Class 5 Bengali Model Activity Task October

Class 5 Bengali Model Activity Task October

পঞ্চম শ্রেণীর বাংলা

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 5 Bengali Model Activity Task October, 2021 Part- 7

Class 5 Bengali Model Activity Task October, 2021 Part- 7

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল।” কাদের কথা বলা হয়েছে ? তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন?

উত্তর: এখানে ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘের কথা বলা হয়েছে।
অনাবৃষ্টির ফলে মানুষ, পশুপাখি, গাছপালা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। তাই তারা অবহেলা করার করণ জানতে ও সমদগুলির সমাধান করতে ভগবানের প্রাসাদে গিয়েছিল।

১.২ ‘আমার যেন লাগল ভারী ভালো- কোন দৃশ্য কথকের ভারী ভালো লেগেছে?

উত্তর: ঝড়ের শুরুতে হঠাৎ মেঘ ঘনিয়ে আসায় চারদিকে যখন আঁধার হয়ে এসেছে, চাঁপার বন কালো হয়ে এসেছে, মাঝি ঘাট থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে– তাই দেখে কথকের খুব ভালো লেগেছে।

১.৩ ‘লোকে বলে, মন্ত্র জানা চাই।’ -কীসের মন্ত্র? ‘মধু আনতে বাঘের মুখে’ রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কী?

উত্তর: মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য ভয়ঙ্কর মৌমাছিদের ভুল পথে চালিত করার মন্ত্রের কথা এখানে বলা হয়েছে।
‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে মন্ত্র জানা লোকটির নাম ধনাই।

১.৪ ‘মুকুট হয়ে ঝাক বেধেছে লক্ষ হীরার মাছ।’ -কী দেখে কবির এমন মনে হতো?

উত্তর: ‘মায়াতরু’ কবিতাটিতে এক মায়াবী গাছের বিভিন্ন সময়ে বিভিন্ন বিচিত্র রূপের বর্ণনা দিয়েছেন কবি। রাতে এক পশলা বৃষ্টি শেষে চাঁদের আলো যখন বৃষ্টিভেজা গাছের উপর ঠিকরে পড়ে তখন পাতাগুলো ঝকমকিয়ে উঠে। এই ঝলমলে পাতাগুলোকে দেখে কবির মনে হতো লক্ষ হীরের মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধে রয়েছে।

১.৫ … কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণীমনসা গাছ। ছোট্ট ফণীমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন?

উত্তর: ছোট্ট ফনিমনসা গাছটি নিজের রূপে খুশি ছিল না। তখন বনের পরি তাকে সোনার পাতা দেয়। কিন্তু কিছু ডাকাত এসে তার সমস্ত,সোনার পাতা লুট করে নিয়ে চলে যায়। তাই ফণীমনসা গাছ কান্নায় ভেঙে পড়ে।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও

২.১ নীচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শগুলিকে বদলে বাক্যগুলিকে পুনরায় লেখো:

২,১,১ গিন্নি -মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল।

উ:- কর্তা মশায়ের আদেশে সকলে একসঙ্গে চলল।

২.১.২ তীর্থর দিদি কলেজের অধ্যাপিকা।

উ:- তীর্থর দাদা কলেজের অধ্যাপক।

২.১.৩ পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

উ:- পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

২.২ লিঙ্গ পরিবর্তন করো: (পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ)

২.২.১ কবি

উ:- মহিলা কবি ।

২.২.২ গুণবান

উ:- গুণবতী।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Bengali October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 5 Bengali Model Activity Task Part- 7 2021

8 thoughts on “Class 5 Bengali Model Activity Task October”

Leave a Comment