Class-7 Third-Unit-Test Paribesh Question
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
প্রশ্নমান: ১
১. পৃথিবীর আহ্নিক গতি হল-
(চলন / ঘূর্ণন গতি / সরলরৈখিক গতি / ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ)
উত্তর: ঘূর্ণন গতি
২. ড্রিল মেশিনের গতি হল-
(চলন / ঘূর্ণন গতি / সরলরৈখিক গতি / চলন গতি + ঘূর্ণন গতি)
উত্তর: চলন গতি + ঘূর্ণন গতি
৩. একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলে-
(বেগ / দ্রুতি / সরণ / ত্বরণ)
উত্তর: দ্রুতি
৪. বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ ও দ্রুতির মান-
(একই / আলাদা / দু-রকম / কোনোটিই নয়)
উত্তর: একই
৫. নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়-
(বলের পরিমাপ / জাড্যের ধারণা / ত্বরণের ধারণা / সবকটিই)
উত্তর: জাড্যের ধারণা।
৬. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়-
(বলের পরিমাণগত সংজ্ঞা / বলের গুনগত সংজ্ঞা / কৃত কার্যের পরিমাপ / ক্ষমতার পরিমাণ)
উত্তর: বলের পরিমাণগত সংজ্ঞা
৭. SI -তে কার্যের একক-
(জুল / আর্গ / নিউটন / ক্যালোরি)
উত্তর: জুল
৮. নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন তথ্যের ধারণা পাই?
উত্তর: বস্তুর জাড্য ও বলের সংজ্ঞা।
৯. নিউটনের কোন সূত্রকে জাড্যের সূত্র বলে?
উত্তর: প্রথম গতিসূত্রকে।
১০. জাড্য কত প্রকার ও কি কি?
উত্তর: জাড্য দুই প্রকার। যথা- স্থিতিজাড্য ও গতিজাড্য।
১১. সমবেগে চলমান বস্তুর ওপর সার্বিক বল কত হয়?
উত্তর: শূন্য।
১২. নিউটনের লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: প্রিন্সিপিয়া।
প্রশ্নমান: ২/৩
১. দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
বিষয় | দ্রুতি | বেগ |
সংজ্ঞা | কোনো গতিশীল বস্তু এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকে ওই বস্তুর দ্রুতি বলে। | এক সেকেন্ডে কোনো গতিশীল বস্তুর সরণকে ওই বস্তুর বেগ বলে। |
প্রকৃতি | দ্রুতির শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। | বেগের মান ও অভিমুখ দুই-ই আছে। |
গড়মান | গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনও শূন্য হতে পারে না। | গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। |
২. নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও।
উত্তর:
নিউটনের প্রথম গতিসূত্র: বাইরে থেকে বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে।
বলের সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বল বলে।
৩. জাড্য কাকে বলে?
উত্তর: বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকে। স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই ধর্মকে বস্তুর জাড্য বলে।
৪. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনদিকে হেলে পড়ে কেন?
উত্তর: বাস যখন স্থির থাকে বাসের যাত্রীরাও স্থির অবস্থায় থাকে। বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করল কারণ পা বাসের সংস্পর্শে আছে। কিন্তু যাত্রীদের বাকি শরীর স্থির থাকতে চাইল। তাই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ল।
১. পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ কী?
উত্তর: জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণগুলি হল-
(i) বাসস্থান হ্রাস:
মানুষ ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে, চাষের জমি বৃদ্ধি করতে, ঘরবাড়ি, কলকারখানা নির্মাণের জন্য গাছ কেটে জঙ্গল সাফ করছে। তাই বন্য প্রাণীদের বাসস্থান হ্রাস পাচ্ছে।
(ii) চোরাশিকার:
জন্তুর হাড়, চামড়া, দাঁত বা শিং -এর লোভে চোরাশিকারিদের হাতে বিভিন্ন প্রাণী প্রাণ হারায়।
(iii) বিশ্ব উষ্ণায়ন:
বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় মেরু ভালুক, পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীদের অস্তিত্ব আজ বিপন্ন।
(iv) পরিবেশ দূষণ:
চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহারের ফলে এবং বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ খাল, বিল, নদীর জলে এসে মেশায় জল দূষিত হচ্ছে। ফলে মাছসহ অনেক জলজ প্রাণী মারা যাচ্ছে।
২. প্রবাল কী?
উত্তর: প্রবাল বা কোরাল হলো একধরণের সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী। এরা নিডারিয়া পর্বভুক্ত। প্রবালরা নিজেদের দেহের বাইরে ক্যালশিয়াম কার্বনেট -এর একটি বহিঃকঙ্কাল তৈরি করে যা তাদের দেহকে রক্ষা করে।
মৃত প্রবালের সাদা বা রঙিন কঙ্কাল শৌখিন দ্রব্য ও গয়না হিসেবে পৃথিবীব্যাপী খ্যাতি রয়েছে।
৩. টীকা লেখো: প্রবাল প্রাচীর
উত্তর:
প্রবাল প্রাচীর:- একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালশিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটি শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে। একেই প্রবাল প্রাচীর বলে।
পৃথিবীর সমুদ্রতলের মাত্র ০.১% দখল করে থাকা প্রবাল প্রাচীর প্রায় ২৫% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল। মাছ, মোলাস্কা, স্পঞ্জ, ক্রাস্টেশিয়া ইত্যাদি বিভিন্ন ধরণের প্রাণী প্রবাল প্রাচীরে বাস করে। জীববৈচিত্র্যের নিরিখে প্রবাল প্রাচীরের গুরুত্ব অপরিসীম।
৪. খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উত্তর: উদ্ভিদেরা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে ও তার নানা অঙ্গে খাদ্য সঞ্চয় করে রাখে। তাই উদ্ভিদদের উৎপাদক বলা হয়। আর সেই সঞ্চিত খাদ্য নানা প্রাণী ব্যবহার করে। তাই প্রাণীদের বলা হয় খাদক। খাদ্য-খাদকের এই সম্পর্ককেই খাদ্যশৃঙ্খল বলা হয়।
৫. খাদ্যজাল কী?
উত্তর: গাছপালার বৈচিত্র্যপূর্ণ একটি বড়ো অরণ্যে একটা খাদ্যশৃঙ্খল অন্যান্য খাদ্যশৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।
৬. WHO -এর পুরো নাম কী? এটি কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়?
উত্তর: WHO -এর পুরো নাম: World Health Organisation.
এটি স্থাপিত হয় ১৯৪৯ সালের ৯ এপ্রিল।
এর সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনিভা।
৭. UNICEF -এর পুরো কথা কী? এটি কবে স্থাপিত হয়? এই সংস্থা গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:
UNICEF -এর পুরো কথা: United Nations International Children’s Emergency Fund.
এটি স্থাপিত হয় ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই এই সংস্থা গঠিত হয়।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-7 Third-Unit-Test Paribesh Question 2022
You may also like: Class VII Notes
Class 7 Third Unit Test 2022 পরিবেশ ও বিজ্ঞান Question Paper Class 7 Third Unit Test Paribesh O Bigyan Suggestion
Class 7 3rd Unit Test পরিবেশ ও বিজ্ঞান Question Paper 2022
WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Paribesh O Bigyan Class VII Paribesh O Bigyan Third Unit Test Question Paper pdf Download
Class 7 Third Term Test পরিবেশ ও বিজ্ঞান Question Paper
Official Website: Click Here
সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র
Class-7 Third-Unit-Test Paribesh Question. Class-7 Third-Unit-Test Paribesh Question 2022
সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট
ক্লাস সেভেন এর পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট
ক্লাস ৭ পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট