Class-10 History Second-Unit-Test Suggestion

Class-10 History Second-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

2nd Unit Test
দশম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
প্রশ্নমান: ৮

১. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
২. জাতীয়তাবাদী বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা উল্লেখ করো।
৩. জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো।
৪. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো।
৫. প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ কিভাবে করেছিলেন?
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও।
৭. উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৮. বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৯. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো।
১০. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো।
১১. ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
১২. ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্যে ও কর্মসূচি কি ছিল?

প্রশ্নমান: ৪

১. মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালিরা সমর্থন করেনি কেন?
২. মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব আলোচনা করো।
৩. টীকা লেখো: বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা
৪. জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রের ভূমিকা লেখো।
৫. গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন?
৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন?
৭. অসহযোগ / আইন অমান্য / ভারতছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা।
৮. স্বদেশী / অসহযোগ / আইন অমান্য / ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা।
৯. একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো।
১০. টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।

প্রশ্নমান: ২

১. সভাসমিতির যুগ কি?
২. ভারতমাতা চিত্রের বৈশিষ্ট্য লেখো।
৩. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
৪. ঝাঁসির রানী বিখ্যাত কেন?
৫. নানাসাহেব বিখ্যাত কেন?
৬. হিন্দুমেলার ত্রুটি কী?
৭. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
৮. জাতীয়তাবাদ কাকে বলে?
৯. চার্লস উইলকিন্স বিখ্যাত কেন?
১০. পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
১১. কাকে, কেন বিদ্যাবনিক বলা হয়?
১২. লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?
১৩. মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন?
১৪. জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন?
১৫. বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
১৬. তারকনাথ পালিত বিখ্যাত কেন?
১৭. তিন কাঠিয়া প্রথা / চম্পারণ সত্যাগ্রহ কী?
১৮. মোপালা বিদ্রোহ কী?
১৯. তাম্রলিপ্ত জাতীয় সরকার কী?
২০. কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন?
২১. বাবা রামচন্দ্র কে ছিলেন?
২২. মাদারি পাশি কে ছিলেন?
২৩. চৌরিচৌরা ঘটনা কী?
২৪. বখস্তভূমি আন্দোলন কী?
২৫. সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
২৬. কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়?
২৭. স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো?

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-10 History Second-Unit-Test Suggestion

Class 10 Second Unit Test History Question Paper Class 10 Second Unit Test History Suggestion Class 10 Second Unit Test History Question Paper Class-10 History Second-Unit-Test Suggestion

WBBSE Class 10 Model Question Paper Unit Test Question Paper History Class X History Second Unit Test Question Paper pdf Download Madhyamik History Suggestion Class-10 History Second-Unit-Test Suggestion

Official Website: Click Here

দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

Class-10 Math Second-Unit-Test Question Paper

Leave a Comment