করলা ইংরেজি কি?

করলা ইংরেজি Bitter Gourd. এছাড়াও ‘করলা’ কে ইংরেজিতে Balsam pear, alligator pear, bitter melon, bitter cucumber ইত্যাদি বলা হয়।

আরও পড়ুন:

লেবু জল খাওয়ার উপকারিতা

নিম পাতার উপকারিতা

করলার উপকারিতা:

১. অ্যালার্জি প্রতিরোধে করলার রস দারুণ উপকারী।
২. ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
৩. বাতের ব্যাথায় নিয়মিত করলা রস খেলে ব্যাথা আরোগ্য হয়।
৪. করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক।
৫. করলার জীবাণু নাশক ক্ষমতাও রয়েছে। ক্ষতস্থানের উপরে পাতার রসের প্রলেপ দিলে এবং উচ্ছে গাছ সেদ্ধ জলদিয়ে ক্ষত ধুলে কয়েকদিনের মধ্যেই ক্ষত শুকিয়ে যায়।

👉 বয়স ক্যালকুলেটর: Click Here

করলা meaning in english: Bitter Gourd, Balsam Pear, Alligator Pear, Bitter Melon, Bitter Cucumber.

👉 Subscribe Our YouTube Channel: Click Here

Leave a Comment

CLOSE