Class 8 Model Activity Task Geography Part-9

Model Activity Task Class 8 Geography
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 8 Model Activity Task Geography Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task Geography Part-9 (January, 2022)

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:


১.১ শিলামন্ডলের নিচে গুরুমন্ডলের ওপরের স্তর হল-
(ক) ভূত্বক (খ) অ্যাস্থেনোস্ফিয়ার (গ) অন্তঃ গুরুমন্ডল (ঘ) বহিঃ কেন্দ্রমন্ডল

উত্তর: (খ) অ্যাস্থেনোস্ফিয়ার

১.২ নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো-

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now


(ক) রেপিত্তি (খ) কনরাড (গ) গুটেনবার্গ (ঘ) লেহম্যান।

উত্তর: (ঘ) লেহম্যান

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

২.১.১ ‘S’ তরঙ্গ _______________ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।
উত্তর: তরল বা অর্ধতরল

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব _________________।
উত্তর: বেশি

২.১.৩ ভূত্বক ও গুরুমন্ডল এর উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে _______________।
উত্তর: শিলামন্ডল

২.২ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

২.২.১ P তরঙ্গ ভূ-অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: ভুল।

ব্যাখ্যা: P তরঙ্গ ভূ-অভ্যন্তরের কঠিন তরল যেকোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে

২.২.২ কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।
উত্তর: ভুল।
ব্যাখ্যা: কেন্দ্রমন্ডল নিকেল ও লোহা দিয়ে তৈরি।

২.২.৩ সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নিচে অবস্থান করে।
উত্তর: ঠিক।

৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর:

ম্যাগমা লাভা
ভূ-গর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।ভূ-গর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূ-পৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

৩.২ ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর:

ক্রোফেসিমা নিফেসিমা
গুরুমণ্ডলের 30-700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম (Cr), লােহা (Fe), সিলিকন (Si) এবং ম্যাগনেশিয়াম (Mg)-এর আধিক্য থাকায় এই স্তরের নাম ক্রোফেসিমা (Cro + Fe + Si + Ma)। ক্রোফেসিমার নীচে গুরুমণ্ডলের 700-2900 কিমি গভীরতা পর্যন্ত অংশে নিকেল (Ni), লােহা (Fe), সিলিকন (Si) এবং ম্যাগনেশিয়াম (Mg)-এর আধিক্য থাকায় এই স্তরের নাম নিফেসিমা (Ni + Fe +Si+ Ma) 

৪. নিচের প্রশ্নটির উত্তর দাও:

ভূ-অভ্যন্তরের পরিচলন স্রোত এর ভূমিকা উল্লেখ করো।


উত্তর: ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভুমিকভাবে প্রবাহিত হয় আবার ওপরের ঠান্ডা, ভারী পদার্থ নীচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সূষ্টি হয়।
পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. নিচের প্রশ্নটির উত্তর দাও:

পৃথিবীর অভ্যন্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: (i) পৃথিবীর অভ্যন্তরভাগ তিনটি পৃথক স্তর যথা- ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলে বিভক্ত।
(ii) অপেক্ষাকৃত ভারী পদার্থগুলো নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়েছে।
(iii) তুলনামূলকভাবে হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে এসেছে।
(iv) ভূ-অভ্যন্তরের বিভিন্ন স্তর ও উপস্তরগুলিকে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ অনুযায়ী বিযুক্তিরেখা দ্বারা বিভাজিত করা হয়।
(v) পৃথিবীর অভ্যন্তরভাগে যত গভীরে অর্থাৎ কেন্দ্রের নিকট যাওয়া যায় তাপমাত্রা তত বৃদ্ধি পেতে থাকে।

Class 8 Model Activity Task Geography Part-9

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Geography 2022 (Part- 9)

Class 8 Geography Model Activity Task Answer

Official Website: Click Here

Class 8 Geography Model Activity Task Part- 9 January, 2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply