সপ্তম শ্রেণী | ভূগোল | জলদূষণ | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

সপ্তম শ্রেণী | ভূগোল | জলদূষণ | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. জল দূষণের তিনটি কারণ লেখো।

উত্তর: সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো জল। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এই অমূল্য জল দূষিত হচ্ছে। জল দূষণের প্রধান কারণগুলি হলো-

শিল্প-কারখানা:
মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্প-কারখানার দ্রুত বৃদ্ধি ঘটেছে। আর এই শিল্প-কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমন, অ্যামোনিয়া, ক্লোরিন, সায়ানাইড, ফেনল এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সিসা, ক্রোমিয়াম ঘঠিত দূষক নালা, নর্দমা দিয়ে নদী ও সমুদ্রের জলে মিশে জল দূষিত করছে।

গৃহস্থালীর বর্জ্য:
গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা ও বর্জ্য, শৌচাগারের মল-মূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নর্দমার মাধ্যমে পুকুর, নদী ও অন্যান্য জলাশয়ে মিশে জল দূষিত করছে।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

কৃষিক্ষেত্র:
চাষের খেতে বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক বিষ ব্যবহার করা হয়। ওই সমস্ত বিষাক্ত পদার্থ বৃষ্টির জলে ধুয়ে বিভিন্ন জলাশয়ে, নদীতে ও ভূগর্ভের জলে মিশে জল দূষিত করে।

তেজস্ক্রিয় পদার্থ:
পারমাণবিক চুল্লি, চিকিৎসাকেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্রে ও নদীতে মিশে জলদূষণ ঘটায়।

খনিজ তেল:
দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনির তেল সমুদ্রে মিশে জলদূষণ ঘটায়।

আর্সেনিক দূষণ:
মাটির নীচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নীচের ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরী করে। এই যৌগ জলে মিশে জল দূষিত করে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply