Class-7 History Second-Unit-Test Suggestion

Class-7 History Second-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

2nd Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।

আমাদের PDF এর একটি নমুনা পেজ নীচে দেওয়া হলো-

👉 PDF কেনার লিংক: Click Here

প্রশ্নমান: ২/৩

১. দাগ ও হুলিয়া কী?
২. ইকতা ব্যবস্থা কী?
৩. হুন্ডি কী?
৪. খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন?
৫. দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো?
৬. শাহজাহানাবাদের নাগরিকদের বসতি কেমন ছিল?
৭. পাট্টা ও কবুলিয়ত কী?
৮. সুলতান ইলতুতমিসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল, তার দুটি উল্লেখ করো।
৯. মোঘল আমলে মনসবদারদের কীভাবে বেতন দেওয়া হতো?
১০. টীকা লেখো: বারো ভুঁইয়া, দীন-ই-ইলাহি, ইকতা ব্যবস্থা
১১. সিজদা ও পাইবস বলতে কী বোঝো?
১২. খলজী বিপ্লব কী?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।

অনলাইনে মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে “ক্লিক অ্যান্ড ক্যাচ” গেম:

👉 এখনই কেনার জন্য: এখানে ক্লিক করুন

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।
প্রশ্নমান: ৪/৫

১. শেরশাহের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো।
২. আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো।
৩. সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কি রকম ছিল?
৪. মোঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো।
৫. মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরণগুলি কেমন ছিল, তা লেখো।

প্রশ্নমান: ১

১. কিতাব-উল-রিহলা গ্রন্থের রচয়িতা কে?
২. খলজি বিপ্লব কবে ঘটেছিল?
৩. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
৪. জাহাঙ্গিরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়?
৫. কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল?
৬. আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কী?
৭. ভাস্কো-দা-গামা কে ছিলেন?
৮. নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন?
৯. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
১০. ‘রুমি’ কৌশল কে ব্যবহার করেছিলেন?
১১. মোহাম্মদ ঘুরী মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায়?
১২. বক্তিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন?
১৩. ইসলাম জগতের প্রদান শাসকের উপাধি কি ছিল?
১৪. ভারতে প্রথম খলিফার অনুমোদন লাভ করেন কে?
১৫. ইলতুতমিসের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন?
১৬. বন্দেগান-ই-চিহেলগানির সদস্য কে ছিলেন?
১৭. চল্লিশ চক্র তৈরী হয় কার সময়?
১৮. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
১৯. পাগলা রাজা কাকে বলা হয়?
২০. মোহাম্মদ বিন তুঘলকের এর দ্বিতীয় রাজধানী দেবনগর এর নতুন নাম কি হয়?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।
Class-7 History Second-Unit-Test Suggestion
2nd Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট
Set: 1
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

(ক) কিতাব-আল-রিহলা-এর রচয়িতা হলেন (মিনহাস- ই-সিরাজ / মোহম্মদ-বিন-তুঘলক / ইবন বতুত / বদাউনি)।
(খ) খলজি বিপ্লব ঘটেছিল— (1240 খ্রিস্টাব্দে /1280 খ্রিস্টাব্দে /1290 খ্রিস্টাব্দে / 1296 খ্রিস্টাব্দে)।
(গ) পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল— (1451 খ্রিস্টাব্দে/1516 খ্রিস্টাব্দে /1526 খ্রিস্টাব্দে /1626 খ্রিস্টাব্দে)।
(ঘ) জাহাঙ্গিরের আমলে কোন্ শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়-(জয়সিংহ / অর্জুন / হিমু /কোনোটিই নয়)।
(ঙ) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল— (গঙ্গা নদী /যমুনা নদী / ব্রহ্মপুত্র নদ / সিন্ধু নদ)।

২. নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও ।

(ক) আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কী?
(খ) ভাস্কো-দা-গামা কে ছিলেন?
(গ) নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন?
(ঘ) হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(ঙ) ‘রুমি’ কৌশল কে ব্যবহার করেছিলেন?

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি):

(ক) ‘পাট্টা’ ও ‘কবুলিয়ত’ কী?
(খ) সুলতান ইলতুতমিসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল, তার দুটি উল্লেখ করো।
(গ) মোগল আমলে মনসবদারদের কীভাবে বেতন দেওয়া হত ?

৪. টীকা লেখো (যে-কোনো দুটি):

(ক) বারো ভূঁইয়া
(খ) দীন-ই-ইলাহি
(গ) ইকতা ব্যবস্থা

৫. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো:
(ক) মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো।
(খ) আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জান লেখো।
(গ) মধ্যযুগে ভারতে দেশেরমধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল, তা লেখো।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।
2nd Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট
Set: 2
১। ঠিক উত্তরটি বেছে নাও : ৫x১ = ৫

(ক) অল-রিহলা বিবরণটি লিখেছিলেন—
(i) মিনহাজ-ইসিরাজ
(ii) মালিক কাফুর
(iii) ইবন বতুতা
(iv) আব্দুর রাজ্জাক

(খ) শাসক হয়েও সুলতান উপাধি নেননি—
(i) বহলােল লােদি
(ii) রাজিয়া
(iii) খিজির খান
(iv)ইলতুৎমিশ

(গ) উত্তরসূরিদের মধ্যে অল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙে ছিলেন—
(i) বাবর
(ii) হুমায়ুন
(iii) শের শাহ
(iv) আকবর

(ঘ) বারাে ভূঁইয়াদের অন্যতম ছিলেন—
(i) মালিক অম্বর
(ii) ইশা খান
(iiii) তাহমস্প
(iv) আদিল শাহ

(ঙ) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল—
(i) গঙ্গানদী
(ii) যমুনা নদী
(iii) ব্রক্ষ্মপুত্র নদ
(iv) সিন্ধুনদ

২। নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : ৫x১ = ৫

(ক) শূন্যস্থান পূরণ করাে :খলিফাইলতুৎমিশকে ——————– পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমােদন দিয়েছিলেন।
(খ) দু-জন মামেলুক সুলতানের নাম লেখাে।
(গ) ঠিক না ভুল লেখাে :মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিল।
(ঘ) রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(ঙ) বেমানান শব্দটি খুঁজে বের করাে : কিলারাই পিথােরা, আগ্রা, সিরি, কিলােঘড়ি।

৩। নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে) : ২x২ = ৪

(ক) দিল্লি সুলতানিতে উলেমার ভূমিকা কী সবসময়ে একই ছিল বলে মনে হয়?
(খ) মুঘলরা নিজেদের মুঘল বলে মনে করতােনা কেন?*
(গ) বাদশাহ শাহ জাহান কেন দিল্লি শহরের ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তােলেন নি?

৪৷ নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে) : ২x 3 = ৬

(ক) দিল্লি সুলতানির প্রশাসনিক কাঠামােয় ইকতা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করাে।
(খ) টীকা লেখাে :জাবতি ব্যবস্থা ।
(গ) শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করাে।

৫। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) : ১X ৫ = ৫

(ক) তুমি কী দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা বলে মনে করাে? যুক্তিসহ ব্যাখ্যা করাে।
(খ) মুঘল শাসনের সঙ্গে রাজপুতদের যােগাযােগের চরিত্র কী ক্রমে বদলে গিয়েছিল বলে তােমার মনে হয়? যুক্তিসহ ব্যাখ্যা করে।
(গ) সুলতানি আমলে তুমি দিল্লি শহরে বেড়াতে গিয়েছ। তােমার বেড়াবার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখাে।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখনই আমাদের PDF টি কিনে নাও।

মূল্য: ১২ টাকা মাত্র।

👉 PDF কেনার লিংক: Click Here

Note: Payment করার সময় অবশ্যই তোমাদের Email ID দেবে। Payment করার পর ওই Email ID তেই PDF টি পেয়ে যাবে।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-7 History Second-Unit-Test Suggestion

You may also like: Class VII Notes

Class 7 Second Unit Test History Question Paper Class 7 Second Unit Test History Suggestion Class 7 Second Unit Test History Question Paper Class-7 History Second-Unit-Test Suggestion

WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper History Class VII Science Second Unit Test Question Paper pdf Download Class-7 History Second-Unit-Test Suggestion

Official Website: Click Here

সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

Class-7 History Second-Unit-Test Questions

Leave a Comment

CLOSE