Past Continuous Tense in-Bengali

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Past Continuous Tense কাকে বলে? উদাহরণ দাও। Past Continuous Tense in-Bengali

(vi) PAST CONTINUOUS TENSE:-

নিচের উদাহরণগুলো খেয়াল করো:

মা রান্না করছিল
তারা ফুটবল খেলছিল
ভাই ঘুমোচ্ছিল
আমি পড়ছিলাম
তুমি গান করছিলে

উপরের বাক্যগুলির ক্রিয়া করছিল, খেলছিল, ঘুমোচ্ছিল, পড়ছিলাম, করছিলে অতীত কালে চলা কাজ বা ঘটনার বর্ণনা দিচ্ছে। এগুলিই Past Continuous Tense.

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

কাকে বলে:

কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে এর কালকে Past Continuous Tense বলে।

চেনার নিয়ম:

সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে সাধু ভাষায় তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি যুক্ত থাকে।

গঠনের নিয়ম:

Subject এর পর Person ও Number অনুসারে was বা were বসে। তারপর মূল verb এর সাথে ing যোগ হয়। অর্থাৎ

Subject + was / were + (verb+ing) + others (বাক্যের বাকি অংশ)

উদাহরণ:

আমি পড়ছিলাম (পড়িতেছিলাম) – I was reading.
তুমি পড়ছিলে (পরিতেছিলে) – You were reading.
সে পড়ছিল (পড়িতেছিল) – He/She was reading.
ছেলেটি পড়ছিল – The boy was reading.
তারা পড়ছিল – They were reading.

Note: 1

অতীত কালের দুটি কাজ একই সাথে চলছিল বোঝালে দুটিরই Past Continuous Tense হয়। যেমন,
তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম- I was reading book while he was sleeping.

Note: 2

অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝালে যেটি চলছিল সেটির Past Continuous Tense এবং অন্যটি Past Indefinite Tense হয়। যেমন,
সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম- When he came to me, I was reading a novel.

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

👉 সমস্ত Tense দেখার জন্য: Click Here

PAST CONTINUOUS TENSE IN BENGALI Tense in Bengali Bangla Tense

Subscribe Our YouTube Channel: Click Here

Keywords: Tense in Bengali | English to Bengali Translation | Past Continuous Tense in Bengali | Bangla Tense | Tense in Bangla

Past Continuous Tense in-Bengali

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply