আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক বাংলা
আফ্রিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
MCQ প্রশ্ন উত্তর

১. কোন কাব্যগ্রন্থ থেকে ‘আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে?- বলাকা / খেয়া / শিশু / পত্রপুট

উত্তর: পত্রপুট

২. আফ্রিকা একটি- শহরের নাম / মহাদেশের নাম / মহাসাগরের নাম / উপমহাদেশ

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: মহাদেশের নাম

৩. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?- গীতাঞ্জলি / নৈবেদ্য / song offerings / পুনশ্চ

উত্তর: song offerings

৪.’আফ্রিকা’ কবিতায় ‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে- আফ্রিকাকে / ভারতবর্ষকে / বসুন্ধরা কে / পশ্চিম দুনিয়াকে

উত্তর: আফ্রিকাকে

৫. এই কবিতায় সমুদ্রকে কবি কি বিশেষণে বিশেষিত করেছেন- ব্রহ্ম / রুদ্র / ঈশব / বৈষ্ণব

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: রুদ্র

৬. ‘হাই ছায়াবৃতা’- ছায়াবৃতা বলে কাকে সম্বোধন করা হয়েছে?- আমেরিকাকে / ভারতবর্ষকে / ইউরোপকে / আফ্রিকাকে

উত্তর: আফ্রিকাকে

৭. প্রকৃতির দৃষ্টি অতীত জাদু কি করছিল?-মনকে আচ্ছন্ন করছিল / মন্ত্র জাগাচ্ছিল / বিদ্রুপ করছিল / চিরচিহ্ন দিয়ে যাচ্ছিল

উত্তর: মন্ত্র জাগাচ্ছিল

৮. ‘প্রদোষকাল’ শব্দটির অর্থ কি?- ভোরবেলা / সূর্যাস্তের সময় / দুপুরবেলা / রাত্রিবেলা

উত্তর: ভোরবেলা

৯. কবির সংগীতে বেজে উঠেছিল-সংগীতের মূর্ছনা / সুন্দরের আরাধনা / সুরের ঝংকার / রাগরাগিনী

উত্তর: সংগীতের মূর্ছনা

১০. ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।’-সভ্যতার শেষ বাণীটি হলো- ভালোবাসো / মঙ্গল কর / ক্ষমা করো / বিদ্বেষ ত্যাগ করো

উত্তর: ক্ষমা করো

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

১১. বীভৎস কাদার পিণ্ড / চিরচিহ্ন দিয়ে গেল তোমার………।- অপমানিত ইতিহাসে / কৃপণ আলোর অন্তপুরে / মানহারা মানবিক দ্বারে / প্রাচী ধরিত্রির বুকে

উত্তর: অপমানিত ইতিহাসে

১২. অশুভ ধ্বনিতে ঘোষণা করল……।- শেষ পুণ্যবাণী / সুন্দরের আরাধনা / নির্লজ্জ অমানুষতা / দিনের অন্তিমকাল

উত্তর: দিনের অন্তিমকাল

১৩. ‘এলো ওরা’-কি নিয়ে ওরা এল?-ভয়ংকর অস্ত্র / দানবের নখ / লোহার হাতকড়ি / ঘৃণা

উত্তর: হাতকড়ি

১৪. ‘অরণ্যপথে’-অরণ্যপথ কেন?-আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে / বর্ষার মেঘে / অত্যাচারীর ক্রন্দনে / আবহাওয়ার জন্য

উত্তর: আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে

১৫. ‘রুদ্র সমুদ্রের বাহু’আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধেছিল- জলতরঙ্গের বন্ধনে / পর্বত কন্দরে / নিভীত অবকাশে / বনসপতির নিবিড় পাহারায়

উত্তর: বনস্পতির নিবিড় পাহারায়

১৬. নখ যাদের তীক্ষ্ণ তোমার……..।-হায়নার চেয়ে / বাঘের চেয়ে / নেকড়ের চেয়ে / দস্যুর চেয়ে

উত্তর: নেকড়ের চেয়ে

১৭. তাণ্ডবের দুন্দুভিনিনাদে-এখানে’ নিনাদ ‘শব্দের অর্থ কি- শব্দ / গর্জন / চিৎকার / ভয়ংকর শব্দ

উত্তর: শব্দ

১৮. পশ্চিম দিগন্তে কোন সময় ঝড় আসছে?- দ্বিপ্রহরে / গোধূলি বেলায় / প্রদোষকালে / প্রভাতে

উত্তর: প্রদোষকালে

👉 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর MCQ

১৯. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;-এই আহব্বান জানানো হয়েছে-স্রষ্টা কে / পালনকর্তাকে / যুগান্তের কবিকে / শাসনকর্তাকে

উত্তর: যুগান্তের কবিকে

২০. নিভীত অবকাশে আফ্রিকা চিন ছিল-দুর্গমের রহস্য / জলস্থল আকাশের দুর্বোধ সংকেত / প্রকৃতির রহস্য / রহস্য ও দুর্বোধ সংকেত

উত্তর: দুর্গমের রহস্য

২১. ‘অপরিচিত ছিল তোমার মানব রূপ’-কেন অপরিচিত ছিল?-কালো ঘোমটার নিচে থাকার জন্য / পূর্বে পরিচিত ছিল না বলে / চিত্ত ছিল গর্বে, র্পণে অন্ধ / অজ্ঞানতার জন্য

উত্তর: কালো ঘোমটার নিচে থাকার জন্য

২২. সমুদ্র পারে সেই মুহূর্তেই কি হচ্ছিল?-নির্লজ্জ অত্যাচার / শিশুরা খেলছিল মায়ের কোলে / মন্ত্র জাগছিল চেতনাতিতো মনে / দুর্গমের রহস্য খোঁজা হচ্ছিল

উত্তর: শিশুরা খেলছিল মায়ের কোলে

২৩. “এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে”-কারা এসেছিল?-মানুষ ধরার দল / অত্যাচারী দল / বর্বর মানুষের দল / কোনোটিই নয়

উত্তর: মানুষ ধরার দল

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক বাংলা অসুখী একজন পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর আফ্রিকা কবিতার mcq আফ্রিকা mcq আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর

আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

Leave a Reply