Class-6 First-Unit-Test Poribesh Question-2023
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
ষষ্ঠ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
👉সিলেবাস:
◐ 1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা (১-২০ পৃষ্ঠা) ◐ 2. আমাদের চারপাশের ঘটনাসমূহ (২১-৩৮ পৃষ্ঠা) ◐ 3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (৩৯-৫৪ পৃষ্ঠা) |
উত্তর:
১. নির্দেশ অনুসারে উত্তর দাও: (যেকোনো ৬টি)
১.১ রজন পাওয়া যায় ____________ গাছ থেকে।
উত্তর: পাইন বা শাল
১.২ একটি পরজীবী জীবের উদাহরণ দাও।
উত্তর: উকুন।
১.৩ সিল্ক কী থেকে পাওয়া যায়?
উত্তর: রেশম মথ থেকে।
১.৪ একটি তরল ধাতুর নাম লিখ।
উত্তর: পারদ।
১.৫ মিথেনের সংকেত – NH3 / CH4 / H2S
উত্তর: CH4
১.৬ ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা। (সত্য / মিথ্যা লেখো)
উত্তর: সত্য।
১.৭ কুইনাইন কী থেকে পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা গাছের ছাল থেকে।
১.৮ একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী।
উত্তর: গ্রাফাইট।
২. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
২.১ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লিখ।
ভৌত পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
(i) যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন। | (i) যেক্ষেত্রে পদার্থের মূল গঠন ও ধর্ম বা বৈশিষ্ট্য পালটে যায় সেটা রাসায়নিক পরিবর্তন। |
(ii) ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। | (ii) রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। |
(iii) ভৌত পরিবর্তন অস্থায়ী। | (iii) রাসায়নিক পরিবর্তন স্থায়ী। |
২.২ ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লিখ।
ধাতু | অধাতু |
(i) ধাতুকে আঘাত করলে ঢং শব্দ হয়। | (i) অধাতুকে আঘাত করলে কোনোরকম ঢং শব্দ হয় না। |
(ii) ঘষলে ধাতু চকচক করে। | (ii) ঘষলে অধাতু চকচক করে না। |
(iii) ধাতুকে পিটিয়ে পাত করা যায়। | (iii) অধাতুকে পিটিয়ে পাত করা যায় না। |
৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ মিথোজীবিতা কাকে বলে? একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও।
উত্তর:
প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকেই মিথোজীবিতা বলে।
উদাহরণ: গো-বক ও গোরু মিথোজীবী জীব।
গোরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গো-বকের খাদ্য। অনেকসময় এরা আবার গোরুর গায়ে বসা পোকাদেরও খায়।
৩.২ মানুষ এবং অন্যান্য প্রাণীরা কীভাবে গাছেদের উপর নির্ভর করে?
উত্তর:
৪. বামদিক ও ডানদিক মেলাও:
উত্তর:
নাইট্রোজেন = N
ফসফরাস = P
ব্রোমিন = Br
পটাশিয়াম = K
জল = H2O
অ্যামোনিয়া = NH3
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
You may also like: Class VII Notes
Class 6 First Unit Test Paribesh O Biggan Question Paper Class 6 First Unit Test Science Suggestion Class 6 First Unit Test Poribesh Question Paper
WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Geography Class VI Paribesh first Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
Class-6 First-Unit-Test Poribesh Question-2023
ষষ্ঠ শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৩