Class-8 Geography First-Chapter Prithibir-Andormohol
এখানে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়: “পৃথিবীর অন্দরমহল” থেকে মূল বিষয়বস্তু তুলে ধরা হলো। পাঠ্যপুস্তকটি পড়ার পর মূল বিষয়বস্তু একনজরে দেখে নিলে তোমরা বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে।
অষ্টম শ্রেণী
বিষয়: ভূগোল
প্রথম অধ্যায়: পৃথিবীর অন্দরমহল
এক নজরে মূল বিষয়বস্তু
১. পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিমি।
২. পৃথিবীর গভীরতম খনি হল-
দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ (এটি একটি সোনার খনি যার গভীরতা ৩-৪ কিমি)
৩. পৃথিবীর অভ্যন্তরে প্রতি ৩৩ কিমি গভীরতায় ১ ডিগ্ৰী সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে।
৪. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হল-
রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীর গর্ত।
৫. পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে।
৬. ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।
৭. ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে।
৮. বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়।
৯. আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় ৩০% ভূতাপ শক্তি দ্বারা মেটায়।
১০. পৃথিবীর গড় ঘনত্ব ৫.৫ গ্রাম/ঘনসেমি।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
১১. পৃথিবীর কেন্দ্রের ঘনত্ব প্রায় ১৩-১৪ গ্রাম/ঘনসেমি।
১২. ভূমিকম্পের P তরঙ্গ ভূ-অভ্যন্তরের কঠিন-তরল যেকোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে।
১৩. ভূমিকম্পের S তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না।
১৪. পৃথিবীর অভ্যন্তরের তিনটি স্তর হল-
(i) ভূত্বক (একেবারে ওপরে)
(ii) গুরুমন্ডল (ভূত্বকের নীচে)
(iii) কেন্দ্রমন্ডল (একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে)
১৫. জুল ভার্নের লেখা পৃথিবী বিখ্যাত কল্প-বিজ্ঞানের গল্পটি হল Journey to the Centre of the Earth.
১৬. ভূত্বকের গড় গভীরতা প্রায় ৩০ কিমি।
১৭. মহাসাগরের নীচে ভূত্বকের গড় গভীরতা ৫ কিমি।
১৮. মহাদেশের নীচে ভূত্বকের গড় গভীরতা ৬০ কিমি।
১৯. মহাসাগরের নিচে প্রধানত সিলিকন (Si) আর ম্যাগনেশিয়াম (Mg) দিয়ে তৈরি স্তরটি হলো সিমা।
২০. মহাদেশের নিচে প্রধানত সিলিকন (Si) আর অ্যালুমিনিয়াম (Al) দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হল সিয়াল।
২১. সিমা স্তর, সিয়াল স্তর থেকে ভারী।
২২. সিমা স্তর ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত এবং সিয়াল স্তর গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত।
২৩. সমুদ্রের নিচে সিয়াল স্তর অনুপস্থিত।
২৪. সিয়াল স্তর, সিমা স্তরের ওপরে অবস্থিত।
২৫. ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি।
২৬. ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন। ভূত্বকের বেশিরভাগ অংশ (৪৭%) জুড়ে আছে অক্সিজেন।
২৭. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল সিলিকন।
২৮. ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূ-তত্ত্ববিদরা বলেন বিযুক্তিরেখা।
২৯. সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তিরেখা।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
৩০. ভূত্বক থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ২৯০০ কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমন্ডল।
৩১. গুরুমন্ডলের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন।
৩২. গুরুমন্ডলের ৩০–৭০০ কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফেসিমা স্তর।
৩৩. গুরুমন্ডলের ৭০০–২৯০০ কিমি পর্যন্ত অংশে নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) এর আধিক্যের জন্য এই স্তর হলো নিফেসিমা।
৩৪. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে আছে মোহোরোভিসিক বিযুক্তিরেখা বা মোহো।
৩৫. ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তিরেখা।
৩৬. শিলামন্ডলের নিচে গুরুমন্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার।
৩৭. অ্যাস্থেনোস্ফিয়ার এর অর্থ দুর্বল স্তর।
৩৮. ভূত্বক ও গুরুমন্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমন্ডল।
৩৯. কেন্দ্রমন্ডল অত্যন্ত ভারী নিকেল (Ni) আর লোহা (Fe) দিয়ে তৈরি বলে একে ‘নিফে’ বলে।
৪০. কেন্দ্রমন্ডল প্রায় ৩৫০০ কিমি পুরু এবং এই স্তরের গড় তাপমাত্রা ৫০০০ ডিগ্রি সেলসিয়াস।
৪১. কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব প্রায় ৯.১ থেকে ১৩.১ গ্রাম/ঘনসেমি।
৪২. কেন্দ্রমন্ডলের প্রধান দুটি অংশ হল-
অন্তঃকেন্দ্রমন্ডল এবং বহিঃকেন্দ্রমন্ডল।
৪৩. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তিরেখা।
৪৪. অন্তঃকেন্দ্রমন্ডল ও বহিঃকেন্দ্রমন্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তিরেখা।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়: পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর Class-8 Geography First-Chapter Prithibir-Andormohol
West Bengal Board Class 8 Geography First Chapter Question Answer
Class 8 Geography Notes West Bengal Board
পৃথিবীর অন্দরমহল অষ্টম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর Class-8 Geography First-Chapter Prithibir-Andormohol
Class-8 Geography First-Chapter Prithibir-Andormohol
পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর