Class 9 Geography Model Activity Task Part-9
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 9 Geography Model Activity Task Part-9
নবম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: ভূগোল পূর্ণমান: ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো –
(ক) ৬0০
(খ) 0০
(গ) ৯0০
(ঘ) ৪৫০
উত্তর: (গ) ৯0০
১.২. যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো
(ক) নিরক্ষরেখা
(খ) সুমেরুবৃত্ত রেখা
(গ) কর্কটক্রান্তি রেখা
(ঘ) মকরক্রান্তি রেখা
উত্তর: (ক) নিরক্ষরেখা
১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো
(ক) পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা — নিরক্ষরেখা
(খ) সাবমেরিন চালনা – GPS
(গ) পৃথিবীর উপর চাঁদের ছায়া — চন্দ্রগ্রহণ
(ঘ) সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ – বুধ
উত্তর: (খ) সাবমেরিন চালনা – GPS
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে _______ গ্রহের ঘনত্ব সর্বাধিক।
উত্তর: পৃথিবী
২.১.২ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত _______।
উত্তর: এরাটোস্থেনিস
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.২.১ GPS-এর পুরো কথাটি কী?
উত্তর: Global Positioning System
২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ?
উত্তর: 12714 কিমি
২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক?
উত্তর: বৃহস্পতি
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর:
বিষয় | অন্তঃস্থ গ্রহ | বহিঃস্থ গ্রহ |
আকার ও ক্ষেত্রমান | অন্তঃস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান বহিঃস্থ গ্রহ অপেক্ষা ছোট | বহিঃস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান অপেক্ষাকৃত বড়ো |
পারস্পরিক দূরত্ব | অন্তঃস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম | বহিঃস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব বেশি |
৩.২ ‘বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।’—এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবী যদি টেবিলের মতো সমতল হত তাহলে ভূ-পৃষ্ঠের সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত। কিন্তু তা হয় না। ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এর কারণ—পৃথিবী সমতল নয়, গোলাকার । তাই, আবর্তনের সময় পৃথিবীর বিভিন্ন স্থান নির্দিষ্ট সময়ের ব্যবধানে সূর্যের সম্মুখে আসে, ফলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।স্ত হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘জিয়ড’–এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
উত্তর: পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মত হলেও পৃথিবীকে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না । তার কারণ হলো সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু-নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে । হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম অংশ আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র তলে অবস্থিত মারিয়ানা খাত হলো পৃথিবীর নিম্নতম অংশ । অর্থাৎ পৃথিবীর বন্ধুরা তার প্রসার হল প্রায় ২০ কিমি । পৃথিবীপৃষ্ঠের উঁচু নিচু জায়গা গুলির অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতি গোলকের মতো নয় । পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেশ মসৃণ ।
কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সঙ্গে মেলানো যায় না । তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড ।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।’—বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: পৃথিবী হল সৌরপরিবারের একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে এবং প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব রকমের উপকরণ ও উপাদান পর্যাপ্ত পরিমাণে মজুত আছে।
(i) বায়ুমন্ডল: পৃথিবীতেই একমাত্র বায়ুমন্ডল আছে। বায়মন্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া, জলবায়ুর ঘটনাসমূহ বায়ুমন্ডলেই ঘটে, বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে।
(ii) জল: পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে এত পরিমানে জল আছে যা প্রাণ সৃষ্টি হওয়ার ও বজায় থাকার অন্যতম প্রধান শর্ত।
(iii) সূর্য থেকে দূরত্ব: সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে রয়েছে যে পৃথিবীর গড় উষ্ণতা ১৭° সেন্টিগ্রেড- যা জীবকুল বেঁচে থাকার সহায়ক কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহগুলি ৫০০° সে ও দূরের গ্রহগুলি ২০০° হিমাঙ্কের নীচে বিরাজমান যা জীবনের জন্য প্রতিকূল।
(iv) ভূত্বক বা শিলামন্ডল: পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভুত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির উপরে জীবনের উৎপাদক উদ্ভিদ জন্মায়, নানারকম খনিজ পাওয়া যায়।
এইসব কারণেই সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 9 Model Activity Task Geography Part-9 January, 2022
Official Website: Click Here
Class 9 Model Activity Task Geography Part-9 January, 2022