Past Perfect Tense in-Bengali

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Past Perfect Tense কাকে বলে? উদাহরণ দাও। Past Perfect Tense in-Bengali

(vii) PAST PERFECT TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল।
চোর পালিয়ে যাওয়ার পর পুলিশ এল।
সে পৌঁছানোর আগে স্টেশনে ট্রেন এসেছিল।

উপরের বাক্যগুলিতে অতীত কালে দুটি কাজ ঘটেছে। যেমন,
প্রথম বাক্যে: ডাক্তার আসা এবং রোগী মারা যাওয়া
দ্বিতীয় বাক্যে: চোর পালানো এবং পুলিশ আসা
তৃতীয় বাক্যে: সে পৌঁছানো এবং ট্রেন আসা

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

এইভাবে দুটি কাজ ঘটে থাকলে যে কাজটি আগে ঘটেছে তার Past Perfect Tense হয়।
প্রথম বাক্যে: রোগীটি মারা গেল। তারপর ডাক্তার এল
সুতরাং, রোগী মারা গেল- Past Perfect Tense

দ্বিতীয় বাক্যে: চোর পালিয়ে গেল তারপর পুলিশ এল।
সুতরাং, চোর পালিয়ে গেল – Past Perfect Tense

তৃতীয় বাক্যে: স্টেশনে ট্রেন এসেছিল তারপর সে পৌঁছেছিল।
সুতরাং, স্টেশনে ট্রেন এসেছিল- Past Perfect Tense

কাকে বলে:

অতীতকালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘঠিত হয়েছিল এরূপ বোঝালে এর কালকে Past Perfect Tense বলে।

চেনার নিয়ম:

অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘঠিত হয়েছিল বোঝায়।

গঠনের নিয়ম:

যে কাজটি আগে হয় তার Past Perfect Tense হয় এবং যে কাজটি পরে হয় তার Past Indefinite Tense হয়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
Subject + had + Verb এর Past Participle রূপ + before + Subject + Verb এর Past রূপ
অথবা,

Subject + Verb এর Past রূপ + after + Subject + had + Verb এর Past Participle রূপ

উদাহরণ:

ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল- The patient had died before the doctor came.
চোর পালিয়ে যাওয়ার পর পুলিশ এল- The police came after the thief had fled.
সে পৌঁছানোর আগে স্টেশনে ট্রেন এসেছিল- The train had arrived before he reached the station.

Note: 1

সাধারণত before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয়।

Note: 2

দুটি অতীত ঘটনা that দ্বারা যুক্ত হলে সাধারণত that এর পরবর্তী verb এর Past Perfect Tense হয়। যেমন-
রহিম বলল যে সে কাজটি করেছিল- Rahim said that he had done the work.

Note: 3

যেতে না যেতে, আসতে না আসতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে No sooner had … than দিয়ে বাক্যটি শুরু করতে হয়।

শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়াল-
No sooner had the teacher entered the classroom than the students stood up.

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

PAST PERFECT TENSE IN BENGALI Tense in Bengali Bangla Tense

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Past Perfect Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla Past Perfect Tense in-Bengali

Past Perfect Tense in-Bengali

Past Perfect Tense Examples in Bengali

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply