Class-7 Bengali Khokoner-Prothom-Chobi Question-Answer

Class-7 Bengali Khokoner-Prothom-Chobi Question-Answer

সপ্তম শ্রেণী বাংলা ‘খোকনের প্রথম ছবি’ প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণী
খোকনের প্রথম ছবি
পাঠ্য পুস্তকের প্রশ্নগুলির উত্তর

১. গল্প থেকে একইরকম অর্থযুক্ত আর একটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো:

উত্তর:
শিল্পী = চিত্রকর।
উজ্জ্বলতা = দীপ্তিময়তা।
ঐরাবত = হাতি।
নগর = শহর।
অনুকরণ = নকল।

২. বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো:

উত্তর:
প্রকৃতি = প্রাকৃতিক।
ফুল = ফুলেল।
কল্পনা = কাল্পনিক।
দীপ্তি = দীপ্তিময়।
গাছ = গেছো।

৩. নিম্নরেখ অংশটির কারক-বিভক্তি নির্ণয় করো:

৩.১ প্রকৃতি থেকে ছবি আঁকো।
উত্তর: কর্মকারকে ‘শূন্য বিভক্তি।

৩.২ তোমার ছবি কই?
উত্তর: সম্বন্ধ পদ, ‘র’ বিভক্তি।

৩.৩ একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন।
উত্তর: অধিকরণ কারকে ‘তে’ বিভক্তি।

৩.৪ ড্রইং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল।
উত্তর: করণকারকে ‘এ’ বিভক্তি।

৪. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও :

৪.১ ড্রইং শিখতে লাগল খোকন’— খোকন কোথায় ড্রইং শিখত? আর প্রথমদিকে কী কী আঁকত?
উত্তর: খোকন স্কুলে ড্রইং শিখত।
খোকন প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলশি, কাপ, গোরু প্রভৃতি আঁকত।

৪.২ ‘একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন’— ‘বেকুব’ শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন?
উত্তর: ‘বেকুব’ শব্দের অর্থ হল বোকা বনে যাওয়া।
মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়েছিল তার কারণ হল— সে যখন আঁকতে শুরু করে তখন একটি মেঘ প্রথমে দেখতে ছিল হাতির মতো। আবার আঁকা শেষ হলে ওই হাতি যেন কুমির হয়ে যায়।

৪.৩ ‘এগুলো সব নকল করা ছবি।’— কে কাকে একথা বলেছেন? ‘নকল করা ছবি’ বলতে তিনি কী বুঝিয়েছেন?
উত্তর: খোকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর খোকনকে একথা বলেছেন।
‘নকল করা ছবি’ বলতে তিনি বলেছেন প্রকৃতিতে যা আছে অবিকল তাকে ছবিতে আঁকা হল নকল করা ছবি।

৫. নীচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো:

৫.১ সে যখন খুব ছোটো কাগজের উপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটত।
উত্তর:
সে খুব ছোটো ছিল।
কাগজের উপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটত।

৫.২ পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই।
উত্তর:
পুলের ছবিটা দেখলেন।
মাস্টারমশাই খুব প্রশংসা করলেন।

৫.৩ সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়।
উত্তর:
সে সূর্যের ছবিটা এঁকেছে।
ছবিটা সূর্যের মতো নয়।

৫.৪ একদিন তো মেঘের ছবিটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন।
উত্তর: একদিন সে মেঘের ছবিটা আঁকতে গেল।
মেঘের ছবিটা আঁকতে গিয়ে খোকন বেকুব হল।

৫.৫ খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল।
উত্তর:
খোকন নিজের ঘরে রইল।
সে চোখ বুজে বসে রইল।

৬. নীচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো:

৬.১ খোকন বড়ো হয়েছে। ক্লাস টেন-এ পড়ে।
উত্তর: খোকন বড়ো হয়ে ক্লাস টেন-এ পড়ে।

৬.২ খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর। তিনি লক্ষ্ণৌ শহরে থাকেন।
উত্তর: খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর লক্ষ্ণৌ শহরে থাকেন।

৬.৩ নিজের আঁকা ছবি? তা কী করে আঁকব?
উত্তর: নিজের আঁকা ছবি কী করে আঁকব?

৬.৪ চোখ বুজে বসে কল্পনা করো। কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো।
উত্তর: চোখ বুজে বসে কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো।

৬.৫ তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে। চোখও আছে।
উত্তর: তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ রয়েছে।

৭. গল্পে রয়েছে এমন দশটি ইংরাজি শব্দ খুঁজে নিয়ে লেখো।

উত্তর:
(ক) ক্লাস টেন।
(খ) পেনসিল।
(গ) স্কুল।
(ঘ) ড্রইং।
(ঙ) টেবিল।
(চ) চেয়ার।
(ছ) কাপ।
(জ) বুক।
(ঝ) মাস্টার।
(ঞ) ফটো।

৮. খোকন জিজ্ঞেস করলে— প্রকৃতি থেকে?’—প্রশ্ন পরিহার করো।
উত্তর: খোকন জিজ্ঞেস করলে তা প্রকৃতি থেকে কি না।

৯. লক্ষ্ণৌ শহরটি কোথায়? সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো।
উত্তর: লক্ষ্ণৌ শহরটি উত্তর প্রদেশে অবস্থিত। দিলখুশ প্যালেস হল সেখানকার বিখ্যাত স্থাপত্য।

১০. খোকনের ‘ড্রইংয়ের মাস্টারমশাই’ কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন?
উত্তর: প্রকৃতিতে অনেক ছবি ছড়িয়ে আছে। সেগুলোকে দেখে দেখে আঁকবার উৎসাহ দিয়েছিলেন। বাড়ির সামনে
বড়ো গাছকে দেখিয়ে তিনি খোকনকে আঁকতে শিখিয়েছিলেন।

১১. প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝল?
উত্তর: খোকন একদিন মেঘ দেখে ছবি আঁকছিল। মেঘটা দেখতে অনেকটা হাতির মতো। ছবি আঁকা শেষ হলে খোকন দেখে যে মেঘটা কুমিরের মতো হয়ে গেছে। এই দৃশ্য দেখে খোকন বুঝতে পারে যে প্রাকৃতিক দৃশ্যের অহরহ বদল হয়।

১২. ‘খোকন অবাক হয়ে গেল’, আর ‘অবাক হয়ে চেয়ে রইল খোকন’—এই দুই ক্ষেত্রে খোকনের ‘অবাক’ হওয়ার কারণ বিশ্লেষণ করো।

উত্তর: খোকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর যখন খোকনের আঁকা ছবি চাইলেন তখন খোকন সব ছবি দেখায়। চিত্রকর বলেন—’তোমার ছবি কই? এ সবই তো কপি করেছ। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই?’ এই কথা শুনে খোকন অবাক হয়ে গেল।
খোকন নিজের ছবি আঁকতে চেষ্টা করল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না। কালো রং আর তুলি নিয়ে,
আঁকতে চেষ্টা করল। খাতার পাতা কালো রঙে ভরে গেলো। হঠাৎ খোকন কালো রঙের ভিতর মুখ দেখতে পেল। চোখও দেখল। আর দেখল সে চোখে অদ্ভুত হাসি। নিজের প্রথম সৃষ্টির দিকে তাকিয়ে খোকন তাবাক হয়ে চেয়ে রইল।

১৩. “চিত্রকর চলে গেলেন’– এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কী বলে গেলেন?

উত্তর: চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু। তিনি লক্ষ্ণৌ শহরে থাকেন।
তিনি প্রকৃতির ছবি কপি বা নকল করা থেকে নিজের মনে ছবি আঁকতে বেশি পছন্দ করেন। চলে যাওয়ার আগে সেই কথা খোকনকেও বলে যান।

১৪. ‘এই অন্ধকারেরই ছবি আঁকবে’— কখন খোকন এমন সিদ্ধান্ত নিল? অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কী দেখতে পেল?

উত্তর: খোকন যখন নিজের ছবি আঁকার কথা ভাবল এবং চোখ বন্ধ করে নিজেকে দেখতে গিয়ে অন্ধকারকেই দেখতে পেল তখন সে সিদ্ধান্ত নেয় এই অন্ধকারের ছবি আঁকবে।
অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন দেখল একটা মুখের ছবি। চোখও দেখতে পেল এবং সেই চোখে অদ্ভুত হাসি।

১৫. গল্পে ‘খোকনের প্রথম ছবি’ হিসেবে তুমি কোন্ ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো।

উত্তর: নিজের আঁকা অন্ধকারের ছবি, যেখানে ধরা পড়েছে একটি মুখ, চোখ এবং অদ্ভুত হাসি। ওই ছবিটিকে প্রথম ছবি হিসেবে আমি স্বীকৃতি দেব। তার কারণ, ওই ছবি খোকনের নিজের কল্পনা ও অনুভূতি মিশিয়ে করা। তার আগে আঁকা যাবতীয় ছবি ছিল নকল করা। সেখানে নিজের ভাবনা-চিন্তা ছিল না।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

You may also like: সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়

Class 7 Bengali Khokoner Prothom Chobi Question Answer

Official Website: Click Here

Class-7 Bengali Khokoner-Prothom-Chobi Question-Answer

সপ্তম শ্রেণীর বাংলা খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Anka Lekha

Class-7 Bengali Khokoner-Prothom-Chobi Question-Answer

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী বাংলা বনফুল

Class-7 Bengali Khokoner-Prothom-Chobi Question-Answer

খোকনের প্রথম ছবি সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর

Leave a Comment