Madhyamik Bengali Suggestion Bahurupi MCQ

Madhyamik Bengali Suggestion Bahurupi MCQ

এখানে দশম শ্রেণীর বাংলা বিষয়ের “বহুরূপী” গল্প থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ শেয়ার করা হলো। আশাকরি এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য সহায়ক হবে। প্রথমে প্রশ্নগুলি পড়ে নিজে উত্তর করার চেষ্টা করবে। তারপর “উত্তরটি দেখো” বাটনে ক্লিক করলেই সঠিক উত্তরটি দেখে নাও।

মাধ্যমিক বাংলা বহুরূপী MCQ প্রশ্ন-উত্তর

মাধ্যমিক বাংলা
বহুরূপী (সুবোধ ঘোষ)
MCQ প্রশ্ন-উত্তর

১. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কত দিন ছিলেন?
(ক) পাঁচ দিন
(খ) সাত দিন
(গ) চার দিন
(ঘ) এগারো দিন


২. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক-
(ক) একশো বছর
(খ) একশো বছরের কম
(গ) হাজার বছরের বেশি
(ঘ) পাঁচশো বছরের কাছাকাছি


৩. সন্ন্যাসী কোথায় থাকতেন?
(ক) হিমালয়ের গুহাতে
(খ) জঙ্গলে
(গ) মানস সরোবরের নিকটে
(ঘ) তিব্বতে


৪. সন্ন্যাসী সারাবছর কী খেত?
(ক) একটি আমলকী
(খ) একটি হরীতকী
(গ) একটি আম
(ঘ) একটি বেল


৫. “সে ভয়ানক দুর্লভ জিনিস” -দুর্লভ জিনিসটি কী?
(ক) হরীতকী ফল
(খ) সন্ন্যাসীর দেখা পাওয়া
(গ) সন্ন্যাসীর আশীর্বাদ
(ঘ) সন্ন্যাসীর পদধূলি


☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

৬. ‘আক্ষেপ করেন হরিদা’ -কীসের জন্য হরিদার আক্ষেপ ছিল?
(ক) সন্ন্যাসীর পায়ের ধূলো নিতে না পারার
(খ) সন্ন্যাসীর সেবা করতে না পারার
(গ) হরীতকী ফল না পাওয়ার
(ঘ) কোনোটিই নয়


৭. জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন-
(ক) সোনার বোল
(খ) লোহার বোল
(গ) তামার বোল
(ঘ) রত্নের বোল


৮. জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় ফেলেছিলেন-
(ক) পাঁচশো টাকার একটা নোট
(খ) একশো টাকার একটা নোট
(গ) হাজার টাকার একটা নোট
(ঘ) একশো এক টাকা


৯. সন্ন্যাসীর গল্প শুনে হরিদা-
(ক) কৌতূহলী হলেন
(খ) হেসে ফেললেন
(গ) গম্ভীর হয়ে রইলেন
(ঘ) হতবাক হয়ে গেলেন


১০. হরিদার বাড়ি ছিল-
(ক) বড়ো রাস্তার ধারে
(খ) সরু গলির ভিতরে
(গ) চায়ের দোকানের পাশে
(ঘ) বড়ো দিঘির পাশে


☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

১১. কথকদের আড্ডা বসত-
(ক) সকালে
(খ) বিকেলে
(গ) সন্ধ্যায়
(ঘ) সকাল-সন্ধে


১২. “একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।” —কখন হল্লা বেজে উঠেছিল?
(ক) সকালবেলা
(খ) বিকেলবেলা
(গ) দুপুরবেলা
(ঘ) সন্ধ্যাবেলা


১৩. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন–
(ক) জগদীশবাবুর বাড়িতে
(খ) দয়ালবাবুর লিচুবাগানে
(গ) চায়ের দোকানে
(ঘ) চকের বাসস্ট্যান্ডে


১৪. “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” -কীসের ছদ্মবেশের কথা বলা হয়েছে?
(ক) বাইজি
(খ) পুলিশ
(গ) পাগল
(ঘ) সন্ন্যাসী


১৫. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা


☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

১৬. স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?
(ক) চার আনা
(খ) আট আনা
(গ) বারো আনা
(ঘ) ষোলো আনা


১৭. হরিদার ঘরে সকালসন্ধ্যা কয়জন আড্ডা দিত?
(ক) তিনজন
(খ) চারজন
(গ) পাঁচজন
(ঘ) ছয়জন


১৮. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান-
(ক) একদিন
(খ) দু-দিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন


১৯. হরিদার আপত্তি ছিল-
(ক) বহুরূপী সাজতে
(খ) রান্না করতে
(গ) একঘেয়ে কাজ করতে
(ঘ) আড্ডা দিতে


২০. কীসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি যাওয়া হয়েছিল-
(ক) দুর্গাপূজোর
(খ) কালীপূজোর
(গ) সরস্বতীপুজোর
(ঘ) স্পোর্টের


☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

২১. স্কুলের কতজন ছেলেকে হরিদা পুলিশ সেজে ধরেছিলেন?
(ক) পাঁচ জন
(খ) চারজন
(গ) তিনজন
(ঘ) দুইজন


২২. হরিদার শীর্ন শরীরটা দেখে মনে হয়েছিলেন-
(ক) অশরীরী
(খ) মহাপুরুষ
(গ) অতিমানব
(ঘ) কোনোটিই নয়


২৩. “সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড়ো বলে মনে করেন।” -সম্পত্তির পরিমান কত টাকা?
(ক) দশ লক্ষ টাকা
(খ) এগারো লক্ষ টাকা
(গ) বারো লক্ষ টাকা
(ঘ) তেরো লক্ষ টাকা


২৪. জগদীশবাবুর কাছ থেকে হরিদা কত বকশিশ পেতে পারে বলে ভবতোষের অনুমান?
(ক) আট আনা
(খ) দশ আনা
(গ) আট আনা কিংবা দশ আনা
(ঘ) বারো আনা কিংবা ষোলো আনা


২৫. বিরাগীর চোখ থেকে কী ঝরে পড়েছিল?
(ক) জ্যোৎস্না
(খ) অশ্রু
(গ) ক্রোধ
(ঘ) ক্ষমা


২৬. “হরিদার এই ভুল ক্ষমা করবে না।” -কে ক্ষমা করবে না?
(ক) ভগবান
(খ) পরমাত্মা
(গ) মানুষ
(ঘ) অদৃষ্ট


২৭. ‘ওই চোখ কী হরিদার চোখ হতে পারে?’ -বক্তা কে?
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) শিবতোষ
(ঘ) অনন্ত


☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

২৮. হরিদার ঘরে মাদুরের উপর কী পড়েছিল?
(ক) উত্তরীয়
(খ) ঝোলা
(গ) গীতা
(ঘ) সবগুলিই


২৯. বিরাগী সেজে হরিদা টাকার থলি স্পর্শ করেননি, কারণ-
(ক) থলিতে টাকা কম ছিল
(খ) কৃপণ লোকের টাকা তিনি স্পর্শ করবেন না
(গ) তাঁর টাকার প্রয়োজন নেই
(ঘ) টাকা নিলে ঢং নষ্ট হয়ে যাবে


৩০. হরিদার মতে সব তীর্থ-
(ক) মানুষের বুকের ভিতরে
(খ) গভীর অরণ্যে
(গ) হিমালয়ের চূড়ায়
(ঘ) শুন্য আকাশে



☛ মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর: Click Here

Class 10 Bengali Important Question Answer Suggestion

Official Website: Click Here

মাধ্যমিক বাংলা – বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণী বাংলা | বহুরূপী- প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10

বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর MCQ & SAQ

You may also like: জ্ঞানচক্ষু রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণী বাংলা বহুরূপী MCQ মক টেস্ট

Madhyamik Bengali MCQ suggestion

বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ MCQ প্রশ্ন ও উত্তর | বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ Madhyamik Bengali Question and Answer Suggestion  মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  – বহুরূপী (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর। মাধ্যমিক বাংলা সাজেশন

WBBSE Madhyamik Mock Test in Bengali

Madhyamik বহুরূপী Important MCQ

madhyamik bengali question
মাধ্যমিক বাংলা সাজেশন 2022 mcq
মাধ্যমিক বাংলা সাজেশন 2022 answer
2022 এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর
মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2023
২০২২ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর

Madhyamik Bengali Suggestion Bahurupi MCQ
মাধ্যমিক বাংলা প্রশ্ন 2022

madhyamik bengali suggestion 2023
মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2022

Madhyamik Bengali MCQ, WBBSE | মাধ্যমিক বাংলা বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর

madhyamik 2023 bengali suggestion

Official Website: Click Here

Madhyamik Bengali Suggestion Bahurupi MCQ

Class 10 Bengali Suggestion

Leave a Comment

CLOSE