Class 8 Geography 2nd Series Model Activity Task 2021
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 2nd Series’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 8 Geography 2nd Series Model Activity Task 2021

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো-
উত্তর: খ) উত্তর-পূর্ব অয়নবায়ু।
১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো-
উত্তর: ঘ) ঘূর্ণাবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ — ঘূর্ণাবাতের চোখ
১.৩ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো –
উত্তর: গ) সুপিরিয়র।
২. শুন্যস্থান পূরণ করো:
২.১ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো _________________ ।
উত্তর: লু
২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে _____________ রেখার সাহায্যে যুক্ত করা হয়।
উত্তর: সমবর্ষণ
২.৩ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর শুষ্ক অঞ্চল _________________ মরুভুমি।
উত্তর: আটকামা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন?
উত্তর: প্রেইরি সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রেইরি তৃণভূমি অবস্থিত। বসনকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ন তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণক্ষেত্র হিসাবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নতমানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত।
৩.২ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো।
উত্তর: আমাজন নদী অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আমাজন নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হলো-
(i) এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।
(ii) আমাজন অববাহিকার আয়তন ৭০,৫০,০০০ বর্গ কিমি। প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ ২,০৯,০০০ ঘন মিটার।
(iii) আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় ১,০০০ -এরও বেশি। এই উপনদীগুলো বেশ দীর্ঘ।
৪. ‘বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে’ — উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। যেমন-
(i) সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত প্রায় হয় না।
(ii) আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়।
Class 8 Model Activity Task 2021 2nd Series:-
বাংলা 2nd Series: Click Here
ইংরেজি 2nd Series: Click Here
গণিত 2nd Series: Click Here
পরিবেশ ও বিজ্ঞান 2nd Series: Click Here
ইতিহাস 2nd Series: Click Here
1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 2nd Series
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Official Website: Click Here
Key Words:
- Class 8 Model Activity Task Answer Geography 2nd Series
2. Class 8 Geography 2nd Series Model Activity Task Answers 2021
3. Class 8 Geography 2nd Series Model Activity Task
4. Model Activity Task Answers Class 8 Geography August 2021
5. Model Activity Task Answers Class 8
6. Model Activity Task Class 8 All Subjests
7. Model Activity Task 2021 2nd Series