Class-8

Categories: Uncategorized

ভৌত বিজ্ঞান

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ৩ ১ = ৩

১.১ তরলের চাপ ক্রিয়া করে-
(a) শুধু নীচের দিকে
(b) শুধু পাশের দিকে
(c) শুধু উপরের দিকে
(d) সবদিকে সমানভাবে

১.২ পঁচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো-
(a) H2SO4
(b) NH4
(c) H2S
(d) HCl

১.৩ জলের অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 4

২. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩ ১ = ৩

২.১ চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কত গুণ?
২.২ আইসোবার কাকে বলে?
২.৩ দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তুটি যদি ২ সেকেন্ড পরে মাটিতে পড়ে হালকা বস্তুটি কত সময় পরে মাটিতে পড়বে?
২.৪ আধান পরিমাপের একক কী?

৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ ২ = ২

৩.১ কোনো বস্তুর ২ বর্গমিটার অঞ্চল জুড়ে ১৪ নিউটন বল কাজ করছে। চাপের মান কত?
৩.২ টেস্টটিউবে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কী ঘটবে সমীকরণসহ লিখ।

Leave a Reply