Class 8 History Model Activity Task Part-9
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 8 History Model Activity Task Part-9 January, 2022
অষ্টম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০
১. শূনস্থান পূরণ করাে :
(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় _________ খ্রিস্টাব্দে।
উত্তর: 1707
(খ) পলাশির যুদ্ধ হয় _________ খ্রিস্টাব্দে।
উত্তর: 1757
(গ) রাজাবলি বইটি লিখেছিলেন _________ ।
উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
২. ঠিক বা ভুল নির্ণয় করা :
(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম।
উত্তর: ভুল
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস-সভাপতির পদ ত্যাগ করেছিলেন।
উত্তর: ঠিক
(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফোটোগ্রাফ।
উত্তর: ঠিক
৩. স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
বাংলার নবাব | রাজিয়া |
দিল্লি সুলতান | আকবর |
মুঘল সম্রাট | সিরাজ উদ-দৌলা |
উত্তর:
বাংলার নবাব —- সিরাজ উদ-দৌলা
দিল্লি সুলতান —- রাজিয়া
মুঘল সম্রাট —- আকবর
৪. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) :
(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তর: সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে।
(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানহু।
(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন?
উত্তর: জেমস মিল ভারতের ইতিহাস কে যে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলি হল হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।
৫. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) :
‘History of British India’ কে, কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: জেমস মিল ১৮১৭ খ্রিস্টাব্দে ‘History Of British India’ নামে বইটি লেখেন।
▣ বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়াে করা। যাতে সেটা পড়ে ভারত বর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা। কারণ, যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও জানতে হবে।
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 8 Model Activity Task History Part- 9
Class 8 History Model Activity Task Answer
Official Website: Click Here
Class 8 History Model Activity Task Part- 9 January, 2022