আমার জীবনের লক্ষ্য রচনা

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

আমার জীবনের লক্ষ্য রচনা

আমার জীবনের লক্ষ্য

ভূমিকা:

গন্তব্য স্থল নির্দিষ্ট থাকলে কান্ডারী শক্ত হাতে হাল ধরে তরঙ্গ ক্ষুব্ধ দুস্তর সমুদ্র পাড়ি দিয়ে এক সময় না এক সময় তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের জীবন সমুদ্র তুল্য। তাতে বাধা বিপত্তির পদে পদে ঝড়ঝঞ্জা, প্রতিকূল শক্তির তরঙ্গ বিক্ষোভ। এসব বিরুদ্ধে শক্তিকে অতিক্রম করে জীবনের লক্ষ্যে উপনীত হতে পারলে জীবন হয় সার্থক। অপরপক্ষে লক্ষ্যহীন তরী এ পথে ও পথে, এ ঘাটে ও ঘাটে এলোমেলো ভাবে চলতে চলতে এক সময় দিগভ্রান্ত হয়ে সলিল সমাধি প্রাপ্ত হয়। কাজেই জীবনের লক্ষ্য আগেভাগে স্থির হওয়া বাঞ্জনীয়।

ছাত্র ব্যবস্থায় লক্ষ্য নির্ণয়ের যথার্থ সময়:

ছাত্র জীবন পরিণত জীবনের প্রস্তুতি পর্ব। ছাত্রাবস্থার স্বপ্ন ও কল্পনা পরিণত জীবনে বাস্তবের মাটিতে ফুলে ফলে সুশোভিত হয়ে স্বার্থক হয়। কিন্তু কল্পনা অবাস্তব হলে চলে না। সেজন্য ছাত্রাবস্থাতে জীবনের লক্ষ্য স্থির করতে হয়। ছাত্র জীবনে আমি যখন স্বপ্ন দেখতে ও কল্পনা করতে শিখলাম তখনই আমার স্বপ্নচারী মনে যেন এক ঝলক আলো ছড়িয়ে দিয়ে বাবা জানালেন- আমি হব ডাক্তার। ডাক্তার হব- বাবার ইচ্ছা আর আমার স্বপ্নের মধ্যে দেখলাম অপূর্ব মিল।

পাঠক্রম নির্বাচন:

পাঠ্য জীবনের শুরু থেকে চলেছে বাবার চেষ্টা আর আমার অধ্যবসায় ও সাধনা। নতুন শিক্ষা পদ্ধতি অনুযায়ী মাধ্যমিক পর্যায় শেষ করে একাদশ শ্রেণীতে বেছে নিতে হবে পাঠক্রম। একাদশ শ্রেণীতে এসেই অনেকেই পাঠক্রম নির্বাচন করতে বেগ পেতে হয়। অনেক ক্ষেত্রে ছাত্রের অনিচ্ছাসত্ত্বেও অভিভাবকেরা জোর করে পাঠক্রম চাপিয়ে দেন। ফলে তাতে ভালো হয় না। প্রবাহে আমার লক্ষ্য স্থির থাকায় আমাকে পাঠক্রম নির্বাচনে বিন্দুমাত্র বেগ পেতে হবে না। চিকিৎসা শাস্ত্র বিজ্ঞানের এক বিশিষ্ট অঙ্গ। একাদশ শ্রেণীতে স্বাভাবিকভাবে বিজ্ঞানের ছাত্র হব। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে জয়েন্ট এন্ট্রান্স ছাড়পত্র নিয়ে শুরু হবে মেডিকেল কোর্সের অধ্যায়ন। প্রি মেডিকেল কোর্স করার পরে শুরু হবে এমবিবিএস কোর্স। চলবে সত্যি কারের ডাক্তার হওয়ার সাধনা। একদিন ডাক্তার হয়ে জীবনের লক্ষ্যে উপনীত হব।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
বিশেষ লক্ষ্য নির্বাচনের পিছনে যুক্তি:

অবশ্য ডাক্তার হওয়ার লক্ষ্য নির্বাচনের পিছনে আছে মহৎ উদ্দেশ্য। আমি গ্রামাঞ্চলের ছেলে। আমি দেখেছি গ্রামগুলিকে অনাদরে অবহেলায় পড়ে থাকতে। সেখানকার মানুষের দারিদ্র্য, অশিক্ষা, অস্বাস্থ্য সেই সঙ্গে চিকিৎসকের অভাব পীড়িত করেছে। মৃত্যুর বিভৎস লিলায় হয়েছি কাতর। সেই থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি বড় হয়ে ডাক্তার হব। গ্রাম হবে আমার কর্মক্ষেত্র। আর পাঁচ জন শিক্ষিত মানুষের মতো শহরের সুখ সুবিধা ও অর্থ উপার্জনের প্রলোভনে শহর মুখী হব না। দরিদ্র গ্রামবাসীর সেবায় হবে আমার জীবনের ব্রত।

লক্ষ্যকে সার্থক করার কর্মপন্থা:

নিরক্ষর গ্রামবাসীর স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতার ফলে গ্রামের পর গ্রাম কলেরা বসন্তের মতো সংক্রামক ব্যাধির শিকার হয়ে শ্মশানে পরিণত হয়। শত শত মানুষের প্রাণহানি ঘটে। এই মরণ যজ্ঞ থেকে উদ্ধার পেতে গ্রামবাসীকে দেবো শিক্ষা ও পরামর্শ। সংক্রামক ব্যাধির সূচনাতেই গ্রহণ করবো সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা। অকাল মৃত্যুর কবল থেকে রক্ষা করব তাদের। সরকারি অর্থানুকূল্য দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তুলবো তাদের জন্য, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারেনা, পারে না টাকার অভাবে রোগের চিকিৎসা করাতে। তাদের সেবায় হবে আমার মহান ব্রত। রোগীর বাড়ি থেকে ডাক এলেই ঝড়ঝঞ্জা, অন্ধকার রাত্রি, গ্রাম্য পথের অসুবিধা সবকিছু উপেক্ষা করে রওনা হব। নিজের ভোগ সুখের চেয়েও একটি জীবনের মূল্য অনেক বেশি। আত্ম উৎস্বর্গেই জীবনের চরম সার্থকতা।

উপসংহার:

আমরা আজ মহৎ কিছু ভাবতে ভুলেছি। কেউ ভাবলে তা হয় উপহাসের বস্তু। আশঙ্কা হয়, আমার মহৎ বাসনা শুনে অনেকে হয়তো অনুরূপ উপহাস করবেন। জানি, আজ যা আমার স্বপ্ন, তা একদিন বাস্তবায়িত হয়ে সফল হবে। গ্রামবাসীর দারিদ্র- অশিক্ষা দূর করার আমার ক্ষমতা নেই, কিন্তু চিকিৎসাহীন মৃত্যু থেকে রক্ষা করার শক্তি ও দক্ষতা আসবে আমার- একথা ভেবে অমেয় আনন্দধারায় পূত স্নান করছে আমার হৃদয়।

👉 সমস্ত রচনা দেখতে: Click Here
মাধ্যমিক বাংলা সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

মাধ্যমিক রচনা: আমার জীবনের লক্ষ্য রচনা

বাংলা রচনা Chatrojibone Kheladhular Guruto Rochona

মাধ্যমিক রচনা সাজেশন | উচ্চ মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা pdf | উচ্চ মাধ্যমিক রচনা সাজেশন | বাংলা রচনা মাধ্যমিক সাজেশন | বাংলা রচনা | Chatrojibone Kheladhular Guruto Rochona
গুরুত্বপূর্ণ বাংলা রচনা | প্রবন্ধ রচনা class 10 | উচ্চ মাধ্যমিক বাংলা রচনা সাজেশন

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

আমার জীবনের লক্ষ্য রচনা

Madhyamik Bengali Suggestion

আমার জীবনের লক্ষ্য রচনা | তোমার জীবনের লক্ষ্য রচনা | আমার জীবনের লক্ষ্য রচনা | তোমার জীবনের লক্ষ্য রচনা | আমার জীবনের লক্ষ্য রচনা

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply