সপ্তম শ্রেণী | পরিবেশ ও বিজ্ঞান | সময় ও গতি | গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
সপ্তম শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায়: সময় ও গতি
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
প্রশ্নমান: 1
১. বৃদ্ধির হারকে বলে- সরণ / ত্বরণ / দ্রুতি
উত্তর: ত্বরণ।
২. নিউটনের কোন গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়?
উত্তর: প্রথম গতিসূত্র থেকে।
৩. প্রযুক্ত বল = বস্তু ভর × ___________
উত্তর: ত্বরণ।
৪. বলের SI একক কী?
উত্তর: নিউটন।
৫. কার্য = বল × ___________
উত্তর: সরণ।
৬. SI তে কাজ পরিমাপের একক কি?
উত্তর: জুল।
৭. SI তে ত্বরণের একক কি?
উত্তর: মিটার/সেকেন্ড2
৮. 1 জুল পরিমাণ কাজ বলতে কী বোঝো?
উত্তর: এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয় তবে এক জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়।
৯. ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা দুটি _____________ বস্তুর উপর প্রযুক্ত হয়।
উত্তর: আলাদা বা ভিন্ন।
১০. কাজ করার সামর্থ্যই হল ______________।
উত্তর: শক্তি।
১১. আইজ্যাক নিউটনের লেখা বইটির নাম কি?
উত্তর: প্রিন্সিপিয়া।
১২. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটি কোন জাড্যের উদাহরণ?
উত্তর: স্থিতিজাড্য।
১৩. ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ______________ ঘটে।
উত্তর: একসঙ্গে।
প্রশ্নমান: 2
১. নিউটনের প্রথম সূত্রটি লেখো।
উত্তর: বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে।
২. নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
উত্তর: নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয় সম্পর্কে ধারণা পাই। তা হলো – (i) পদার্থের জাড্য এবং (ii) বলের সংজ্ঞা।
৩. জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কি কি?
উত্তর: যে ধর্মের জন্য কোনো জড় বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে পদার্থের জাড্য বলে। জাড্য দুই প্রকার। যথা– (i) স্থিতি জাড্য এবং (ii) গতি জাড্য।
৪. স্থির অবস্থায় থাকা কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে থাকা যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন?
উত্তর: স্থির অবস্থায় থাকা কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে। কারণ, বাসটি যখন স্থির থাকে যাত্রীর দেহও তখন স্থির থাকে। এবার বাসটি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পা দুটো গাড়ির সংলগ্ন থাকায় গাড়ির সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তাঁর দেহের উপরের অংশ স্থিতি জাড্যের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে চায়। ফলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে।
৫. নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
উত্তর: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
৬. নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো।
উত্তর: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
সপ্তম শ্রেণী | পরিবেশ ও বিজ্ঞান | সময় ও গতি | গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
Class 7 Paribesh O Bigyan Somoy O Goti Question Answer