Class-6 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-6 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘ইংরেজী’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Model Activity Task (Part- 10)
February, 2022
Class- 6
বিষয়- স্বাস্থ্য ও শারীরশিক্ষা

১. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে :

(ক) মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না?
(i) কিডনি
(ii) হার্ট
(iii) লিভার
(iv) ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র
উত্তর: (iv) ব্রেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) শিশুদের রােদে বাড়ির বাইরে বেরােনাের আগে কী করতে হবে?
(i) পর্যাপ্ত পরিমাণে তেল মশলা খেতে হবে।
(ii) জল খাওয়া থেকে বিরত থাকতে হবে |
(iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে
(iv) মধু খেতে হবে
উত্তর: (iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে।

(গ) শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে?
(i) জাঙ্কফুড
(ii) ফাস্টফুড
(iii) সহজপাচ্য খাবার
(iv) অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার
উত্তর: (iii) সহজপাচ্য খাবার।

(ঘ) রােদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কী করতে হবে?
(i) বরফ বা ঠাণ্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে
(ii) রােগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়া চালু করতে হবে
(iii) দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে।
(iv) উপরের সবকটি
উত্তর: (iv) উপরের সবকটি।

(ঙ) হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে?
(i) চেয়ারে বসিয়ে রাখতে হবে
(ii) অর্ধ শুইয়ে রাখতে হবে
(iii) শুইয়ে রাখতে হবে
(iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পােষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে
উত্তর: (iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পােষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে।

www.TextbookPlus.in

(চ) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কী কী?
(i) অসুস্থ ব্যক্তির জীবনরক্ষা করা
(ii) অসুস্থ ব্যক্তির আরােগ্য ত্বরান্বিত করা
(iii) অবস্থার ক্রমােন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা
(iv) উপরের সব কয়টি ক্ষেত্র
উত্তর: (iv) উপরের সব কয়টি ক্ষেত্র।

(ছ) ফুটবল খেলার সময় কাটা ছেড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে ব্যাথার সাময়িক উপশমে
(i) তরল জীবাণুনাশক
(ii) মারকিউরােক্রোম সলিউশন
(iii) শীতলকারক স্প্রে
(iv) লিউকোপ্লাস্ট
উত্তর: (iii) শীতলকারক স্প্রে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(জ) রােদের সময় বাড়ীর বাইরে বেরােতে হলে কী ধরনের পােশাক পরিধান করতে হবে এবং কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে?
(i) ছাতা, টুপি, রুমাল, ওড়না, টর্চলাইট
(ii) টেরিকটের পােশাক, হাত পাখা, রুমাল
(ii) সারাদেহ ঢাকা সুতির পােশাক, রুমাল, পানীয় জলের বােতল ও ছাতা
(iv) উপরের সব কটি
উত্তর: (ii) সারাদেহ ঢাকা সুতির পােশাক, রুমাল, পানীয় জলের বােতল ও ছাতা।

২। রচনাধর্মী যেকোনাে দুইটি প্রশ্নের উত্তর দাও:

(i) হিটস্ট্রোক সম্বন্ধে যা জানাে লেখাে।

উত্তর: হিট স্ট্রোক: প্রবল গরমে, গরমকালে কঠিন পরিশ্রম করলে, অনেক সময় রােদে থাকলে শরীরের ভিতরের তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপনিয়ন্ত্রক কোশটি সাময়িকভাবে বিকল হয়ে যায়। ফলে শরীরের তাপ বাইরে বেরােতে পারে না, শরীরে দুর্বলতা ও অস্থির ভাব দেখা যায়। শরীরের ভিতরের তাপমাত্রা বাড়তে পারে না। এমতা-বস্থায় ঘাম বেরােনাে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে, দেহের তাপনিয়ন্ত্রক কেন্দ্র আর কাজ করছে না। বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে, শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকেই বলে হিট স্ট্রোক। হিট স্ট্রোকের ফলে শরীরে জল ও খনিজ পদার্থ কমে যায়, ঘাম হয় না, ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা, জ্ঞান হারানাে, মৃত্যু পর্যন্ত হতে পারে।

হিট স্ট্রোকের উপসর্গ :
১. বমিবমি ভাব থাকলেও বমি হয় না।
২. রােগী জ্ঞান হারাতে পারে।
৩. হৃৎপিণ্ডের গতি বাড়ে, নাড়ি দ্রুত আর ক্ষীণ হয়ে পড়ে|
৪. ঘাম বেরােনাে বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়।
৫. শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় :
১. তাপপ্রবাহের সময় বাইরে বেরােনাে মােটেই উচিত নয়। |
২. বাইরে বেরােলে ছাতা, টুপি, মুখে রুমাল রাখতে হয় ।
৩. হালকা সুতির পােশাক পরলে ভালাে থাকে প্রাণমন।
৪. বেরােনের আগে বেশি বেশি জল খাওযা বড়াে প্রয়ােজন।
৫. O.R.S. বা নুন-চিনি মেশানাে জলপান করাে।

(ii) প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি (Golden Rules) লেখাে।

উত্তর: প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়ম : প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে সতর্ক, বিচারশীল, সদাজাগ্রত ও নির্ভীক। তাই প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম হলাে-
১. ধীরস্থিরভাবে প্রত্যেকটি কাজকে যথাযথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে।
২. শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে দ্রুত শ্বাসকার্য চালানাের ব্যবস্থা করতে হবে।
৩. দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে।
৪. অভিঘাত/শক-এর চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থার মাধ্যমে।
৫. রােগীর পক্ষে ক্ষতিকারক, এইরূপ কোনাে কাজ করা উচিত নয়।
৬. আহতকে আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে রাখতে হবে।
৭. অপ্রয়ােজনে রােগীর গায়ের বস্ত্র খােলানাে উচিত নয়।
৮. জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া-বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে।
৯. আঘাতের কারণ অনুসন্ধান করতে হবে।
১০. রােগীর স্থানান্তকরণের ব্যবস্থা করতে হবে, যাতে দ্রুত সে ভাক্তারের চিকিৎসা পায়।

(ii) প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখাে।

উত্তর: প্রাথমিক চিকিৎসার ব্যাবহৃত প্রযােজনীয় উপাদানঃ
(ক) বিভিন্ন প্রকার ড্রেসিং :
জীবাণুমুক্ত গােটানাে ব্যান্ডেজ, ত্রিকোণ ব্যান্ডেজ, জীবাণুমুক্ত তুলাের প্যাকেট, জীবাণুমুক্ত গজের প্যাকেট, লিউকোপ্লাস্ট

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

(খ) বিভিন্ন প্রকার ওষুধ :
মারকিউরােক্রোম, সাধারণ স্যালাইন বােতল, তরল জীবাণুনাশক, শীতলকারক স্প্রে,গ্লকজ বেটাডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চিনির দানা।

(গ) বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও দ্রব্য :
৫” কাঁচি, সেফটিপিন (1 বাক্স), নােটবুক, পেনসিল, চামচ, টর্চ লাইট, ড্রেসিং ফরসেপ, গ্লাবস, সেনিটাইজার, সাবান, পিপি

(ঘ) প্রাথমিক চিকিৎসার প্রযােজনীয় উপকরণ :
ফার্স্ট এইড বক্স, আইস বক্স, ছােটো-বড়াে স্প্রিন্ট ও,আর,এস

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Health and Physical Education, February 2022 (Part- 10)

Class 6 English Model Activity Task Answer Part- 10

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Official Website: Click Here Class 6 Health and Physical Education Model Activity Task Answer Part- 2 February, 2022

Class-6 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Class-6 Health-and-Physical-Education Model-Activity-Task February-2022

Class-6 Health and Physical Education Model Activity Task Part- 10 February 2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply