ABTA-Test-Paper Life-Science Page-91 Answer
মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
ABTA Test Paper
Life Science (Page 91)
MCQ Solution
বিভাগ- ‘ক’
১.১ মস্তক, গ্রীবা, পৌষ্টিকতন্ত্র ও স্ত্রীজননতন্ত্রে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিগুলি হলো, যথাক্রমে-
উত্তর: পিটুইটারী, থাইরয়েড, অগ্ন্যাশয় ও ডিম্বাশয়।
১.২ স্তম্ভদ্বয়ের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো-
উত্তর:
(A) পিউরিন —- (ii) গুয়ানিন
(B) শর্করা —- (iv) রাইবোজ
(C) ক্ষারীয় প্রোটিন —- (i) হিস্টোন
১.৩ X- ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘঠিত বংশগত রোগের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়-
উত্তর: স্ত্রী ও পুরুষ উভয়েই বাহক হতে পারে।
১.৪ আদি পৃথিবীর বায়ুমণ্ডলে যে উপাদানটি ছিল না-
উত্তর: অক্সিজেন।
১.৫ জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতির সাথে যে সমস্যাটি যুক্ত নয়-
উত্তর: জলের স্বচ্ছতা হ্রাস।
১.৬ কনজাংটিভা — —– অ্যাকুয়াস হিউমার ——– ———- ভিট্রিমাস হিউমার। বক্স দুটিতে উপযুক্ত যে নাম দুটি বসালে চোখের প্রতিসারক মাধ্যমের ক্রমটি সম্পূর্ণ হবে –
উত্তর: কর্নিয়া ও লেন্স।
১.৭ অ্যাক্সনে ‘মায়োলিন সিদ’ গঠনে অংশগ্রহণ করে-
উত্তর: সোয়ান কোশ।
১.৮ সঠিক জোড়াটি নির্বাচন করো-
উত্তর: কাইনেটোকোর — বিভাজনকালে বেমতন্তুগুলি এই অংশে আবদ্ধ হয়।
১.৯ ‘BB’ গিনিপিগ পুরুষ এবং ‘bb গিনিপিগ স্ত্রী’ হলে সংকরায়ণের ফলে F জনুতে যে ফলাফল পাওয়া যায় তা ‘BB’ গিনিপিগ স্ত্রী এবং ‘bb গিনিপিগ পুরুষ নিলে F জনুর ফলাফলের সাপেক্ষে-
উত্তর: একই থাকবে।
১.১০ ‘স্ত্রীজাতি সুদীর্ঘকাল থেকে কানফুটো করে আসছে। তা সত্ত্বেও কানফুটো নিয়ে কোনো কন্যা সন্তান জন্মায় না’ — এটি ল্যামার্ক এর যে প্রতিপাদ্যের বিরোধিতা করে-
উত্তর: অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।
১.১১ যে জিনোটাইপটি ‘সবুজ-গোলাকার’ মটরবীজ সূচিত করে-
উত্তর: yyRr
১.১২ মাছের পটকার মধ্যে গ্যাসের পরিমাণ হ্রাস করে-
উত্তর: রেটিয়া মিরাবিলিয়া।
১.১৩ কোশ বিভাজনের যে দশায় ‘সিস্টার ক্রোমাটিড’ এর সেন্ট্রোমিয়ার এর বিভাজন সম্পূর্ণ হয়-
উত্তর: অ্যানাফেজ।
১.১৪ চারটি বাক্সের জন্য উপযুক্ত ক্রমটি নির্বাচন করো: ব্ল্যাক লাং — ১ —– ফুসফুস ক্যানসার — ২ —- স্টোন ক্যানসার — ৩ — ৪
উত্তর: ১. কার্বন কণা ২. তুলোর আঁশ ৩. বেঞ্জপাইরিন ৪. অ্যাসিড রেন।
১.১৫ যে অভয়ারণ্যে ‘কুমীর-প্রজনন’ করানো হয়-
উত্তর: ভিতর কণিকা।
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
ABTA-Test-Paper Life-Science Page-91 Answer
মাধ্যমিক জীবন বিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Life Science ABTA Test Paper Solution
ABTA Test Paper Life Science page 91 MCQ Answer
Madhyamik 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর