GK Practice Set-1 WBPSC | SSC | WB Police Board | WB SSC
GK Practice Set-1
১. গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
A. আসাম B. গুজরাট C. উত্তর প্রদেশ D. উত্তরাখন্ড
Show/Hide Answer
উত্তর: গুজরাটআরও তথ্য-
১. গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের জন্য পরিচিত।
২. এটি 1965 সালে 1,412 বর্গকিমি মোট এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
২. পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
A. তবলা B. বাঁশি C. বেহালা D. সেতার
Show/Hide Answer
উত্তর: B. বাঁশিআরও তথ্য-
সেতার: দেবু চৌধুরী, সুজাতা খান, পণ্ডিত রবিশঙ্কর, মোস্তাক আলী খান, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, আমির খসরু
সানাই: ওস্তাদ বিসমিল্লাহ খান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণ রাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমদ হোসেন
বাঁশি: নারায়ণ ঘোষ, পান্নালাল ঘোষ, সুভাস কামাদ, হরিপ্রসাদ চৌরাসিয়া
বেহালা: জুবিন মেহেতা, জয়রাম লাল গুড়ি, এল. শুভ্রমনিয়াম, টি. এন. কৃষ্ণন, এন.রাজন
তবলা: পন্ডিত শান্তা প্রসাদ, জ্ঞানপ্রকাশ ঘোষ, আল্লারাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষাণ মহারাজ, কুমার বোস, বিক্রম ঘোষ, স্বপ্না চৌধুরী, নিখিল ঘোষ
সরোদ: আলাউদ্দিন খান, বৃজি নারায়ন, ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী, আজাদ আলী খান, বুদ্ধদেব দাস গুপ্ত, ওয়াজাহাত খান
সন্তুর: রাহুল শর্মা, শিব কুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, ভজন সপরী, উল্লাস বপত, অভয় সপরী