Madhyamik 2023 Life-Science ABTA-Test-Paper Page-118
মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
ABTA Test Paper
Life Science (Page 118)
MCQ Solution
বিভাগ- ‘ক’
১.১ নীচের কোন জোড়টি সঠিক নয় নির্বাচন করো-
উত্তর: সূর্যমুখী ফুল —- কেমোন্যাস্টিক চলন
১.২ ‘ক’ স্তম্ভের দেওয়া শব্দের সাথে ‘খ’ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো-
উত্তর:
(a) ইউগ্লিনা —- (ii) ফ্ল্যাজেলা
(b) অ্যামিবা —- (iii) ক্ষণপদ
(c) প্যারামেসিয়াম —- (i) সিলিয়া
১.৩ একজন চল্লিশোর্ধ ব্যক্তি, কাছের বস্তু ঝাপসা দেখেন, এটি চোখের কী ধরণের ত্রুটি, তা শনাক্ত করো-
উত্তর: প্রেসবায়োপিয়া
১.৪ নিউক্লিওটাইড এর গঠন সংক্রান্ত নীচের কোনটি সঠিক তা চিহ্নিত করো-
উত্তর: শর্করা + N2 বেস + ফসফেট
১.৫ কোশচক্রের গুরুত্ব সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো-
উত্তর: কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়
১.৬ নীচের কোনটি যৌন জননের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো-
উত্তর: রেণু উৎপাদন।
১.৭ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, তা স্থির করো-
উত্তর: হিমোফিলিয়া।
১.৮ পুত্রের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা ২n=৪৬ হলে সে পিতার কাছ থেকে কয়টি X ক্রোমোজোম পেয়েছে তা নির্ণয় করো-
উত্তর: 0 টি
১.৯ ফিনোটাইপ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় তা নির্বাচন করো-
উত্তর: ফিনোটাইপ বলতে কোন একটি চরিত্রের জিনগত গঠন বোঝায়।
১.১০ নীচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম নয়-
উত্তর: বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম।
১.১১ ডারউইনের মতে এই পৃথিবীর যে কোনো দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। একে বলা হয়-
উত্তর: ভেদ বা প্রকরণ
১.১২ মূত্রে জলের অপচয় রোধে উটের মূত্রে বেশি থাকে-
উত্তর: ইউরিক অ্যাসিড
১.১৩ জল দূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল-
উত্তর: ইউট্রিফিকেশন
১.১৪ পশ্চিমবঙ্গে কোথায় JFM এর প্রকল্প শুরু হয়-
উত্তর: পশ্চিম মেদিনীপুরে
১.১৫ নীচের কোনটি জাতীয় উদ্যান সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো-
উত্তর: এটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
বিভাগ- ‘খ’
২.১ বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে ———— হরমোন।
উত্তর: জিব্বেরেলিন।
২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ————- কোশ বিভাজন ঘটে।
উত্তর: মাইটোসিস
২.৩ মাতা বর্ণান্ধ হলে ও বাবা স্বাভাবিক হলে সকল ————– বর্ণান্ধ হবে।
উত্তর: পুত্র।
২.৪ ———– নামক ঘোড়ার পূর্বপুরুষের অগ্রপদে ৪ টি ও পশ্চাৎপদে ৩ টি আঙুল ছিল।
উত্তর: ইওহিপ্পাস।
২.৫ জিম করবেট ন্যাশনাল পার্ক ————– রাজ্যে অবস্থিত।
উত্তর: উত্তরাখন্ড।
২.৬ একই লোকাসে দুটি সদৃশ অ্যালিল থাকলে জীবটিকে ———- বলে।
উত্তর: হোমোজাইগাস।
সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.৭ চিন্তা, স্মৃতি, বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস।
উত্তর: মিথ্যা।
২.৮ মাইক্রোপ্রোপাগেশন এক প্রকারের কলাকর্ষণ পদ্ধতি।
উত্তর: সত্য।
২.৯ X ক্রোমোজোমবাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়।
উত্তর: সত্য।
২.১০ রুইমাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে।
উত্তর: মিথ্যা।
২.১১ নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হল নাইট্রোব্যাকটর।
উত্তর: মিথ্যা।
২.১২ জীববৈচিত্র্যের প্রাচুর্য খাদ্যজাল গঠন করে।
উত্তর: সত্য।
‘ক’ স্তম্ভের দেওয়া শব্দের সাথে ‘খ’ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো
২.১৩ ভয়, ক্রোধ, আবেগ —- (d) অ্যাড্রিনালিন
২.১৪ কোশচক্র —- (f) চেক পয়েন্ট
২.১৫ জলাভূমি —- (b) প্রাকৃতিক বৃক্ক
২.১৬ মাইক্রোস্ফিয়ার —- (a) সিডনি ফক্স
২.১৭ সুষুম্নাকান্ডের ধূসর বস্তু —- (c) প্রতিবর্ত কেন্দ্র
২.১৮ NOR —- (e) ক্রোমোজোমের গৌণ খাঁজ।
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 মাধ্যমিক ২০২৩ গণিত সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here
Madhyamik Life-Science ABTA-Test-Paper Page-118
মাধ্যমিক জীবন বিজ্ঞান এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Life Science ABTA Test Paper Solution
ABTA Test Paper Life Science page 118 MCQ Answer
Madhyamik 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর