Class 8 Model Activity Task Science September

Class 8 Model Activity Task Science September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task Science September, 2021

১. ঠিক উত্তর নির্বাচন করো:

১.১ যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলো–
উত্তর: (গ) কাঠ।

১.২ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো–
উত্তর: (ঘ) অ্যাসেটিক অ্যাসিড।

১.৩ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো–
উত্তর: (গ) ডিম  → লার্ভা  → পিউপা  → পূর্ণাঙ্গ।

২. শুন্যস্থান পূরণ করো:

.১ কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ________________ যায়।
উত্তর: বেড়ে।

২.২ _________________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
উত্তর: বায়ুর।

২.৩ _________________ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।
উত্তর: ক্যাফিনের।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?
উত্তর: একটি টেস্টটিউবে জল নিয়ে তাতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে কিছুক্ষণ পর টেস্টটিউবের বাইরের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমা হয়। কারণ এক্ষেত্রে বিক্রিয়াটি পারিপার্শ্বিক পরিবেশ বা টেস্টটিউব থেকে তাপ শোষণ করে, ফলে টেস্টটিউবের উষ্ণতা হ্রাস পায় এবং তার সংস্পর্শে থাকা জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়। সুতরাং বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া।

৩.২ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী?
উত্তর: যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো-
(i) যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করলে কিছুদিনের মধ্যে টিউবারকিউলিন নামক টক্সিন বা বিষ ক্ষরণ করে, যার প্রভাবে রোগীর বিকালের দিকে জ্বর ও রাতে প্রচন্ড ঘাম হয়।
(ii) যক্ষ্মা রোগে অন্ত্র ও হাড় আক্রান্ত হয়, হাড়গুলি নরম ও ক্ষয়িষ্ণু হয়ে যায়।
(iii) রোগাক্রান্ত ব্যক্তির অত্যধিক কাশি, হলুদ রঙের থুতু এবং দীর্ঘস্থায়ী রক্তযুক্ত কফের উদগিরণ ঘটে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:

৪.১ কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: কোনো তরলের বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে–
(i) তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয়, বাষ্পায়ন তত দ্রুত হয়।
(ii) তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।
(iii) তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়।
(iv) তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে।

৪.২ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয়?
উত্তর: কৃত্রিম পদ্ধতিতে প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই পিটুইট্যারি নামক একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। এই গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইঞ্জেকশান দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইনজেকশান দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। পিটুইট্যারি ইঞ্জেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়।

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Science September, 2021

Official Website: Click Here

Leave a Comment