Class 8 Model Activity Task পরিবেশ

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 8 Model Activity Task পরিবেশ ও বিজ্ঞান

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task পরিবেশ ও বিজ্ঞান 2021

১. ঠিক উত্তর নির্বাচন করো:


১.১ চাপের SI একক হলো-

উত্তর: (গ) নিউটন/বর্গমিটার।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now


১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের-

উত্তর: (ঘ) ভরসংখ্যা সমান।


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরানো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরণের উৎসেচক থাকে তা হলো-


উত্তর: (ঘ) লাইসোজোম।

২. সংক্ষিপ্ত উত্তর দাও:


২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?


উত্তর: 9.8 নিউটন।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now


২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো- Na, Fe, (H), Cu, Au. এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।


উত্তর: Na


২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?


উত্তর: দণ্ডাকার রডকোশ।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:


৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো।

উত্তর: কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল: [latexpage] $F=k\frac{q_{1} \times q_{2}} {r^{2}}$

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

q1 ও q2 তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমান, r হলো তড়িতাহিত বস্তুদুটির মধ্যে দূরত্ব, F হলো বস্তুদুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল।

K রাশিটির SI একক হলো: নিউটন.মিটার2 / কুলম্ব2

৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বৈশিষ্ট্য দেখা যায়?


উত্তর: খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোশীয় তরলের বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশের প্রাচুর্য থাকে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:


৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কিরকমের তা এঁকে দেখাও।
উত্তর:

জল (H2O) অণুর প্রাথমিক গঠন:

মিথেন (CH4) অণুর প্রাথমিক গঠন:

অ্যামোনিয়া (NH3) অণুর প্রাথমিক গঠন:

৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।


উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দাবেষ্টিত নানা আকারের নল দিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরে দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকার জন্য এদের অমসৃণ দেখায়। আর কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় মসৃণ হয়।
কাজ: এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন প্রোটিন , লিপিড এর সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশ গ্রহণ করে।

Class 8 Model Activity Task পরিবেশ ও বিজ্ঞান 2021

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

4. You may also like: Class 7 Model Activity Task English 2021

Official Website: Click Here

Class 8 Model Activity পরিবেশ ও বিজ্ঞান 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply