Class-5 First-Unit-Test-2023 Poribesh Question

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-5 First-Unit-Test-2023 Poribesh Question

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
পঞ্চম শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
সাজেশন ২০২৩
১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ আমাদের শরীরের বর্ম হলো-
(ক) চুল
(খ) নখ
(গ) চামড়া

উত্তর: (গ) চামড়া

১.২ ত্বকের কটা স্তর আছে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৫ টি

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (ক) ২ টি

১.৩ ত্বকের কোন স্তরে রক্ত থাকে না?
(ক) নীচের স্তরে
(খ) উপরের স্তরে
(গ) ভিতরের স্তরে

উত্তর: (খ) উপরের স্তরে

১.৪ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে-
(ক) ভিটামিন
(খ) ফল
(গ) রোদ

উত্তর: (গ) রোদ

১.৫ ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়?
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-ডি
(গ) ভিটামিন-সি

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: (খ) ভিটামিন-ডি

১.৬ চামড়ার রং কালো হওয়ার জন্য দায়ী-
(ক) মেলানিন
(খ) অতিবেগুনি রশ্মি
(গ) ভিটামিন-ডি

উত্তর: (ক) মেলানিন

১.৭ কোন ধরণের মাটিতে বালির কণা, কাদার কণার চেয়ে বড়ো?
(ক) এঁটেল মাটি
(খ) দোঁয়াশ মাটি
(গ) বেলে মাটি

উত্তর: (গ) বেলে মাটি

১.৮ হৃৎপিন্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো-
(ক) থার্মোমিটার
(খ) স্টেথোস্কোপ
(গ) ব্যারোমিটার

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর: (খ) স্টেথোস্কোপ

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ চামড়া যেখানে পাতলা, সেখানেই _____________ গুলো দেখা যায়।
উত্তর: শিরা

২.২ ত্বকের উপরের স্তরে ____________ থাকে না।
উত্তর: রক্ত

২.৩ বয়স বাড়লে _____________ তৈরি কমে যায়।
উত্তর: মেলানিন

২.৪ গাছ সার থেকে ,_ উপাদান বেছে নেয়।
উত্তর: নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস

২.৫ অনেক লতানো গাছের _____________ হয়।
উত্তর: আকর্ষ

২.৬ চিংড়ি একটি ______________ প্রাণী।
উত্তর: অমেরুদন্ডী

২.৭ সাপ, বেজি, চড়াই ____________ প্রাণী।
উত্তর: বন্য

২.৮ ____________ বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হত।
উত্তর: তিনশো

২.৯ শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ______________ থাকে।
উত্তর: অ্যাসিড

২.১০ পাহাড়ে অনেক ছোটো ছোটো ঝরনা আছে, তাদের বলে ___________
উত্তর: ঝোরা

২.১১ ফুসফুসেই _____________ রোগ বেশি হয়।
উত্তর: যক্ষ্মা

৩. ঠিক বাক্যের পাশে ‘✓’ চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও:

৩.১ ত্বকের লাগলে ভিটামিন-সি তৈরি হয়।
উত্তর: X

৩.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া।
উত্তর:

৩.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300 টি হাড় থাকে।
উত্তর: X

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৩.৪ শরীর থেকে বেশি নুন বেরিয়ে যাওয়া ভালো।
উত্তর: X

৩.৫ শরীরের অনেক জায়গায় ধমনিগুলো দেখা যায়।
উত্তর: X

৪. বামদিক ও ডানদিক মেলাও:
বামদিকডানদিক
কনুই থেকে কবজিভার্টিব্রা বা কশেরুকা
কাঁধ থেকে কনুইফিমার
মেরুদন্ডআলনা ও রেডিয়াস
কোমর থেকে হাঁটুটিবিয়া ও ফিবুলা
হাঁটুর নীচে থেকে গোড়ালিহিউমেরাস


উত্তর:
কনুই থেকে কবজি —– আলনা ও রেডিয়াস
কাঁধ থেকে কনুই —– হিউমেরাস
মেরুদন্ড —— ভার্টিব্রা বা কশেরুকা
কোমর থেকে হাঁটু —– ফিমার
হাঁটুর নীচে থেকে গোড়ালি —— টিবিয়া ও ফিবুলা

৫. একটি বাক্যে উত্তর দাও:

১. আমাদের শরীরের বর্ম কী?
উত্তর: আমাদের শরীরের বর্ম হলো ‘চামড়া’

২. ত্বক আমাদের কী উপকার করে?
উত্তর: ত্বক আমাদের শরীরকে বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এছাড়া চামড়ার নীচে মাংসপেশি, শিরা-ধমনি রয়েছে, ত্বক এদের রক্ষা করে।

৩. শরীরের কোথায় শিরা দেখা যায়?
উত্তর: চামড়া যেখানে পাতলা, সেখানেই শিরাগুলো দেখা যায়।

৪. গালের চামড়া পুরু না পাতলা?
উত্তর: গালের চামড়া পাতলা।

৫. পুড়ে গেলে চামড়ায় ফোসকা পড়ে কেন?
উত্তর: পুড়ে গেলে চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়। তখন নীচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়। তার ফলে জায়গাটা ফুলে ওঠে। তাই ফোসকা পড়ে।

৬. চামড়ার রং কালো হয় কীসের জন্য?
উত্তর: মেলানিনের জন্য।

৭. মেলানিন কী উপকার করে?
উত্তর: মেলানিন ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যানসার আটকায়।

৮. ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরী হয়?
উত্তর: ত্বকে রোদ লাগলে ভিটামিন-ডি তৈরী হয়।

৯. ঘামে কী থাকে?
উত্তর: ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে।

১০. শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী ঘটতে পারে?
উত্তর: শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে।

১১. কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন এমন দুজন নেতার নাম লেখো।
উত্তর: মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১২. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
উত্তর: বয়স বাড়লে মেলানিন তৈরী কমে যায় তাই চুল সাদা হয়ে যায়।

১৩. গন্ডারের খড়্গ আসলে কী?
উত্তর: গন্ডারের খড়্গ আসলে জমাট বাঁধা চুল।

১৪. কোন প্রাণীর লোম কাঁটার মতো?
উত্তর: শজারুর।

১৫. শরীরে রক্তাল্পতা হলে নখের কী কী পরিবর্তন হতে পারে?
উত্তর: রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে কিংবা নখগুলো ফেটে ফেটে যেতে পারে।

১৬. অস্থিসন্ধি কাকে বলে?
উত্তর: হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি।

১৭. লিগামেন্ট কী?
উত্তর: হাড়গুলো অস্থিসন্ধিতে যে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে।

১৮. হৃৎপিন্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কী?
উত্তর: স্টেথোস্কোপ।

১৯. হৃৎপিন্ডের কাজ কী?
উত্তর: পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া।

২০. সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তর: সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার শরীরে কোনো জীবাণু বাসা বাধলে আমরা যে ওষুধ খায় তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় রক্ত।

২১. ORS তৈরী করতে কী কী লাগে?
উত্তর: নুন, চিনি ও জল।

২২. কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে?
উত্তর: দোঁয়াশ মাটিতে।

২৩. মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো:
উত্তর: পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেনসিলের শিস।

২৪. মাটির একটি জৈব উপাদানের নাম লেখো।
উত্তর: কেঁচো।

২৫. জল শোধনের জন্য ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর: পটাশিয়াম পারম্যাঙ্গানেট।

২৬. গৌর কোথায় দেখা যায়?
উত্তর: জলদাপাড়ার জঙ্গলে।

২৭. আঁশ নেই এইরকম একটি মাছের নাম লেখো।
উত্তর: ট্যাংরা।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class 5 First Unit Test Amader Poribesh Question Paper Class 5 First Unit Test Amader Poribesh Suggestion Class 5 1st Unit Test Amader Poribesh Question Paper

WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Amader Poribesh Class V Amader Poribesh First Unit Test Question Paper pdf Download Class-5 First-Unit-Test-2023 Poribesh Question

Official Website: Click Here

পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-5 First-Unit-Test-2023 Poribesh Question

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী বিষয়: আমাদের পরিবেশ সাজেশন ২০২৩

Class-5 First-Unit-Test-2023 Poribesh Question

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply