Class 8 Math Model Activity Task 2021 2nd Series
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ‘Model Activity Task 2021 2nd Series’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 8 Math Model Activity Task 2021 2nd Series:-




Class 8 Model Activity Task 2021 2nd Series:- Click Here
বাংলা 2nd Series: Click Here
ইংরেজি 2nd Series: Click Here
পরিবেশ ও বিজ্ঞান 2nd Series: Click Here
ভূগোল 2nd Series: Click Here
ইতিহাস 2nd Series: Click Here
1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 2nd Series
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Official Website: Click Here
Key Words:
- Class 8 Model Activity Task Answer Math 2nd Series
2. Class 8 গণিত 2nd Series Model Activity Task Answers 2021
3. Class 8 Math 2nd Series Model Activity Task
4. Model Activity Task Answers Class 8 গণিত August 2021
5. Model Activity Task Answers Class 8
6. Model Activity Task Class 8 All Subjests
7. Model Activity Task 2021 2nd Series
অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ‘Model Activity Task 2021 2nd Series’ এর প্রশ্নগুলির উত্তর
অতিরিক্ত প্রশ্ন উত্তর
(1) দুটি পরস্পরছেদী সরলরেখার একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে, অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে-
(a) 180°
(b) 45°
(c) 90°
(d) 135°
উত্তর: (c) 90°
(2) দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময়-
(a) অর্ধেক হবে
(b) দ্বিগুণ হবে
(c) অপরিবর্তিত থাকবে
(d) তিনগুণ হবে
উত্তর: (a) অর্ধেক হবে
(3) 20 জন একটি কাজ ৪ দিন করে। 10 জন ওই কাজটির অংশ করবে 1/2, কত দিনে শেষ হবে?
(a) 32 দিনে
(b) ৪ দিনে
(c) 10 দিনে
(d) 2 দিনে
উত্তর: (c) 10 দিনে
(4) 80 টাকার 5% কত?
(a) 400 টাকা
(b) 16 টাকা
(c) 4 টাকা
(d) 400%
উত্তর: (b) 16 টাকা
(5) একটি সমকোণী ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত?
(a) 90°
(b) 180°
(c) 360°
(d) 270°
উত্তর: (b) 180°
(6) ২৫০০ মিটার = কত কিলোমিটার?
(a) 0.25 কিলোমিটার
(b) 2.5 কিলোমিটার
(c) 25 কিলোমিটার
(d) 250 কিলোমিটার
উত্তর: (a) 0.25 কিলোমিটার
(7) ৭০০ গ্রাম = কত কেজি?
(a) 0.7 কেজি
(b) 7 কেজি
(c) 70 কেজি
(d) 700 কেজি
উত্তর: (a) 0.7 কেজি
(8) ৩৫% এর মান কত?
(a) 35/100
(b) 35/50
(c) 5/10
(d) 35/200
উত্তর: (a) 35/100
(9) ১৫টি আপেল ১২৫ টাকা, ৮টি আপেলের দাম কত হবে?
(a) ৫০ টাকা
(b) ৬০ টাকা
(c) ৭০ টাকা
(d) ৬৫ টাকা
উত্তর: (a) ৫০ টাকা
(10) দুটি ভিন্ন কোণের যোগফল ১৮০° হলে, কোণ দুটি কোন প্রকারের কোণ?
(a) ত্রিকোণীয় কোণ
(b) বিপরীত কোণ
(c) পরস্পর পূরক কোণ
(d) সমকোণ
উত্তর: (c) পরস্পর পূরক কোণ
(11) ৬০ লিটার জল ও ১৫ লিটার মিষ্টি পিপরার মিশ্রণের অনুপাত কত?
(a) ৪:১
(b) ৫:১
(c) ৪:৫
(d) ৫:৪
উত্তর: (b) ৫:১
(12) ১৫০০ গুলি একটি খোলে যদি ৪০ সেকেন্ডে সম্পন্ন হয়, ১০০ গুলি সম্পন্ন করতে কত সেকেন্ড সময় লাগবে?
(a) ২৮ সেকেন্ড
(b) ২০ সেকেন্ড
(c) ৫ সেকেন্ড
(d) ৮ সেকেন্ড
উত্তর: (a) ২৮ সেকেন্ড
(13) (৭x² – ৪y) সংখ্যামালাটি (x – y) দ্বারা বিভাজ্য কি?
(a) হ্যাঁ
(b) না
(c) কিছুটা
(d) নির্ভরশীল
উত্তর: (b) না
(14) ৫০% এর মান ৫০/১০০।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
(15) একটি সোজা লাইনে দুটি বিন্দু একে অপরকে ক্রস করলে, তাদের মধ্যে একটি স্থিতি পরিবর্তন হয়।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
১০টি সত্য/মিথ্যা প্রশ্ন ও উত্তর:
(1) 30 লিটার ডেটল-জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার।
উত্তর: মিথ্যা
(2) (27x² – 343y²) সংখ্যামালাটি (3x – 7y) দ্বারা বিভাজ্য।
উত্তর: সত্য
(3) 2ab এবং 4ab’-এর গ.সা.গু হলো 4ab।
উত্তর: সত্য
(4) একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়।
উত্তর: সত্য
(5) একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ ৯০° হয়।
উত্তর: সত্য
(6) ৯০০০ মিটার এক কিলোমিটার সমান।
উত্তর: মিথ্যা
(7) দুটি সংখ্যার গ.সা.গু তাদের গুণফল হয়।
উত্তর: মিথ্যা
(8) ৩৫% এর মান ৩৫/১০০।
উত্তর: সত্য
(9) ১২০০ গ্রাম = ১.২ কেজি।
উত্তর: সত্য
(10) ৭০০০ মিটার = ৭ কিলোমিটার।
উত্তর: সত্য