তোমার প্রিয় ঋতু রচনা

তোমার প্রিয় ঋতু রচনা

আমার প্রিয় ঋতু: শীতকাল

ভূমিকা: শীত পঞ্চম ঋতু। হেমন্তের পর আসে শীতকাল। পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।

প্রাকৃতিক অবস্থা: শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা সূক্ষ্ম বাতাস বইতে থাকে। সূর্য এই সময় দক্ষিণ দিকে হেলে পড়ে। সূর্যের তাপ অনেক কমে যায়। এই সময় রাত্রে শিশির পড়ে। ভোরবেলা চারিদিক কুয়াশায় ঢেকে যায়। শীতকালে দিন ছোট এবং রাত্রি বড় হয়। কোন কোন গাছের পাতা ঝরে যায়। গোলাপ, গেন্দা, চন্দ্রমল্লিকা নানা রকম ফুলে চারিদিক ভরে যায়।

উৎসব: শীতকালের প্রধান উৎসব সরস্বতী পুজো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা হয়। এছাড়া আছে বড়দিন ,নবান্ন, পৌষ পার্বণ। বাড়িতে বাড়িতে চলে পিঠে পায়েসের আয়োজন। ভ্রমণ এবং বনভোজনের উপযুক্ত সময় এই শীতকাল। শীতকালে সার্কাস ও নানারকম মেলা বসে।

উপকারিতা: শীতকালে নানা রকম শাক-সবজি জন্মায়। যেমন- পালং ,মুলো, বিভিন্ন রকম কফি, টমেটো, বেগুন, পেঁয়াজ, আলু ,শিম, মটরশুঁটি, বিট ,গাজর ইত্যাদি। খেজুরের রস এবং খেজুরের গুড় এই সময় পাওয়া যায়। এই সময়ের প্রধান ফল কূল, কমলালেবু এবং নাশপাতি। শীতকালে মানুষের পরিশ্রম এবং হজম করার ক্ষমতা বাড়ে। এই ঋতুতে অসুখ-বিসুখও কম হয়।

অপকারিতা: দরিদ্র মানুষ শীতের প্রয়োজনীয় পোশাক কিনতে পারেনা। তারা শীতে খুব কষ্ট পায়। এই সময় হাত পা ফেটে যায়।

উপসংহার: ধীরে ধীরে উত্তরের বাতাস কমে আসে। দিন বড় হতে থাকে। শীতের বিদায় নেওয়ার সময় এগিয়ে আসে।

👉 সমস্ত রচনা দেখতে: Click Here
মাধ্যমিক বাংলা সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

বাংলা রচনা শীতকাল রচনা

তোমার প্রিয় ঋতু রচনা

Madhyamik Bengali Suggestion

তোমার প্রিয় ঋতু রচনা | আমার প্রিয় ঋতু: শীতকাল | আমার প্রিয় ঋতু: শীতকাল

শীতকাল রচনা

Leave a Comment

CLOSE