Class-6 Bengali Model-Activity-Task February-2022

Class-6 Bengali Model-Activity-Task February-2022

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘বাংলা’ বিষয়ের ‘Model Activity Task Part-10 February, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Model Activity Task (Part- 10)
February, 2022
Class- 6
বিষয়- বাংলা

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


১.১ শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম-
(ক) ১৯৩৩ সালে (খ) ১৯৪৭ সালে (গ) ১৯৬১ সালে (ঘ) ১৯৬৯ সালে।
উত্তর: (ক) ১৯৩৩ সালে।

১.২ মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন-
(ক) শঙ্খচিল (খ) এমু (গ) বাজ (ঘ) বক।
উত্তর: (খ) এমু।

১.৩ শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে এসে বসেছিল-
(ক) নারকেল (খ) সুপুরি (গ) সবেদা (ঘ) তাল
উত্তর: (গ) সবেদা।

২. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ অভিমুন্য সেনাপতি কে?
উত্তর: ‘সেনাপতি শংকর’ গল্পে ক্লাস ফাইভের ছাত্র শংকর সেনাপতির বাবা হলেন অভিমুন্য সেনাপতি।

২.২ শংকর কোন স্কুলে পড়ে?
উত্তর: শংকর আকন্দবাড়ি স্কুলে পড়ে।

২.৩ ‘বলি এটাকি পঞ্চানন অপেরা পেয়েছো?’ – কে একথা বলেছেন?
উত্তর: মাস্টারমশাই বিভীষণ দাশ একথা বলেছেন।

৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ ‘চমকে উঠল ছেলেটি।’ কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কী?
উত্তর: শংকর সেনাপতি চমকে উঠেছে।
প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে মাস্টারমশাই বিভীষণ দাশের এমু পাখির বর্ণনা না শুনে শংকর ক্লাসের খোলা জানালা দিয়ে বাইরে নারকেল গাছের মাথার উপরে ভেসে থাকা শঙ্খচিল পাখিটিকে দেখছিল। শংকর সেই শঙ্খচিল পাখিটার দিকে তাকিয়ে ছিল আর ভাবছিল এক একদিন রাতে স্বপ্নে সে নিজেও ওই শঙ্খচিলের মতোই ভেসে বেড়ায়। মাস্টারমশাই শঙ্করের অন্যমনস্কতা ধরে ফেলেন এবং তার নাম ধরে ডাকেন। হঠাৎ মাস্টারমশাইয়ের গলায় নিজের নাম শুনে শংকর চমকে উঠেছিল।

৩.২ ‘সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল’ -সকলে হেসে উঠেছিল কেন?
উত্তর: মাস্টারমশাই বিভীষণ দাস যখন শংকর কে জিজ্ঞাসা করেছিলেন এমু পাখির বাসা কোথায় সে জানে কিনা, তখন শংকর এক অদ্ভুত উত্তর দিয়েছিল। বলেছিল সে নাকি এমু পাখিকে ঘোলপুকুরে বড়োদিঘির পাড়ে সবেদা গাছের ডালে বসে থাকতে দেখেছে। পরে যখন শংকর নিজের ভুল বুঝতে পেরেছে তখনও আশ্চর্যজনকভাবে বলেছে তাহলে স্বপ্নেই হয়তো এমু পাখি কে সে দেখে থাকবে। শঙ্করের কল্পনাপ্রবণ এই মনটিকে তার বন্ধুরা বুঝতে পারেনি, পারেননি মাস্টারমশাইও। ফলে শংকর এর উত্তর শুনে সকলে হেসে উঠেছিল।

৩.৩ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন?
উত্তর: বিভীষণ মাস্টারমশাই বলেছেন পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয়। পায়ের শব্দে একটু হলেই পাখিরা উড়ে চলে যায়। এছাড়া জামা কাপড়ের রং যাতে শুকনো পাতার রঙের মত বা জলপাই রঙের মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জাতীয় রং সাধারণত গাছের পাতার সঙ্গে মিশে থাকে ফলে পাখিরা দেখতে পায় না। জামার রং বেগুনি হলেও ভালো হয়, পাখিরা বেগুনি রং দেখতে পায় না।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:

‘শংকরের বুকটা গর্বে ফুলে উঠল।’শংকরের গর্বিত হওয়ার কারণ ‘শংকর সেনাপতি’ রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও।

উত্তর: ক্লাস ফাইভের প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে মাস্টারমশাই বিভীষণ দাশ বিভিন্ন পাখিদের গতিবিধি এবং তাদের চেনার সহজ উপায় নিয়ে আলোচনা করছিলেন। মাস্টারমশাইয়ের পড়ানোর এই অংশটুকু খুব ভালো লাগছিল শংকরের। পাখি দেখার জন্য কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আলোচনা করতে করতে হঠাৎ বিভীষণ দাশের মনে পড়ে যায় শংকরের গতিবিধি।
একটু আগেই ক্লাসের একটি ছেলে বলেছিল শংকর গাছে গাছে ঘুরে বেড়ায়। মাস্টারমশাই শংকরের কাছে এসে বলেন, সে তো গাছে গাছে ঘোরে। নিশ্চয়ই সে অনেক পাখি দেখে থাকে। শংকরের খুব ভালো লাগে। সেইসব পাখিদের কথা মাস্টারমশাই শংকরকে বলতে বলবেন একথা সে ভাবতেই পারেনি। একটু আগে তার এই গাছে গাছে ঘুরে বেড়ানো, স্বপ্ন দেখা নিয়ে যে মাস্টারমশাই বকেছিলেন তিনিই আবার তাকে দেখা পাখিদের বিষয়ে বলতে বলছেন। আনন্দের সঙ্গে শংকর এখন নিজের দেখা মাছরাঙা, পানকৌড়ি, হাঁড়িচাচা, তিতির, ডৌখোল পাখির কথা বলতে থাকে। মাস্টারমশাই বিভীষণ দাশ শংকরকে অনেক পাখি দেখার জন্য প্রশংসা করেন। খোলামেলা পৃথিবীটাকে মন দিয়ে চোখ ভরে দেখে নিতে বলেছিলেন। তাই শংকরের বুক গর্বে ফুলে উঠেছিল।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Bengali, February 2022 (Part- 10)

Class 6 Bengali Model Activity Task Answer Part- 10

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

Official Website: Click Here Class 6 Bengali Model Activity Task Answer Part- 2 February, 2022

Class 6 Bengali Model Activity Task Part- 2 February, 2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

Class-6 Bengali Model-Activity-Task February-2022

Class-6 Bengali Model Activity Task Part- 10 February 2022

Leave a Comment