Madhyamik ABTA-Test-Paper-2023 Bengali Page-198
মাধ্যমিক ২০২৩
বিষয়: বাংলা
ABTA Test Paper
Page: 198
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ সবাই তপনের গল্প শুনে-
উত্তর: হাসে।
১.২ “শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল।” – এখানে ‘ফতোয়া’ শব্দের অর্থ-
উত্তর: রায়।
১.৩ “তোমার চিন্তা নেই ঠাকুর।” -‘ঠাকুর’ বলতে বোঝানো হয়েছে-
উত্তর: তেওয়ারীকে।
১.৪ শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল-
উত্তর: কুন্তক।
১.৫ আফ্রিকা বিদ্রুপ করেছিল-
উত্তর: ভীষণকে।
১.৬ সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে-
উত্তর: ধুমকেতুকে।
১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-
উত্তর: রিজার্ভার পেন।
১.৮ পপুলার সায়েন্স লেখা সুসাধ্য-
উত্তর: ইউরোপ-আমেরিকায়।
১.৯ বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে-
উত্তর: রূপক।
১.১০ রাস্তায় কুড়িয়ে পেয়েছি- রেখাঙ্কিত পদটি কোন কারকের দৃষ্টান্ত-
উত্তর: অধিকরণ কারক।
১.১১ ‘যজ্ঞ সাঙ্গ করো, বীরমণি‘ – রেখাঙ্কিত পদটি কোন কারকের দৃষ্টান্ত-
উত্তর: সম্বোধন পদ।
১.১২ সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন সমাসকে বর্ণনামূলক সমাসের অন্তর্ভুক্ত করেন-
উত্তর: বহুব্রীহি
১.১৩ ‘পঞ্চকন্যা পাইলা চেতন’ রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হল-
উত্তর: পঞ্চকন্যার সমাহার।
১.১৪ ‘তোরা সব জয়োধ্বনি কর’ -বাক্যটির কর্মবাচ্যের রূপ হল-
উত্তর: তোদের সবার জয়োধ্বনি করা হোক।
১.১৫ রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল- বাক্য নির্মাণের শর্ত অনুসারে এই বাক্যে যা নেই-
উত্তর: যোগ্যতা।
১.১৬ অনুসর্গের অপরনাম-
উত্তর: কর্মপ্রবচনীয়
১.১৭ ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে’ -বাক্যটি হল-
উত্তর: যৌগিক বাক্য।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:
২.১.১ ‘অপূর্ব রাজি হইয়াছিল।’ -অপূর্ব কীসে রাজি হয়েছিল?
উত্তর: রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে, যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে, ততদিন অপূর্বকে তার হাতের মিষ্টি খেতে হবে। অপূর্ব এই কথায় রাজি হয়েছিল।
২.১.২ “মাথার চুল খাড়া হয়ে উঠল।’ কার মাথার চুল, কেন খাড়া হয়ে উঠল?
উত্তর: জ্ঞানচক্ষু গল্পে নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেলে। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে ওঠে।
২.১.৩ ‘কিছুটা যেতেই অমৃতের নজরে এল’ -অমৃতের কী নজরে এল?
উত্তর: পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে অমৃতের নজরে এল কুস্তির ফলে ইসাবের জামার পকেট ছ-ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে।
২.১.৪ “আক্ষেপ করেন হরিদা” -হরিদার আক্ষেপের কারণ কী?
উত্তর: প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন। কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় হরিদার সেই ইচ্ছা আক্ষেপে পরিণত হয়।
২.১.৫ “সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।” -কে, কেন প্রায় কেঁদে ফেলেছিল?
উত্তর: ‘নদীর বিদ্রোহ’ গল্পের নায়ক নদেরচাঁদের ছোটোবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল।
👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here
Madhyamik ABTA-Test-Paper-2023 Bengali Page-198
মাধ্যমিক বাংলা এ বি টি এ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর
Madhyamik Bengali ABTA Test Paper Solution
ABTA Test Paper Bengali page 198 MCQ Answer
Madhyamik 2023 Bengali Question Answer ABTA Test Paper Page- 198
মাধ্যমিক বাংলা টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর