কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?
উত্তর: চারটে, পাঁচটি ও ছটি পাল এবং একশটি দাঁড় জুড়ে নেবে।

১.৬ পাল ও দাড় নৌকায় কি কি কাজে লাগে?
উত্তর: “দাঁড়ের” সাহায্যে নৌকা চালানো হয়, আর “পালের” সাহায্যে বাতাসের গতিকে কাজে লাগিয়ে নৌকার গতি বাড়ানো হয়।

১.৭ হাট বলতে কী বোঝো?
উত্তর: সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে এমন বাজার কে “হাট” বলে ।

১.৮ শিশুটি কার নৌকা পেতে চায়?
উত্তর: শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১.৯ সে নৌকা করে কোথায় যাবে?
উত্তর: সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নতুন রাজার দেশে যাবে।

১.১০ সে সঙ্গে কাকে কাকে নেবে?
উত্তর: সে তার দুই বন্ধু আশু ও শ্যামকে সঙ্গে নেবে।

১.১১ সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন?
উত্তর: শিশুটি তার মাকে কাঁদতে বারণ করছে কারন , সে রামচন্দ্রের মতো চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে না, সে যাচ্ছে মাত্র এক বারের জন্য বাণিজ্য করতে।

১.১২ রামকে বনবাস যেতে হয়েছিল কেন?
উত্তর: রাজা দশরথের অন্যতমা স্ত্রী কৈকেয়ী দশরথের দুর্বলতার সুযোগ নিয়ে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন যাতে তার ছেলে ভরত রাজা হতে পারে।

১.১৩ রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়?
উত্তর: রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়।

১.১৪ রাজপুত্র, সোনা মানিক এর কথা কোন ধরনের বইয়ে থাকে?
উত্তর: রাজপুত্র, সোনা মানিকের কথা রূপ কথার বইয়ে থাকে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১.১৫ শিশুটি কি কি নিয়ে যাবে?
উত্তর: শিশুটি নৌকা ভরা সোনা-মানিক এবং তার দুই সঙ্গী আশু ও শ্যামকে নিয়ে যাবে।

১.১৬ সে কখন নৌকা ছেড়ে দেবে?
উত্তর: সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে।

১.১৭ দুপুরবেলা তার মা কোথায় থাকবেন ?
উত্তর: দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবে।

১.১৮ তখন সে কোথায় থাকবে?
উত্তর: তখন সে নতুন রাজার দেশে পৌছবে।

১.১৯ কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে?
উত্তর: তিরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে।

১.২০ সে কখন ফিরে আসবে?
উত্তর: সে সন্ধ্যে বেলায় ফিরে আসবে।

১.২১ নতুন জায়গা ঘুরে আসার গল্প আর মাকে কীভাবে শোনাবে সে?
উত্তর: মায়ের কোলে বসে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে শোনাবে সে.

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply