আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “আলো” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
আলো গল্পের প্রশ্ন উত্তর (লীলা মজুমদার)

১. লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উত্তর: সন্দেশ।
২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: হলদে পাখির পালক, চিনে লন্ঠন।

৩. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

৩.১ নিতাই কে?
উত্তর: নিতাই শম্ভুর পাঠশালার সহপাঠী।
৩.২ সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয়?
উত্তর: সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, শোঁ শোঁ শব্দ হয়।
৩.৩ শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে?
উত্তর: শম্ভুর দাদু বন থেকে ওষুধ, আঠা, মধু খুঁজে আনে।
৩.৪ কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?
উত্তর: প্যাঁচার দল শম্ভুকে ভয় দেখিয়েছিল।
৩.৫ শম্ভু দাদুর জন্য কী আনতে গিয়েছিল?
উত্তর: শম্ভু দাদুর জন্য ওষুধ আনতে গিয়েছিল।
৩.৬ দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে?
উত্তর: হাড়ভাঙা গাছের পাতার রস আর মধু মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সারবে।
৩.৭ শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কী দূর করতে পেরেছিল?
উত্তর: শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।
৩.৮ এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে?
উত্তর: এই নাটকে মোট চারটি চরিত্রের দেখা মেলে — পিসি, শম্ভু, নিতাই ও গুরুমশাই।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
৪. ঠিক শব্দটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করো:

৪.১ শম্ভুর _________ (বারো / তেরো / চোদ্দো) বছর বয়স।
উত্তর: বারো।
৪.২ ___________ (পাহাড়ের / বনের / মাঠের) ধারে শম্ভুর দাদুর ঘর।
উত্তর: বনের।
৪.৩ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে ___________ (নিতাই / গুরু / শম্ভু)
উত্তর: শম্ভু।
৪.৪ হাড়ভাঙা পাতার গাছ _____________ (সুসনি / শুশুনিয়া) পাহাড়ের মাথায়।
উত্তর: সুসনি।
৪.৫ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল _ (কাক / গোরু / বেড়াল)
উত্তর: বেড়াল।

৫. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:

উত্তর:
পাঠশালা —- গুরুমশায়
বন —- গাছপালা
হাঁড়ি —- ভাত
অন্ধকার —- ভয়
মনসাঝোপ —- কাঁটা

৬. পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো:

৬.১ পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ___________ .
উত্তর: শোঁ শোঁ
৬.২ বুড়ো দাদু ________ অচেতন হয়ে পড়ে থাকে।
উত্তর: অসাড়।
৬.৩ হাতের তলায় শিশি খুঁজে পায়।
উত্তর: মধুর
৬.৪ দূরে দূরে খানকতক ___________
উত্তর: মনসাঝোপ।
৬.৫ করাল কঠিন ______________ ভারি।
উত্তর: ধারালো

৭. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:

উত্তর:
বায়ু = বাতাস
শিক্ষক = গুরুমশাই
বিদ্যালয় = পাঠশালা
অজানা = অজ্ঞাত
শিলা = পাথর
আঁখি = চোখ

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

৮. বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো।

উত্তর:
গরম = ঠান্ডা
বাক্য: বৃদ্ধ লোকটি ঠান্ডায় কাঁপছে।
সুখ = দুঃখ
বাক্য: আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই আসবে।
দুরন্ত = শান্ত
বাক্য: নবীন খুবই শান্ত ছেলে।
ভয় = সাহস
বাক্য: বিপদ এলে মনে সাহস রাখতে হবে।
বন্ধ = মুক্ত
বাক্য: মুক্ত আকাশে পাখি ওড়ে।

৯. নীচের বর্ণগুলি কোনটি কী তা পাশে চিহ্ন দিয়ে বোঝাও:

ক = অল্পপ্রাণ, অঘোষ।
ছ = মহাপ্রাণ, অঘোষ
থ = মহাপ্রাণ, ঘোষ
দ = অল্পপ্রাণ, সঘোষ
ব = অল্পপ্রাণ, সঘোষ
ঘ = মহাপ্রাণ, সঘোষ
ট = অল্পপ্রাণ, অঘোষ
ন = সঘোষ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১০. পাঠ থেকে ধ্বন্যাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো:
উত্তর: খসখস, ফসফস, মটমট, সড়াৎ সড়াৎ, দুমদাম, মিটমিট, ফড়ফড় প্রভৃতি।

১১. বাক্য বাড়াও:

১১.১ আমি নেব। (কী নেব?)
উত্তর: আমি তোমার থেকে একটা বই নেব।
১১.২ দাদু অচেতন হয়েছেন (কীভাবে?)
উত্তর: দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন।
১১.৩ চাল নিজে গিয়ে কিনে এনেছিল। (কোথা থেকে?)
উত্তর: বাজার থেকে নিজে গিয়ে চাল কিনে এনেছিল।
১১.৪ নাকে গন্ধ আসছে। (কেমন গন্ধ?)
উত্তর: নাকে সোঁদা সোঁদা গন্ধ আসছে।
১১.৫ বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে ফিরে যায়। (কোথায়?)
উত্তর: বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়।

১২. নীচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো:

১২.১ আমি ওষুধ বলে দিচ্ছি।
উত্তর: কর্তা: আমি; কর্ম: ওষুধ; ক্রিয়া: বলে দিচ্ছি।
১২.২ বাঁকারা লুকিয়ে আছে।
উত্তর: কর্তা: বাঁকারা; ক্রিয়া: লুকিয়ে আছে।
১২.৩ সূয্যি ডুবে গেছে কতক্ষণ!
উত্তর: কর্তা: সূয্যি; ক্রিয়া: ডুবে গেছে।
১২.৪ ঝোপরা তাকে টিটকিরি দেয়।
উত্তর: কর্তা: ঝোপরা; কর্ম: তাকে; ক্রিয়া: টিটকিরি দেয়।
১২.৫ দাদুকে আমি ভালো করে তুলব।
উত্তর: কর্তা: আমি; কর্ম: দাদুকে; ক্রিয়া: ভালো করে তুলবো।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

আলো গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali আলো Question-Answer

Official Website: Click Here

চতুর্থ শ্রেণী বাংলা আলো লীলা মজুমদার

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply