Class-3 Bengali First-Unit-Test Question-2023

Class-3 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
তৃতীয় শ্রেণী
বিষয়: বাংলা
সাজেশন ২০২৩
১. সঠিক উত্তরটির নীচে দাগ দাও:

(ক) বুড়ো চাষির ছেলে ছিল- ( পরিশ্রমী / অলস / নির্লোভী )
(খ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষির ছেলে জমি খুঁড়েছিল- ( তিন বিঘা / চার বিঘা / পাঁচ বিঘা )
(গ) বউ হাট থেকে কিনে এনেছিল- ( ধানের বীজ / গমের বীজ / সরষের বীজ )
(ঘ) কুলি ডাক্তারবাবুর ব্যাগ তুলে দিয়েছিল- ( গাড়িতে / রিক্সায় / পালকিতে )

উত্তর: (ক) অলস (খ) পাঁচ বিঘা (গ) ধানের বীজ (ঘ) পালকিতে

২. শূন্যস্থান পূরণ করো:

(ক) ‘অঘ্রান’ মাসটির পুরো নাম ______________

(খ) চাষির ছেলের বউ ছিল খুব ________________

(গ) ডাক্তারবাবু নামলেন _____________________ রেল স্টেশনে।

উত্তর: (ক) অগ্রহায়ন (খ) বুদ্ধিমতী (গ) কারমাটার

৩. একটি বাক্যে উত্তর দাও:

(ক) ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষি কোন কথাটা তাঁর ছেলেকে বলে যাননি?
উত্তর: সত্যি সোনা গল্পে জমিতে সোনা কোথায় পোঁতা আছে সেই কথাটা বুড়ো চাষি তাঁর ছেলেকে বলে যাননি।

(খ) ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তর: ধান গাছ থেকে আমরা ধান, খড় বা বিচুলি পাই।

(গ) ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?
উত্তর: কুলিটি আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাগটি নিয়ে ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবল তাকে সাহায্য করেছিলেন, তাই তিনি পয়সা নিলেন না।

(ঘ) গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা কী করে?
উত্তর: গভীর জঙ্গলে ফুলপরিরা হাত ধরাধরি করে নাচ করে।

(ঙ) ‘দেওয়ালের ছবি’ গল্পে শিকারির বাড়িটি কোথায়?
উত্তর: ‘দেওয়ালের ছবি’ গল্পে শিকারির বাড়িটি বনের ধারে এক গাঁয়ে বা গ্রামে।

৪. বর্ণ বিশ্লেষণ করো:
(ক) চম্পট (খ) চমৎকার (গ) অনেকক্ষণ

উত্তর:
(ক) চম্পট = চ + অ + ম + প + অ + ট
(খ) চমৎকার = চ + অ + ম + অ + ত + ক + আ + র + অ
(গ) অনেকক্ষণ = অ + ন + এ + ক + ক + ষ + অ + ণ

৫. শব্দার্থ লেখো:
(ক) প্রতিজ্ঞা (খ) নিশ্চিন্ত

উত্তর:
(ক) প্রতিজ্ঞা = শপথ
(খ) নিশ্চিন্ত = চিন্তাহীন

৬. বিপরীত শব্দ লেখো:
(ক) সুগন্ধ (খ) সম্মান

উত্তর:
(ক) সুগন্ধ = দুর্গন্ধ
(খ) সম্মান = অসম্মান

৭. বাক্য রচনা করো:
(ক) দিবারাত্রি (খ) রেলস্টেশন

উত্তর:
(ক) দিবারাত্রি = লোকটি দিবারাত্রি পরিশ্রম করে চলেছে।
(খ) রেলস্টেশন = গতকাল ট্রেনের জন্য আমরা রেলস্টেশনে এক-ঘন্টা অপেক্ষা করেছিলাম।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class 3 First Unit Test Bengali Question Paper Class 3 First Unit Test Bengali Suggestion Class 3 1st Unit Test Bengali Question Paper

WBBSE Class 3 Model Question Paper Unit Test Question Paper Bengali Class III Bengali First Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

তৃতীয় শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-3 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণী বিষয়: বাংলা সাজেশন ২০২৩

Class-3 Bengali First-Unit-Test Question-2023

Leave a Comment