Class-6 Paribesh-O-Biggan Shila-O-Khonij
ষষ্ঠ শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
শিলা ও খনিজ পদার্থ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১. লাভা সৃষ্টি করে কোন ধরণের শিলা?
(ক) পাললিক শিলা
(খ) আগ্নেয় শিলা
(গ) স্তরীভূত শিলা
(ঘ) কোনোটিই নয়
২. পাললিক শিলার অপর নাম-
(ক) পরিবর্তিত শিলা
(খ) আগ্নেয় শিলা
(গ) স্তরীভূত শিলা
(ঘ) রূপান্তরিত শিলা
৩. অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি?
(ক) ডলোমাইট
(খ) হেমাটাইট
(গ) বক্সাইট
(ঘ) কোনোটিই নয়
৪. আগ্নেয়শিলা নয় কোনটি?
(ক) শেল
(খ) পিউমিস
(গ) গ্রানাইট
(ঘ) ব্যাসল্ট
৫. ঝামাপাথর বলা হয়-
(ক) ব্যাসল্টকে
(খ) স্লেটকে
(গ) পিউমিসকে
(ঘ) বেলেপাথরকে
৬. মার্বেল পাথর তৈরি হয় কোন পাথরের পরিবর্তনে?
(ক) চুনাপাথর
(খ) শেল
(গ) গ্রানাইট
(ঘ) বেলেপাথর
৭. জীবাশ্মঘটিত জ্বালানি নয় কোনটি?
(ক) গোবর গ্যাস
(খ) কয়লা
(গ) পেট্রোলিয়াম
(ঘ) LPG
৮. হেমাটাইট কার আকরিক?
(ক) তামা
(খ) লোহা
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) রুপো
৯. কোনটি সংকর ধাতু-
(ক) পিতল
(খ) কাঁসা
(গ) ব্রোঞ্জ
(ঘ) সবকটি
১০. লোহার সাথে সামান্য কোনটি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
(ক) ক্রোমিয়াম
(খ) তামা
(গ) কার্বন
(ঘ) অ্যালুমিনিয়াম
৮.
(ক)
(খ)
(গ)
(ঘ)
৯.
(ক)
(খ)
(গ)
(ঘ)
১০.
(ক)
(খ)
(গ)
(ঘ)