Class-5 Model-Activity-Task February-2022
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর ‘গণিত’ বিষয়ের ‘Model Activity Task Part-10 (February, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
পঞ্চম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
February, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) ২০০০০, ০২০০০, ৯০০০০ এবং ০৯০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৫ অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ২০০০০
(b) ৯০০০০
(c) ০২০০০
(d) ০৯০০০
উত্তর: (a) ২০০০০
(খ) পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলাে –
(a) ৫১০০০
(b) ৫০০০১
(c) ৫০১০০
(d) ৫০০১০
উত্তর: (d) ৫০০১০
(গ) ৬০৪১২ সংখ্যাটিতে ৪-এর স্থানীয় মান হলাে –
(a) ৪০০০০
(b) ৪০০০
(c) ৪০০
(d) ৪০
উত্তর: (c) ৪০০
২. সত্য মিথ্যা লেখাে :
(ক) পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৯৯৯৯০।
উত্তর: মিথ্যা।
(খ) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা ৫
উত্তর: সত্য।
(গ) ৪০৫০২ > ৪০০৫২
উত্তর: সত্য।
৩.
(ক) ৩, ৬, ৯, ৭ এবং ৫ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখাে।
উত্তর:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ৩৫৬৭৯
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৭৬৫৩
(খ) ৯০০০৯ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখাে।
উত্তর: ৯০০০৯ = ৯০০০০ + ৯
(গ) ৪০-এর উপরে ৬-এর দুটি গুণিতক লেখাে।
উত্তর: ৪০-এর উপরে ৬-এর দুটি গুণিতক হল ৪২ এবং ৪৮
৪. (৩৭০২৯ +১) সংখ্যাটিকে বল এবং কাঠির সাহায্যে প্রকাশ করাে।
উত্তর: (৩৭০২৯ +১) = ৩৭০৩০
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class-5 Model-Activity-Task February-2022
Class 5 Math Model Activity Task Answer Part-10
Official Website: Click Here
Class 5 Math Model Activity Task Part-10 February, 2022
Class-5 Math Model-Activity-Task Part-2 February-2022
অতিরিক্ত MCQ প্রশ্ন উত্তর
১. ২০০০০, ০২০০০, ৯০০০০ এবং ০৯০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট ৫ অঙ্কের সংখ্যাটি হলো-
(a) ২০০০০
(b) ৯০০০০
(c) ০২০০০
(d) ০৯০০০
উত্তর: (a) ২০০০০
২. ৫৬ এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ফলাফলে ১০০ পাওয়া যাবে?
(a) ৪৪
(b) ৩৪
(c) ৫৪
(d) ৪৬
উত্তর: (a) ৪৪
৩. সংখ্যারেখায় -৫ এর ডানদিকে থাকা সংখ্যা কোনটি?
(a) -৭
(b) ০
(c) -২
(d) ১০
উত্তর: (c) -২
৪. একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি। এর পরিসীমা কত? (π = ২২/৭)
(a) ৪৪ সেমি
(b) ২২ সেমি
(c) ৫৫ সেমি
(d) ৭ সেমি
উত্তর: (a) ৪৪ সেমি
৫. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে, এর পরিসীমা হবে-
(a) ১৫ সেমি
(b) ১০ সেমি
(c) ১২ সেমি
(d) ২০ সেমি
উত্তর: (a) ১৫ সেমি
৬. দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৩০। সংখ্যাগুলি কোন দুটি?
(a) ১২ এবং ১৮
(b) ৬ এবং ৩০
(c) ৬ এবং ১২
(d) ১০ এবং ১৫
উত্তর: (b) ৬ এবং ৩০
৭. ০.৫ কিলোগ্রাম = কত গ্রাম?
(a) ৫০০
(b) ৫০
(c) ৫০০০
(d) ৫
উত্তর: (a) ৫০০
৮. ৬০% এর ভগ্নাংশ রূপ হলো-
(a) ৩/৫
(b) ৬/১০
(c) ২/৫
(d) ৪/৫
উত্তর: (a) ৩/৫
৯. একটি সংখ্যার ২৫% মানে হলো-
(a) সংখ্যা × ১/৪
(b) সংখ্যা × ১/৩
(c) সংখ্যা × ১/৫
(d) সংখ্যা × ১/২
উত্তর: (a) সংখ্যা × ১/৪
১০. ২, ৪, ৬, ৮, ১০ সংখ্যাগুলির গড় হলো-
(a) ৪
(b) ৫
(c) ৬
(d) ৭
উত্তর: (b) ৫