Class 7 Bengali Full Marks 50

Class 7 Bengali Full Marks 50
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 7 Bengali Full Marks 50

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task Compilation’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 7 Bengali Full Marks 50

Class 7 Bengali Full Marks 50

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ ‘পাগলা গণেশ’ গল্পে গণেশের বয়স
(ক) একশো বছর (খ) দেড়শো বছর (গ) একশো পঁচাত্তর বছর (ঘ) দুশো বছর
উত্তর: (ঘ) দুশো বছর।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২ কোকনদ’ হলো
(ক) শ্বেতপদ্ম (খ) রক্তপদ্ম (গ) নীলপদ্ম (ঘ) হলুদ পদ্ম
উত্তর: (খ) রক্তপদ্ম।

১.৩ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ – কবিতাটির রচয়িতা
(ক) আশরাফ সিদ্দিকী (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) মদনমোহন তর্কালঙ্কার (ঘ) যোগীন্দ্রনাথ সরকার
উত্তর: (গ) মদনমোহন তর্কালংকার

১.৪ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়
(ক) মেদিনীপুরে (খ) বীরভূমে (গ) বাঁকুড়ায় (ঘ) কলকাতায়
উত্তর: (গ) বাঁকুড়ায়।

১.৫ খোকনের বাড়ির সামনেই ছিল একটি
(ক) বটগাছ। (খ) ইউক্যালিপটাস গাছ (গ) নারকেল গাছ (ঘ) বকুল গাছ
উত্তর: (খ) ইউক্যালিপটাস গাছ।

২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ‘তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে?’ – একথার উত্তরে শ্রোত কী বলেছিলেন?
উত্তর: একথার উত্তরে গণেশ বলেছে আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। সে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেও কুড়িয়ে পায় আর পড়ার ইচ্ছা হয় তাহলে সে পড়বে।

২.২ ‘My Native Land, Good night!’ – উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: উদ্ধৃতিটি বায়রনের (Byron) রচনা থেকে নেওয়া হয়েছে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২.৩ ‘একুশের কবিতা’য় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে?
উত্তর: একুশের কবিতায় জারি, সারি, ভাটীয়ালী আর মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে।

২.৪ ‘অত বড়াে একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য।’ – কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন?
উত্তর: নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক একথা বলেছেন।

২.৫ ‘খোকন অবাক হয়ে গেল।’ – কোন কথা শুনে খোকন অবাক হলাে ?
উত্তর: খোকন তার বাবার চিত্রকর বন্ধুকে প্রকৃতির নানা বিষয় থেকে কপি করা অনেকগুলি ছবি দেখালেও, তিনি খোকনকে নিজের আঁকা ছবির কথা জিজ্ঞাসা করেন। এখানে খোকন তাঁর কথার তাৎপর্য বুঝতে না পেরে অবাক হয়।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৩.১ ‘জীবন হবে পদ্যময়’— জীবন কীভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন?
উত্তর: কবি অজিত দত্ত মনে করেন মনের মধ্যে দ্বন্দ্ব থাকলে ছন্দ শোনা যায় না। তিনি বলেছেন, এই ছন্দ প্রকৃতির মধ্যেই আছে। ঝড়-বাদল-জ্যোৎস্না কিংবা পাখি, ঝিঁঝিঁর ডাকের মধ্যেও ছন্দ শোনা যায়। নদীর স্রোতের ছন্দ হল সবচেয়ে মধুর। আবার রেলগাড়ি, মোটরগাড়ি কিংবা নৌকা-জাহাজ-ও ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলে। ঘড়ির কাটার ছন্দে রাত্রি-দিন বাঁধা আছে। কিন্তু এই সমস্ত ছন্দকে শুনতে পাওয়া সহজ নয়। অনুভূতিসম্পন্ন মন আর দূরদৃষ্টি থাকলেই, এগুলিকে উপলব্ধি করা যায় এবং জীবন হয়ে ওঠে ছন্দের তালে পদ্যময়।

৩.২ ‘কুতুব মিনারের কথা’ রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো।
উত্তর: কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার। এর মতো মিনার আজও তৈরি হয়নি। মিনারটি মুসলমানদের পরিকল্পনাপ্রসূত হলেও এর খোদাই-কাজ করেছেন হিন্দু কারুশিল্পীরা। মিনারের পাঁচটি তলা। প্রথম তলায় বাঁশি ও কোণের ওপর সাজানো নকশা, দ্বিতীয় তলায় শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণ। এছাড়া বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিতে কোমরবন্ধের মতো সারি সারি লতাপাতা, ফুলের মালা আর চক্রের নকশা দিয়ে ঘেরা আছে।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ ‘খাটি দেশি শব্দ’ বলতে কী বোঝ?
উত্তর: প্রাচীনতম অধিবাসী যেমন কোল, ভিল, শবর, সাঁওতালি অর্থাৎ দ্রাবিড় ও অস্ট্রিক ভাষাবংশ থেকে যে সব শব্দ বাংলা ভাষায় এসেছে সেই সবগুলিকেই খাটি দেশি শব্দ বলে।
যেমন, ধামা, ঢোল, মাঠ, মুড়ি, চাল, ডিঙি ইত্যাদি।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৪.২ ‘তদ্ভব শব্দ’ কীভাবে গড়ে উঠেছে?
উত্তর: ‘তদ’ মানে সংস্কৃত আর ‘ভব’ শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সংস্কৃত শব্দ দীর্ঘসময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত-অপভ্ৰংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, এগুলিই তদ্ভব শব্দ।
যেমন, হস্ত (সংস্কৃত) > হত্থ (প্রাকৃত) > হাত (বাংলা)
চন্দ্র (সংস্কৃত) > চন্দ (প্রাকৃত) > চাঁদ (বাংলা)

Class 7 Bengali Full Marks 50 www.TextbookPlus.in

৪.৩ অর্ধ-তৎসম বা ভগ্ন-তৎসম শব্দের দু’টি উদাহরণ দাও।
উত্তর: গৃহিণী > গিন্নী, ঘৃণা > ঘেন্না।

৪.৪ ‘বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বরচিহ্ন হবে।’ -উদাহরণ দাও।
উত্তর: বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বরচিহ্ন হবে যেমন-
ব্যানার্জি (ব্যানার্জী নয়)
গাঙ্গুলি (গাঙ্গুলী নয়)

৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৫.১ ‘ঋ, র, ষ এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে ন > ণ হয়’। – প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
উত্তর :- ঋণ, স্মরণ, সহিষ্ণু।

৫.২ ‘পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বসৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম স্ হয় ষ’। – উদাহরণ দাও।
উত্তর :- পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বস্ শব্দের যোগ হলে স্বস্ শব্দের প্রথম স্ হয় ষ। যেমন – মাতৃষ্বসা, পিতৃষ্বসা।

৫.৩ ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো।
উত্তর :- মাথাটা কেমন ঝিম ঝিম করছে।
এখানে ঝিম ঝিম হলো ভাবপ্রকাশ ধ্বন্যাত্মক শব্দ।

৫.৪ শূন্যস্থান পূরণ করো : _ > তিত > তেতো।
উত্তর: তিক্ত > তিত > তেতো ।

৫.৫ বানান সংশোধন করো : পূরষ্কার।
উত্তর: পূরষ্কার > পুরস্কার ।

৬. পত্র রচনা করো :

তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো।

মাননীয়
ব্লক উন্নয়ন আধিকারিক
………… ব্লক (নিজের ব্লকের নাম)
……….. (জেলার নাম)

বিষয়: নতুন পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে আবেদন।


মহাশয়/মহাশয়া,
আমরা (নিজের গ্রামের নাম) গ্রামের দীর্ঘ দিনের বাসিন্দা। বর্তমানে আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় ১২০০ জন এবং সাক্ষরতার হার প্রায় ৮০% । কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের গ্রামে একটিও পাঠাগার নেই। ছাত্র-ছাত্রী ও শিক্ষিত যুবসমাজের সার্বিক বিকাশে একটি পাঠাগারের ভূমিকা অপরিসীম। বর্তমানে ইন্টারনেট, মোবাইল ইত্যাদি ব্যবহারের ফলে পাঠাগারের চাহিদা অনেক কমে গিয়েছে। কিন্তু একটু ভালো করে ভাবলে বোঝা যায়, পাঠাগারের সাথে এইসব আধুনিক প্রযুক্তির কোনো তুলনা হয় না। যুব সমাজের মানসগঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন।
তাই আমাদের এলাকায় যদি একটি পাঠাগার স্থাপিত হয়, তাহলে এলাকার সমস্ত মানুষ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

নমস্কারান্তে-
(নিজের নাম)
(____________ এলাকার পক্ষ থেকে)

তারিখ:
ঠিকানা:

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 7 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 7 Model Activity Task Bengali 2021

Official Website: Click Here

Class 7 Bengali Model Activity Task

Class 7 Bengali Full Marks 50

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply