আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “আলো” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
আলো গল্পের প্রশ্ন উত্তর (লীলা মজুমদার)

১. লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উত্তর: সন্দেশ।
২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: হলদে পাখির পালক, চিনে লন্ঠন।

৩. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

৩.১ নিতাই কে?
উত্তর: নিতাই শম্ভুর পাঠশালার সহপাঠী।
৩.২ সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয়?
উত্তর: সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, শোঁ শোঁ শব্দ হয়।
৩.৩ শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে?
উত্তর: শম্ভুর দাদু বন থেকে ওষুধ, আঠা, মধু খুঁজে আনে।
৩.৪ কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?
উত্তর: প্যাঁচার দল শম্ভুকে ভয় দেখিয়েছিল।
৩.৫ শম্ভু দাদুর জন্য কী আনতে গিয়েছিল?
উত্তর: শম্ভু দাদুর জন্য ওষুধ আনতে গিয়েছিল।
৩.৬ দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে?
উত্তর: হাড়ভাঙা গাছের পাতার রস আর মধু মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সারবে।
৩.৭ শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কী দূর করতে পেরেছিল?
উত্তর: শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।
৩.৮ এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে?
উত্তর: এই নাটকে মোট চারটি চরিত্রের দেখা মেলে — পিসি, শম্ভু, নিতাই ও গুরুমশাই।

৪. ঠিক শব্দটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করো:

৪.১ শম্ভুর _________ (বারো / তেরো / চোদ্দো) বছর বয়স।
উত্তর: বারো।
৪.২ ___________ (পাহাড়ের / বনের / মাঠের) ধারে শম্ভুর দাদুর ঘর।
উত্তর: বনের।
৪.৩ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে ___________ (নিতাই / গুরু / শম্ভু)
উত্তর: শম্ভু।
৪.৪ হাড়ভাঙা পাতার গাছ _____________ (সুসনি / শুশুনিয়া) পাহাড়ের মাথায়।
উত্তর: সুসনি।
৪.৫ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল _ (কাক / গোরু / বেড়াল)
উত্তর: বেড়াল।

৫. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:

উত্তর:
পাঠশালা —- গুরুমশায়
বন —- গাছপালা
হাঁড়ি —- ভাত
অন্ধকার —- ভয়
মনসাঝোপ —- কাঁটা

৬. পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো:

৬.১ পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ___________ .
উত্তর: শোঁ শোঁ
৬.২ বুড়ো দাদু ________ অচেতন হয়ে পড়ে থাকে।
উত্তর: অসাড়।
৬.৩ হাতের তলায় শিশি খুঁজে পায়।
উত্তর: মধুর
৬.৪ দূরে দূরে খানকতক ___________
উত্তর: মনসাঝোপ।
৬.৫ করাল কঠিন ______________ ভারি।
উত্তর: ধারালো

৭. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:

উত্তর:
বায়ু = বাতাস
শিক্ষক = গুরুমশাই
বিদ্যালয় = পাঠশালা
অজানা = অজ্ঞাত
শিলা = পাথর
আঁখি = চোখ

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

৮. বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো।

উত্তর:
গরম = ঠান্ডা
বাক্য: বৃদ্ধ লোকটি ঠান্ডায় কাঁপছে।
সুখ = দুঃখ
বাক্য: আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই আসবে।
দুরন্ত = শান্ত
বাক্য: নবীন খুবই শান্ত ছেলে।
ভয় = সাহস
বাক্য: বিপদ এলে মনে সাহস রাখতে হবে।
বন্ধ = মুক্ত
বাক্য: মুক্ত আকাশে পাখি ওড়ে।

৯. নীচের বর্ণগুলি কোনটি কী তা পাশে চিহ্ন দিয়ে বোঝাও:

ক = অল্পপ্রাণ, অঘোষ।
ছ = মহাপ্রাণ, অঘোষ
থ = মহাপ্রাণ, ঘোষ
দ = অল্পপ্রাণ, সঘোষ
ব = অল্পপ্রাণ, সঘোষ
ঘ = মহাপ্রাণ, সঘোষ
ট = অল্পপ্রাণ, অঘোষ
ন = সঘোষ

১০. পাঠ থেকে ধ্বন্যাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো:
উত্তর: খসখস, ফসফস, মটমট, সড়াৎ সড়াৎ, দুমদাম, মিটমিট, ফড়ফড় প্রভৃতি।

১১. বাক্য বাড়াও:

১১.১ আমি নেব। (কী নেব?)
উত্তর: আমি তোমার থেকে একটা বই নেব।
১১.২ দাদু অচেতন হয়েছেন (কীভাবে?)
উত্তর: দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন।
১১.৩ চাল নিজে গিয়ে কিনে এনেছিল। (কোথা থেকে?)
উত্তর: বাজার থেকে নিজে গিয়ে চাল কিনে এনেছিল।
১১.৪ নাকে গন্ধ আসছে। (কেমন গন্ধ?)
উত্তর: নাকে সোঁদা সোঁদা গন্ধ আসছে।
১১.৫ বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে ফিরে যায়। (কোথায়?)
উত্তর: বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়।

১২. নীচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো:

১২.১ আমি ওষুধ বলে দিচ্ছি।
উত্তর: কর্তা: আমি; কর্ম: ওষুধ; ক্রিয়া: বলে দিচ্ছি।
১২.২ বাঁকারা লুকিয়ে আছে।
উত্তর: কর্তা: বাঁকারা; ক্রিয়া: লুকিয়ে আছে।
১২.৩ সূয্যি ডুবে গেছে কতক্ষণ!
উত্তর: কর্তা: সূয্যি; ক্রিয়া: ডুবে গেছে।
১২.৪ ঝোপরা তাকে টিটকিরি দেয়।
উত্তর: কর্তা: ঝোপরা; কর্ম: তাকে; ক্রিয়া: টিটকিরি দেয়।
১২.৫ দাদুকে আমি ভালো করে তুলব।
উত্তর: কর্তা: আমি; কর্ম: দাদুকে; ক্রিয়া: ভালো করে তুলবো।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

Official Website: Click Here

চতুর্থ শ্রেণী বাংলা আলো লীলা মজুমদার

Leave a Comment