Class-6 Bengali First-Unit-Test Question-2023

Class-6 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
ষষ্ঠ শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট
👉সিলেবাস:
সাহিত্যমেলা: ভরদুপুরে, সেনাপতি শংকর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসফড়িং, কুমোরে-পোকার বাসাবাড়ি।
হ য ব র ল: ১ – ১৪ পৃষ্ঠা।
ভাষাচর্চা: বিসর্গ সন্ধি, শব্দের গঠন।
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ খােলের মধ্যে বােঝাই করা রয়ছে-
(ক) ধান
(খ) আলু
(গ) গম

(ঘ) শুকনা খড়ের আঁটি
উত্তর: (ঘ) শুকনা খড়ের আঁটি

১.২ নদীর ধারে রয়েছে-
(ক) অশ্বথ গাছ
(খ) রাখাল
(গ) একটি বড়া নৌকো
(ঘ)পথিক

উত্তর: (গ) একটি বড়া নৌকো

১.৩ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলাো-
(ক) নীল নির্জন
(খ) যেতে পারি কিন্তু কেন যাব
(গ) প্রান্তরেখা
(ঘ) ছড়ানাে ঘুঁটি

উত্তর: (ক) নীল নির্জন

১.৪ পাখিরা ______________ রং দেখতে পায় না।
(ক) বেগুনি
(খ) জলপাই
(গ) সবুজ
(ঘ) লাল

উত্তর: (ক) বেগুনি

১.৫ পাইন যেন বরফের ____________ কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে।
(ক) সোনালি
(খ) রুপোলি
(গ) সবুজ
(ঘ) লালচে

উত্তর: (খ) রুপোলি

১.৬ ময়ূরের ডাককে বলা হয়-
(ক) কুহু
(খ) কেকা
(গ) মকমকি
(ঘ) বৃন্হন

উত্তর: (খ) কেকা

১.৭ মন-ভালো করা রোদ্দুর _____________ গায়ের মতন।
(ক) ময়ূরের
(খ) মাছরাঙার
(গ) কোকিলের
(ঘ) পায়রার

উত্তর: (খ) মাছরাঙার

১.৮ ‘প্রকৃতিবিজ্ঞানের ক্লাস। বইতে পাখির ছবি।’ শিক্ষক-
(ক) শ্যামল গঙ্গোপাধ্যায়
(খ) বিভীষণ দাশ
(গ) সুদর্শন দাশ
(ঘ) শংকর ভট্টাচার্য

উত্তর: (খ) বিভীষণ দাশ

১.৯ যেন বরফের ______________ কাপড় পরে..।
(ক) সবুজ
(খ) সোনালি
(গ) শ্বেত
(ঘ) রূপালি

উত্তর: (ঘ) রূপালি

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘ভরদপুরে শব্দটির অর্থ কী?
উত্তর: ‘ভরদপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্যদুপুরে।

২.২ ‘ভরদূপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে?
উত্তর: রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখছে।

২.৩ ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি কী দিয়ে প্রস্তুত?
উত্তর: ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি ঘাস দিয়ে প্রস্তুত।

২.৪ ভাষার প্রয়োজন হয় কেন?
উত্তর: মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়।

২.৫ শঙ্কর কীসের স্বপ্ন দেখে?
উত্তর: শঙ্কর শঙ্খচিলের স্বপ্ন দেখে।

২.৬ পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর: মরুতটে পামগাছ দাঁড়িয়ে আছে।

২.৭ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?
উত্তর: তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে মরুতটে পামগাছ কষ্ট সহ্য করে
দাঁড়িয়ে আছে।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ ‘ভরদুপুরে’ কবিতায় ‘অশ্বত্থ’ গাছটিকে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে কেন?

উত্তর: ‘ভরদুপুরে’ কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছায়ায় পথিকদের রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে। তাই অশ্বত্থ’ গাছটিকে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে।

৩.২ পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময়ে উড়ে আসছে’—এখানে বাতাসকে ‘পাগলা’ বলা হল কেন?

উত্তর: আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে ৫-৭ মাইল দূরত্বে। সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে ‘পাগলা’ বলা হয়েছে।

৩.৩ “এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?” অপেরা’ বলতে কী বোঝো? এখানে আপেরার প্রসঙ্গ এল কেন?

উত্তর: অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি।যাত্র৷ বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলেন। শংকর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিল। ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করেমাস্টারমশাই প্রসঙ্গ এনেছেন।

৪. কোন্‌টি কার ডাক মিলিয়ে লেখো :
ক স্তম্ভখ স্তম্ভ
ব্যাঙের ডাক
হাতির ডাক
পাখির ডাক
কোকিলের ডাক
ঘোড়ার ডাক
ময়ূরের ডাক
কাকলি
হ্রেষা
বৃংহণ
মকমকি
কেকা
কুহূ

উত্তর:
ব্যাঙের ডাক— মকমকি
হাতির ডাক— বৃংহণ
পাখির ডাক— কাকলি
কোকিলের ডাক— কুহু
ঘোড়ার ডাক— হ্রেষা
ময়ূরের ডাক— কেকা

হ য ব র ল (১ – ১৪ পৃষ্ঠা)

১. ‘হ য ব র ল’ বইটির লেখক কে?
উত্তর: সুকুমার রায়।

২. লেখক এর বুকের মাপ, গলার মাপ অফ 26 ইঞ্চি হচ্ছিল কেন ?
উত্তর: বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল সেই ভিতের উপর শুধু 26 সংখ্যাটাই ছিল।

৩. লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল?
উত্তর: বিড়ালে পরিণত হয়েছিল।

৪. রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল?
উত্তর: সুকুমার রায় রচিত হ য ব র ল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বেড়াল হয়ে গেছিল।

৫. শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল?
উত্তর: শেষ পর্যন্ত বেড়ালটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল।

৬. কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল?
উত্তর: বয়স 37 বছর, ওজন আড়াই সের।

৭. হ য ব র ল’ গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে ?
উত্তর: গ্রীষ্ম।

৮. ‘সাত দু-গুণে কত হয়?’ উদ্ধৃত কথাটি কে বলেছিল ?
উত্তর: দাঁড় কাক।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 6 First Unit Test Bengali Question Paper Class 6 First Unit Test Bengali Suggestion Class 6 First Unit Test Bengali Question Paper Class-6 Bengali First-Unit-Test Question-2023

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VI Bengali first Unit Test Question Paper pdf Download Class-6 Bengali First-Unit-Test Question-2023

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-6 Bengali First-Unit-Test Question-2023

Class 6 First Unit Test Exam 2023 Bengali Question Answer

ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর ২০২৩ বিষয় বাংলা

Leave a Comment