Class 10 Geography MCQ Adaption Package
Class 10 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন: ভূগোল
Class 10 Geography MCQ Adaption Package
১.সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রষুক্তভাবে যা বলা যায় তা হলো –
উত্তর: গ) এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
২.কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্ৰহণীয় উপায় নয়?
উত্তর: ঘ) জমি-ভরাটকরণ
৩.এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
উত্তর: গ) সামাজিক বনসৃজন
৪.ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো –
উত্তর: ঘ) চিনাবাদাম
৫.নীচের কোনটি বহূমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
উত্তর: গ) জলদূষণ নিয়ন্ত্রণ
৬.এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
উত্তর:ক) কয়লা
৭.নীচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
উত্তর: খ) পশুবর্জ্য
৮.পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো-
উত্তর: ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
৯.কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে?
উত্তর: খ) বারাণসী ও কণ্যাকুমারী
১০.দেশ ভাগের জন্য সরকারি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
উত্তর: ক) পাট শিল্প
১১.এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?
উত্তর: ক) দাঁড় টানা নৌকা
১২.তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো, তাহলে তুমি আছো –
উত্তর: ক) দক্ষিণ ভারতে
১৩.অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
উত্তর: খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
১৪.আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারি ভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো –
উত্তর: ঘ) টেলিগ্রাম
১৫.তামিলনাড়ু কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র । নীচের কোন কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
উত্তর: গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
১৬.জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো –
উত্তর: খ) শুস্ক ঋতুতে জলের সরবরাহ
১৭.সারণিতে ২০১৫-১৬ সালের ফসলের উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হলো। নীচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিক ভাবে দেখানো যায়?
উত্তর: খ) স্তম্ভচিত্র
১৮.ভারতের রেখা মানচিত্রে একটি তন্তূ্ ও একটি বাগিচা ফসল উৎপাদন দেখানো হয়েছে । ফসল দুটি কী কী?
উত্তর: ঘ) কার্পাস ও চা
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Official Website: Click Here