Class 10 History Model Activity Task Part-9

Class 10 Model Activity Task History Part-9 January, 2022
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 10 History Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণীর ‘ইতিহাস’ বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 10 History Model Activity Task Part-9 (January, 2022)


দশম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. শূন্যস্থান পূরণ করাে :

(ক) ‘সােমপ্রকাশ’ ছিল একটি _______________ পত্রিকা।
উত্তর: ‘সােমপ্রকাশ’ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন _________________
উত্তর : ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস্ আগস্টাস হিকি

(গ) মােহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ________________ খ্রিস্টাব্দে।
উত্তর : মােহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ১৯১১ খ্রিস্টাব্দে।

(ঘ) জীবনের ঝরাপাতা হল একটি ____________
উত্তর : জীবনের ঝরাপাতা হল একটি স্মৃতি সাহিত্য

২. ঠিক-ভুল নির্ণয় করাে :

(ক) ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।
উত্তর : ভুল l

(খ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।
উত্তর : ঠিক l

(গ) সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।
উত্তর :ঠিক l

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ঘ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামাে ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়।
উত্তর : ঠিক l

৩. স্তম্ভ মেলাও:

ক স্তম্ভখ স্তম্ভ
সােমপ্রকাশরবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্গদর্শনবিপিনচন্দ্র পাল
সত্তর বৎসরবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
জীবনস্মৃতিদ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর :
সােমপ্রকাশ —- দ্বারকানাথ বিদ্যাভূষণ
বঙ্গদর্শন —- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সত্তর বৎসর —- বিপিনচন্দ্র পাল
জীবনস্মৃতি —- রবীন্দ্রনাথ ঠাকুর

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?

উত্তর :
সাময়িকপত্র এবং সংবাদপত্রের পার্থক্য হল

(i) সাময়িকপত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা। কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা।
(ii) সাময়িকপত্র প্রকাশিত হয় দামি কাগজে। কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সম্ভা দামের কাগজে।
(iii) সাময়িকপত্র বাঁধাই আকারে থাকে। কিন্তু সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না। তা বাঁধাইহীন আকারে প্রকাশিত হয়।

(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?
উত্তর :
স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(i) বৃহত্তর পরিসরে ইতিহাস রচনা করতে গিয়ে এমন অনেক বিষয় থাকে, যা ইতিহাসে উপেক্ষিত থেকে যায়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে সেই ফাঁক পূর্ন করা সম্ভব।
(ii) স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা আঞ্চলিক লােকপরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাই।

(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর?

উত্তর : আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরূপ একটি ব্যক্তিগত চিঠি পত্রের মধ্যে উল্লেখযােগ্য হল “লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার”। বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্ম বিশ্বাস এর প্রচলন হল, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলাে, প্রাচীনকালের কিভাবে সমাজ সভ্যতা রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হল প্রভৃতি সহজ ভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন l

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 10 Model Activity Task History Part-9 January, 2022

Official Website: Click Here

Class 10 Model Activity Task History Part-1 January, 2022

Class 10 History Model Activity Task Part-9 January, 2022

Madhyamik History suggestion 2022. Madhyamik Model Activity Task History

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply