Class-3 Bengali Question-Answer Noukajatra
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ নৌকাযাত্রা কবিতাটি কার লেখা?
উত্তর : নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
১.২ কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর: কবিতাটি তার শিশু নামক বই থেকে বই থেকে নেওয়া হয়েছে।
১.৩ নৌকাটি কোথায় বাঁধা আছে?
উত্তর: নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।
১.৪ নৌকাটিতে কি রয়েছে?
উত্তর: নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।
১.৫ কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?
উত্তর: চারটে, পাঁচটি ও ছটি পাল এবং একশটি দাঁড় জুড়ে নেবে।
১.৬ পাল ও দাড় নৌকায় কি কি কাজে লাগে?
উত্তর: “দাঁড়ের” সাহায্যে নৌকা চালানো হয়, আর “পালের” সাহায্যে বাতাসের গতিকে কাজে লাগিয়ে নৌকার গতি বাড়ানো হয়।
১.৭ হাট বলতে কী বোঝো?
উত্তর: সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে এমন বাজার কে “হাট” বলে ।
১.৮ শিশুটি কার নৌকা পেতে চায়?
উত্তর: শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়।
১.৯ সে নৌকা করে কোথায় যাবে?
উত্তর: সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নতুন রাজার দেশে যাবে।
১.১০ সে সঙ্গে কাকে কাকে নেবে?
উত্তর: সে তার দুই বন্ধু আশু ও শ্যামকে সঙ্গে নেবে।
১.১১ সে তার মাকে কাঁদতে বারণ করছে কেন?
উত্তর: শিশুটি তার মাকে কাঁদতে বারণ করছে কারন , সে রামচন্দ্রের মতো চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে না, সে যাচ্ছে মাত্র এক বারের জন্য বাণিজ্য করতে।
১.১২ রামকে বনবাস যেতে হয়েছিল কেন?
উত্তর: রাজা দশরথের অন্যতমা স্ত্রী কৈকেয়ী দশরথের দুর্বলতার সুযোগ নিয়ে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন যাতে তার ছেলে ভরত রাজা হতে পারে।
১.১৩ রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়?
উত্তর: রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়।
১.১৪ রাজপুত্র, সোনা মানিক এর কথা কোন ধরনের বইয়ে থাকে?
উত্তর: রাজপুত্র, সোনা মানিকের কথা রূপ কথার বইয়ে থাকে।
১.১৫ শিশুটি কি কি নিয়ে যাবে?
উত্তর: শিশুটি নৌকা ভরা সোনা-মানিক এবং তার দুই সঙ্গী আশু ও শ্যামকে নিয়ে যাবে।
১.১৬ সে কখন নৌকা ছেড়ে দেবে?
উত্তর: সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে।
১.১৭ দুপুরবেলা তার মা কোথায় থাকবেন ?
উত্তর: দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবে।
১.১৮ তখন সে কোথায় থাকবে?
উত্তর: তখন সে নতুন রাজার দেশে পৌছবে।
১.১৯ কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে?
উত্তর: তিরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে।
১.২০ সে কখন ফিরে আসবে?
উত্তর: সে সন্ধ্যে বেলায় ফিরে আসবে।
১.২১ নতুন জায়গা ঘুরে আসার গল্প আর মাকে কীভাবে শোনাবে সে?
উত্তর: মায়ের কোলে বসে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে শোনাবে সে.