পঞ্চম শ্রেণী পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1

পঞ্চম শ্রেণী পরিবেশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন MCQ-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণী
বিষয়: পরিবেশ
MCQ Set- 1

১. ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়- ১৮৫৩ সালে / ১৮৫৪ সালে / ১৮৫৫ সালে ।

উত্তর: ১৮৫৩ সালে।

২. ট্রাম চলে- বিদ্যুতে / ব্যাটারিতে / কয়লায় ।

উত্তর: বিদ্যুতে।

৩. পরিবেশবান্ধব পরিবহন হলো – সাইকেল / বাস / মোটরসাইকেল ।

উত্তর: সাইকেল।

৪. বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়- ১৫ জুন / ১৫ অক্টোবর / ১ অক্টোবর

উত্তর: ১ অক্টোবর

৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়- ৮ মিনিট / ১০ মিনিট / ১২ মিনিট।

উত্তর: ৮ মিনিট।

৬. মুখ্য জোয়ারের মূল কারণ- চাঁদের আকর্ষণ / সূর্যের আকর্ষণ / পৃথিবীর ঘূর্ণন।

উত্তর: চাঁদের আকর্ষণ

৭. শ্যুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে- বুধ গ্রহে / বৃহস্পতি গ্রহে / শুক্র গ্রহে।

উত্তর: বৃহস্পতি গ্রহে

৮. চন্দ্রগ্রহণ হয়- পূর্ণিমা / অমাবস্যা / একাদশী তিথিতে।

উত্তর: পূর্ণিমা তিথিতে

৯. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়- ৫ জুন / ৬ জুন / ৭ জুন।

উত্তর: ৫ জুন

১০. সুনামি হয়েছিল- ২০০৮ সালে / ২০০৪ সালে / ২০০১ সালে।

উত্তর: ২০০৪ সালে

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Third Unit Test Class 5 Poribesh MCQ Set 1

Leave a Comment

CLOSE