Madhyamik Life-Science ABTA-Test-Paper Page-240

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Madhyamik Life-Science ABTA-Test-Paper Page-240

মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

ABTA Test Paper

Life Science (Page 240)

MCQ Solution

বিভাগ- ‘ক’

১.১ সুন্দরী গাছের শ্বাসমূলের ক্ষেত্রে যে চলনটি দেখা যায় না, সেটি হলো-
উত্তর: অভিকর্ষ অনুকূলবর্তী চলন

১.২ মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশনরূপে কাজ করে তা হলো-
উত্তর: থ্যালামাস।

১.৩ খর্ব বিটপসম্পন্ন উদ্ভিদের দেহে যে উদ্ভিদ হরমোনটির অভাব দেখা যায়, তা হলো-
উত্তর: জিব্বেরেলিন।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৪ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থান করে যে অংশে তা হলো-
উত্তর: মুখ্য খাঁজ।

১.৫ কোশচক্রের যে দশায় DNA -র পরিমাণ দ্বিগুণ হয় তা হলো-
উত্তর: S

১.৬ খর্ব-ধাবক এর সাহায্যে অঙ্গজ জনন সম্পন্নকারী উদ্ভিদটি হলো-
উত্তর: কচুরীপানা।

১.৭ একই প্রকার অ্যালিল বহনকারী পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে উৎপন্ন জীবেরা হলো-
উত্তর: হোমোজাইগাস।

১.৮ YYrr জিনোটাইপযুক্ত জীব কত প্রকারের গ্যামেট উৎপাদনে সক্ষম-
উত্তর: 2

১.৯ সবুজ বর্ণন্ধতাকে বলা হয়-
উত্তর: ডিউটেরানোপিয়া

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

১.১০ মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়া গ্যাসের অনুপাত ছিল যথাক্রমে-
উত্তর: 2:1:2

১.১১ ‘রিক্যাপিচুলেশন থিয়োরি’ -প্রবর্তন করেন-
উত্তর: আর্নেস্ট হেকেল।

১.১২ কই মাছের উদস্থৈতিক অঙ্গরূপে কাজ করে-
উত্তর: পটকা।

১.১৩ উত্তরাখন্ডে অবস্থিত জাতীয় উদ্যানটি হঁলো-
উত্তর: করবেট।

১.১৪ নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া-
উত্তর: থায়োব্যাসিলাস।

১.১৫ নীচের কোনটি ভঙ্গুর দূষক পদার্থ নয়-
উত্তর: DDT

বিভাগ- ‘খ’

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

২.১ ————— খনিজ মৌলের অভাবে থাইরক্সিনের সংশ্লেষ ও ক্ষরণ ব্যহত হয়।
উত্তর: আয়োডিন

২.২ নিউক্লিওটাইডগুলি —————— বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল গঠন করে।
উত্তর: P-O বন্ধনী।

২.৩ ——————– হলো একই জিনের পরিবর্তীত রূপ।
উত্তর: অ্যালিল।

২.৪ মানুষের মেরুদন্ডের শেষপ্রান্তে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো ——————–
উত্তর: কক্সিস।

২.৫ ফুসফুসে ———————- প্রবেশের ফলে বিসিনোসিস রোগের সৃষ্টি হয়।
উত্তর: তুলো তন্তু।

২.৬ Tt ও tt জেনোটাইপযুক্ত জীবের সংকরায়নের ফলে শতকরা —————- ভাগ লম্বা মটরগাছ সৃষ্টি হয়।
উত্তর: 50%

সত্য বা মিথ্যা নিরূপণ করো:

২.৭ টেস্টোস্টেরন একপ্রকার স্টেরয়েডধর্মী উদ্ভিদ হরমোন।
উত্তর: ভুল

২.৮ স্বাভাবিক পুরুষের দেহকোশে অটোজোমের সংখ্যা ২২ জোড়া।
উত্তর: ঠিক

২.৯ কুমিরের হৃৎপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো চারটি।
উত্তর: ঠিক

২.১০ ওজন একটি গ্রীন হাউস গ্যাস।
উত্তর: ঠিক

২.১১ হিমোফিলিয়া হলো অটোজোম বাহিত বংশগত রোগ।
উত্তর: ভুল

২.১২ অ্যাডেনিন ও থাইমিন তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে।
উত্তর: ভুল।

👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here

👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here

Subscribe Our YouTube Channel: Click Here

Madhyamik Life-Science ABTA-Test-Paper Page-240

মাধ্যমিক জীবন বিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

Madhyamik Life Science ABTA Test Paper Solution

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

ABTA Test Paper Life Science page 240 MCQ Answer

Madhyamik 2023

মাধ্যমিক জীবন বিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর

Madhyamik Life-Science ABTA-Test-Paper Page-240

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply