4R পদ্ধতি কি?

4R পদ্ধতি কি?

আমাদের চারপাশে পড়ে থাকা নানা ধরণের বর্জ্যকে সুপরিকল্পিতভাবে আবার ব্যবহার করার জন্য Reduce, Refuse, Reuse ও Recycle পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে। এই চারটি পদ্ধতিকেই একসঙ্গে বলা হয় 4R পদ্ধতি।

Reduce (কমিয়ে আনা):
যেসব বর্জ্য পরিবেশে মিশে না গিয়ে জঞ্জাল বাড়ায়, সেগুলির ব্যবহার কমাতে হবে।
যেমন- প্লাস্টিক, পলিথিনের ব্যাগ।

Reuse (আবার কাজে লাগানো):
কিছু বর্জ্য আছে যেগুলি ফেলে না দিয়ে আবার কাজে লাগানো যেতে পারে।
যেমন- তরকারির খোসা।

Recycle (পুনর্ব্যবহার):
ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস বানানো যেতে পারে।
যেমন- পুরানো লোহা গলিয়ে নতুন জিনিস তৈরী।

Refuse (প্রত্যাখ্যান করা):
সুস্থ পরিবেশের জন্য আমাদের কিছু জিনিস এড়িয়ে চলতে হবে।
যেমন- প্লাস্টিক ব্যাগ।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

ষষ্ঠ শ্রেণী | পরিবেশ ও বিজ্ঞান | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | 4R পদ্ধতি কি?

Class 6 Poribesh O Biggan Question Answer

Leave a Comment

CLOSE