Class-6 History Second-Unit-Test Suggestion
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
2nd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
প্রশ্নমান: ৩/৪
১. টীকা লেখো: চতুরাশ্রম ব্যবস্থা, জাতকের গল্প, অষ্টাঙ্গিক মার্গ, ত্রিরত্ন।
২. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো।
৩. অশোকের ধম্ম সম্পর্কে যা জানো লেখো।
৪. ষোড়শ মহাজনপদ কাকে বলে? কি কি কারণে মগধ শ্রেষ্ঠ ও শক্তিশালী জনপদে পরিণত হয়?
৫. বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল?
প্রশ্নমান: ২
১. কোন অঞ্চল সপ্ত সিন্ধু অঞ্চল নাম পরিচিত?
২. সভা ও সমিতি কী?
৩. তীর্থঙ্কর কাদের বলা হতো?
৪. নব্যধর্ম আন্দোলন জনপ্রিয় হয়েছিল কেন?
৫. আর্য্যসত্য কী?
প্রশ্নমান: ১
১. ঋকবেদে উল্লিখিত কোন নদীর অস্তিত্ব বর্তমানে বিলুপ্ত?
২. বৈদিক যুগের জনপ্রিয় খেলা কী ছিল?
৩. অরাজতান্ত্রিক মহাজনপদটির নাম কী?
৪. জৈন ধর্মগ্রন্থ কোনটি?
৫. আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল?
৬. জেন্দ-আবেস্তা কাদের ধর্মগ্রন্থ?
৭. বজ্জি জনপদের রাজধানী কোথায় ছিল?
৮. কৃষিক্ষেত্রে লোহার ব্যবহার কোন যুগে শুরু হয়?
৯. ‘বোধি’ শব্দের অর্থ কী?
১০. মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন?
১১. মেগালিথ কী?
১২. শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ কোনটি?
১৩. বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা কী ছিল?
১৪. আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন?
১৫. গুপ্তসম্রাটরা বড়ো বড়ো উপাধি ব্যবহার করতেন কেন?
১৬. বেদের অপর নাম কী?
১৭. বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে?
১৮. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
১৯. ত্রিপিটক কোন ভাষায় রচিত?
২০. শিলাদিত্য কার উপাধি?
২১. ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন?
2nd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ইতিহাস (Set: 1)
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
১। ঠিক উত্তরটি বেছে নাও (যেকোনাে পাঁচটি) : ৫x১ = ৫
(ক) মেগালিথ হলাে —
(i) পাথরের গাড়ি
(ii) পাথরের সমাধি
(iii) পাথরের খেলনা
(iv) পাথরের বাড়ি
(খ) বর্ণাশ্রমের অংশ নয় —
(i) ব্রাক্ষ্মণ
(ii) ক্ষত্রিয়
(iii) শূদ্র
(iv) নৃপতি
(গ) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতাে —
(i) কেবলিন
(ii) মহাবীর
(iii) তীর্থঙ্কর
(iv) পার্শ্বনাথ
(ঘ) ষােড়শ মহাজনপদের সময়ে মগধে কৃষির উন্নতি হয়েছিল, কারণ —
(i) সবাই কৃষিকাজ করত
(ii) রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করতেন
(iii) লােহার লাঙল ব্যবহার করা হতাে
(iv) সব জায়গায় জমি খুব উর্বর ছিল।
(ঙ) সুয়ান জাং চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন –
(i) ভারতীয় উপমহাদেশ বেড়ানাের জন্য
(ii) বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশােনা করার জন্য
(iii) হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলনে যােগ দেবার জন্য
(iv) হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য
(চ) কুষাণ-মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকমের জ্যোর্তিবলয় বানানাে হতাে—
(i) সম্রাট ও দেবতা একই জন বােঝানাের জন্য
(ii) সম্রাটরা আসলে দেবতা ছিলেন, তা বােঝানাের জন্য
(iii) কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন, তা বােঝানাের জন্য
(iv) সম্রাটদের শক্তিশালী বােঝানাের জন্য
২। নীচের যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর লেখাে : ৫x১ = ৫
(ক) বেমানান শব্দটি খুঁজে বার করাে :অশ্বমেধ, বাজপেয়, শতমান, রাজশূয়
(খ) শূন্যস্থান পূরণ করাে :শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ————– l
(গ) ঠিক না ভুল লেখাে : বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত।
(ঘ) আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণে করতে পারতেন?
(ঙ) ষােড়শ মহাজনপদের সময়ের একটি গণরাজ্যের নাম লেখাে।
(চ) গুপ্ত সম্রাটরা বড়াে বড়াে উপাধি ব্যবহার করতেন কেন?
৩। নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে) : ২x২ = ৪
(ক) চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখাে।
(খ) বৌদ্ধধর্মের ত্রিরত্ন কী কী?
(গ) শক-সাতবাহনদের লড়াই-এর কারণ কী ছিল?
৪৷ নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে): ২ x ৩ = ৬
(ক) টীকা লেখাে : চতুরাশ্রম
(খ) নব্যধর্ম আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক—মন্তব্যটি বিশ্লেষণ করাে।
(গ) হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াই-এর ফল কী হয়েছিল?
৫। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) : ১x৫=৫
(ক) বৈদিক সমাজের বর্ণাশ্রম প্রথা ও সামাজিক ভেদাভেদ কেন খারাপ, সে বিষয়ে আলােচনা করে বন্ধুকে একটি চিঠি লেখাে।
(খ) মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল-মগধ মহাজনপদটির ভৌগােলিক অবস্থান আলােচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করাে।
(গ) গুপ্ত ও বাকাটক প্রশাসন ব্যবস্থান তুলনামূলক আলােচনা করাে।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-6 History Second-Unit-Test Suggestion
You may also like: Class VII Notes
Class 6 Second Unit Test History Question Paper Class 6 Second Unit Test History Suggestion Class 6 Second Unit Test History Question Paper Class-6 History Second-Unit-Test Suggestion
WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper History Class VI History Second Unit Test Question Paper pdf Download Class-6 History Second-Unit-Test Suggestion
Official Website: Click Here
সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র
Class-6 History Second-Unit-Test Suggestion