Class 8 Model Activity Task Math September
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 8 Model Activity Task Math September, 2021



4. উত্তর:

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 8 Model Activity Task Math September, 2021
Official Website: Click Here
অতিরিক্ত প্রশ্ন উত্তর
(1) এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2; এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে-
(a) ৪ কিগ্রা
(b) ১১.২ কিগ্রা
(c) ১৬.৮ কিগ্রা
(d) ২০ কিগ্রা
উত্তর: (c) ১৬.৮ কিগ্রা
(2) বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দু-জনে একসঙ্গে কাজ করতে সময় হবে-
(a) (1/2 + 1/3) দিন
(b) (1/20 + 1/30) দিন
(c) (20+30) দিন
(d) (1/20 – 1/30) দিন
উত্তর: (b) (1/20 + 1/30) দিন
(3) চিত্রে, PR এবং PQ-এর মধ্যে সম্পর্ক কী হবে?
(a) QR < PR
(b) QR < PQ
(c) QR > PQ
(d) PR < PQ
উত্তর: (b) QR < PQ
(4) (2m + 5n)(2m + 5n) এবং mn(2m – 5n) সংখ্যামালার গ.সা.গু হবে-
(a) 1
(b) m(2m + 5n)
(c) (2m + 5n)
(d) (2m – 5n)
উত্তর: (a) 1
(5) 3x – 5y এবং 2x + 4y এর গ.সা.গু হবে-
(a) x – y
(b) 3x + 2y
(c) 5x – 3y
(d) 1
উত্তর: (d) 1
(6) ৪৫ ভাগ ৩ এর ফলাফল কত হবে?
(a) ১২
(b) ১৫
(c) ১০
(d) ৯
উত্তর: (b) ১৫
(7) ৫০০ ÷ ১০০ = ?
(a) ১০০
(b) ৫
(c) ২০
(d) ৫০
উত্তর: (b) ৫
(8) যদি ২০ জন ব্যক্তি একটি কাজ ৫ দিনে শেষ করতে পারে, তবে ১০ জন ব্যক্তি তা শেষ করতে কত দিন নিবে?
(a) ১০ দিন
(b) ২০ দিন
(c) ২৫ দিন
(d) ৫০ দিন
উত্তর: (c) ২৫ দিন
(9) যদি ১৫ লিটার পানির সাথে ৫ লিটার দুধ মেশানো হয়, তবে পানির এবং দুধের অনুপাত হবে-
(a) 1:3
(b) 3:1
(c) 1:5
(d) 5:1
উত্তর: (b) 3:1
(10) একটি ট্র্যাপিজিয়ামের ভিত্তি ২০ সেমি এবং ৩০ সেমি, উচ্চতা ১০ সেমি হলে তার ক্ষেত্রফল হবে-
(a) ২০০ সেমি²
(b) ২৫০ সেমি²
(c) ৩০০ সেমি²
(d) ২০০০ সেমি²
উত্তর: (b) ২৫০ সেমি²
(11) ৫% এর মান ৫০ টাকা হলে, ২৫% এর মান কত হবে?
(a) ১২৫ টাকা
(b) ১০০ টাকা
(c) ২৫০ টাকা
(d) ৫০ টাকা
উত্তর: (b) ১০০ টাকা
(12) একাধিক কোণের যোগফল ১৮০° হলে, এই কোণ দুটি একে অপরের পরিপূরক কোণ হবে।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
(13) একটি ক্ষেত্রের আয়তন ৫০ বর্গমিটার, তাহলে তার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যদি ৫:৪ হয়, তবে প্রস্থ কত হবে?
(a) ৫ মিটার
(b) ৪ মিটার
(c) ৬ মিটার
(d) ৮ মিটার
উত্তর: (b) ৪ মিটার
(14) যদি একটি বাক্সের ভিতরে ২০টি পেন রাখা হয়, তবে ৫টি বাক্সে মোট পেনের সংখ্যা হবে-
(a) ১০০
(b) ৫০
(c) ৭০
(d) ২০০
উত্তর: (a) ১০০
(15) ১০০ এর ২০% কত হবে?
(a) ১৫
(b) ২০
(c) ২৫
(d) ৩০
উত্তর: (b) ২০