Class-6 3rd-Unit-Test Question পরিবেশ
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন কর:
১. একটি তরল ধাতু হলো-
(a) জল
(b) পারদ
(C) ব্রোমিন
(d) কেরোসিন
২. একটি মিশ্র পদার্থের উদাহরণ-
(a) পেট্রোল
(b) আয়োডিন
(c) পিতল
(d) জল
৩. পটাশিয়াম এর চিহ্ন হল-
(a) p
(b) pt
(c) k
(d) of
৪. লোহিত কণিকার কাজ হল-
(a) জীবাণু ধ্বংস করা
(b) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
(c) শ্বাসবায়ু পরিবহন করা
(d) এদের কোনোটিই নয়
৫. দ্বিতীয় শ্রেণীর লিভার এর উদাহরণ হল-
(a) মানুষের হাত
(b) শাবল
(c) তুলা যন্ত্র
(d) জাঁতি
৬. বায়োডিগ্রেডিবল প্রকৃতির আবর্জনা হল-
(a) ধাতু
(b) প্লাস্টিক
(c) সবজির খোসা
(d) নাইলন
৭. যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে সেটা হল-
(a) চন্দ্রবোড়া
(b) কেউটে
(c) গোখরো
(d) দাঁড়াশ
৮. কচ্ছপ হল-
(a) স্তন্যপায়ী
(b) উভচর
(c) সরীসৃপ
(d) মৎস্য
৯. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল-
(a) হাতি
(b) অজগর
(c) নীলতিমি
(d) বাঘ
১০. প্রদত্ত যন্ত্রগুলির মধ্যে কোনটি সরল যন্ত্র নয়-
(a) সুচ
(b) হাতুড়ি
(c) সেলাই মেশিন
(d) ছুরি
২. অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
১. সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা কত?
২. পচা ডিমের গন্ধ যুক্ত গ্যাসটির নাম কি?
৩. দৌড় প্রতিযোগিতার সময় যে ঘড়ি ব্যবহার করা হয় তার নাম কি?
৪. S.I পদ্ধতিতে বলের একক কি?
৫. পোড়া চুনে জল যোগ করলে কোন শক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয়?
৬. মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?
৭. ব্যাকটেরিয়া রাজ্য কি নামে পরিচিত?
৮. জলের রেশম আসলে কি?
৯. তিমির শ্বাস অঙ্গটির নাম কি?
১০. চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র পদার্থের নাম লেখ।
৩. শূন্যস্থান পূরণ কর:
১. ………………. পিঁপড়েরা যুদ্ধে পটু।
২. যে সব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না, তাদের……………… উদ্ভিদ বলে।
৩. সাধারণ তুলা যন্ত্র……………. শ্রেণীর লিভার।
৪. মেলাথিয়ন হল এক ধরনের রাসায়নিক………………..।
৫. মরিচা ধরা হল এক ধরনের…………….. পরিবর্তন।
৬. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল……………….।
৭. লিভারের স্থির বিন্দু কে বলে………………..।
৮. জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু হল……………….।
৯. কাকড়া হল…………………… পর্বের প্রাণী।
১০. হাটু বা কনুইতে………………সন্ধি দেখা যায়।
৪. বামদিকের সাথে ডানদিক মেলাও:
বামদিক | ডানদিক |
(ক) শ্যাওলা (খ) মস জাতীয় (গ) ফার্ন জাতীয় (ঘ) ব্যক্তবীজী (ঙ) গুপ্তবীজী | (i) অ্যানজিওস্পার্ম (ii) অ্যালগি (iii) ব্রায়োফাইটা (iv) টেরিডোফাইটা (v) জিমনোস্পার্ম |
৫. নিচের বিবৃত্তি গুলি সত্য/ মিথ্যা নির্বাচন করো:
১. পরিবেশকে দূষণমুক্ত করতে প্রচুর গাছ লাগানো দরকার।
২. পুরুষ মশারা মানুষের রক্ত খেতে ভালোবাসে।
৩. মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার।
৪. পাস্কাল চাপ পরিমাপের S.I একক।
৫. গ্রাফাইট তড়িৎ এর সুপরিবাহী।
৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১. ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও ডেঙ্গু রোগ সৃষ্টিকারী মশার নাম লেখ।
২. ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখ।
৭. সংকেত লেখ: মিথেন, ফসফিন, অ্যামোনিয়া, জল, কার্বন-ডাই-অক্সাইড।
৮. বজ্র পদার্থ কাকে বলে? বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করো।
৯.
১. খাদ্য শৃংখল কি? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
২. লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ।
১০. যেকোনো ৫ টি নবীকরণযোগ্য শক্তির নাম লেখ এবং 1 টি করে ব্যবহার লেখ।
১১.
১. উদাহরণসহ সংজ্ঞা লেখ: গুল্ম, বৃক্ষ।
২. পরিযায়ী পাখি কাদের বলে? একটি উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দাও।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-6 3rd-Unit-Test Question পরিবেশ
You may also like: Class VII Notes
Class 6 Third Unit Test 2022 Paribesh Question Paper Class 6 Third Unit Test Poribesh o Bigyan Suggestion
Class 6 3rd Unit Test পরিবেশ ও বিজ্ঞান Question Paper 2022
WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper পরিবেশ ও বিজ্ঞান Class VI পরিবেশ ও বিজ্ঞান Third Unit Test Question Paper pdf Download
Class 6 Third Term Test Paribesh O Biggan Question Paper
Official Website: Click Here
ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র
Class-6 3rd-Unit-Test Question পরিবেশ Class-6 3rd-Unit-Test Question পরিবেশ
ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র
Class 6 Final Term Exam Science Question Paper