Past Perfect Tense কাকে বলে? উদাহরণ দাও। Past Perfect Tense in-Bengali
(vii) PAST PERFECT TENSE:-
নিচের উদাহরণগুলো খেয়াল করো:
ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল।
চোর পালিয়ে যাওয়ার পর পুলিশ এল।
সে পৌঁছানোর আগে স্টেশনে ট্রেন এসেছিল।
উপরের বাক্যগুলিতে অতীত কালে দুটি কাজ ঘটেছে। যেমন,
প্রথম বাক্যে: ডাক্তার আসা এবং রোগী মারা যাওয়া।
দ্বিতীয় বাক্যে: চোর পালানো এবং পুলিশ আসা।
তৃতীয় বাক্যে: সে পৌঁছানো এবং ট্রেন আসা।
এইভাবে দুটি কাজ ঘটে থাকলে যে কাজটি আগে ঘটেছে তার Past Perfect Tense হয়।
প্রথম বাক্যে: রোগীটি মারা গেল। তারপর ডাক্তার এল
সুতরাং, রোগী মারা গেল- Past Perfect Tense
দ্বিতীয় বাক্যে: চোর পালিয়ে গেল তারপর পুলিশ এল।
সুতরাং, চোর পালিয়ে গেল – Past Perfect Tense
তৃতীয় বাক্যে: স্টেশনে ট্রেন এসেছিল তারপর সে পৌঁছেছিল।
সুতরাং, স্টেশনে ট্রেন এসেছিল- Past Perfect Tense
কাকে বলে:
অতীতকালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘঠিত হয়েছিল এরূপ বোঝালে এর কালকে Past Perfect Tense বলে।
চেনার নিয়ম:
অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘঠিত হয়েছিল বোঝায়।
গঠনের নিয়ম:
যে কাজটি আগে হয় তার Past Perfect Tense হয় এবং যে কাজটি পরে হয় তার Past Indefinite Tense হয়।
Subject + had + Verb এর Past Participle রূপ + before + Subject + Verb এর Past রূপ
অথবা,
Subject + Verb এর Past রূপ + after + Subject + had + Verb এর Past Participle রূপ
উদাহরণ:
ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল- The patient had died before the doctor came.
চোর পালিয়ে যাওয়ার পর পুলিশ এল- The police came after the thief had fled.
সে পৌঁছানোর আগে স্টেশনে ট্রেন এসেছিল- The train had arrived before he reached the station.
Note: 1
সাধারণত before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয়।
Note: 2
দুটি অতীত ঘটনা that দ্বারা যুক্ত হলে সাধারণত that এর পরবর্তী verb এর Past Perfect Tense হয়। যেমন-
রহিম বলল যে সে কাজটি করেছিল- Rahim said that he had done the work.
Note: 3
যেতে না যেতে, আসতে না আসতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে No sooner had … than দিয়ে বাক্যটি শুরু করতে হয়।
শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়াল-
No sooner had the teacher entered the classroom than the students stood up.
👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here
PAST PERFECT TENSE IN BENGALI Tense in Bengali Bangla Tense
Subscribe Our YouTube Channel: Click Here
Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Past Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla Past Perfect Tense in-Bengali
Past Perfect Tense in-Bengali
Past Perfect Tense Examples in Bengali