বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
আমাদের চুল, চামড়া ও চোখের মণি কালো হওয়ার জন্য দায়ী ‘মেলানিন’ নামক এক ধরনের রঞ্জক পদার্থ।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে মেলানিন তৈরী কমে যায়। তাই চুল সাদা হয়ে যায়।
FAQs: Frequently Asked Questions
১. মেলানিন কীভাবে তৈরী হয়?
উত্তর: সূর্যের আলো মেলানিন তৈরী করতে সাহায্য করে।
২. মেলানিন এর কাজ কি?
উত্তর: মেলানিন মানুষের গায়ের রং নির্ধারণ করে। মেলানিন বেশি থাকলে গায়ের রং কালো হয় । মেলানিন কম পরিমাণে থাকলে গায়ের রং ফর্সা হয়।
৩. চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি?
উত্তর: মেলানিন সূর্যের ক্ষতিকারক অতিবেগুনিরশ্মি শুয়ে নিয়ে চামড়ার ক্যান্সার আটকায়।
৪. মেলানিন কি?
উত্তর: মেলানিন হল এক ধরণের রঞ্জক পদার্থ যার কারণে আমাদের চামড়া, চুল ও চোখের মণির রং কালো হয়। সূর্য রশ্মি মেলানিন তৈরীতে সাহায্য করে।
আরও পড়ুন: