Class-5 Bangla Golpo-Buro Question-Answer

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-5 Bangla Golpo-Buro Question-Answer

পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
গল্পবুড়ো (সুনির্মল বসু)

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখ :

১.১. উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ——-(গ্রীষ্ম / শরৎ / শীত / বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তর: শীত

১.২. থুত্থুরে শব্দটির অর্থ————–( চনমনে / জড়োসড়ো / জ্ঞানী / নড়বড়ে)
উত্তর: নড়বড়ে।

১.৩. রূপকথার গল্পে যেটি থাকে না ————-( দৈত্য দানব / পক্ষীরাজ / রাজপুত্তুর / উড়োজাহাজ)।
উত্তর: উড়োজাহাজ।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৪. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখক এর নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী / দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

২.১. লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন?
উত্তর: লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ছবি আঁকতে পারতেন।

২.২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: তার লেখা দুটি বইয়ের নাম হল- ছানাবড়া ও বীর শিকারি।

৩. এলোমেলো বর্ণগুলি কে সাজিয়ে শব্দ তৈরি করো:

উত্তর:
থা রু ক প = রূপকথা।
র ত্তু জ রা পু = রাজপুত্তুর।
জ ক্ষী রা প = পক্ষীরাজ।
ব প ম ন ন = মনপবন।
জ গু বি আ = আজগুবি।

8. অন্ত্যমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ। একটি করে দেওয়া হলো। উদাহরণ বাঁধা, ধাঁধা।

উত্তর: (১) উত্তুরে, থুত্থুরে (২) ঝোলা ,ভোলা (৩) যক্ষীরাজ, পক্ষীরাজ (৪) নন্দিনী ,বন্দিনী (৫) ঝলমলে, টলটলে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
৫. বাক্য বাড়াও:

৫.১ শীতকালে হাওয়া বইছে।(কেমন হওয়া)
উত্তর: শীতকালে উত্তুরে হাওয়া বইছে।

৫.২ গল্পবুড়ো ডাকছে (কেমন বুড়ো?)
উত্তর: থুত্থুরে গল্পবুড়ো ডাকছে।

৫.৩ গল্পবুড়ো মুখ ব্যথা।(মুখ ব্যথা কেন?)
উত্তর: ‘চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা।

৫.৪ গল্প বুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)
উত্তর: গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।

৫.৫ দেখবি যদি আয়। (কিভাবে আসবে?)
উত্তর: দেখবি যদি, জলদি আয়।

৬. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো।

উত্তর:

ক স্তম্ভখ স্তম্ভ
তল্পিঝোলা
রুপকথাকাল্পনিক গল্প
ভোরেবিহানে
পবনবাতাস
সত্বরদ্রুত

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৭. ‘ডাকছে রে‘আর ‘ডাক ছেড়ে‘ শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও।
উদাহরণ– বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে।

উত্তর:
ডাক ছেড়ে – ছোট ছেলেটা ডাক ছেড়ে কাঁদছে ।
ডাকছে রে – রবিকে তার মা ডাকছে রে।

৮. শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।

উত্তর:
বিশেষ্য – তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা,
বিশেষণ: উত্তুরে, থুত্থুরে,আজগুবি , জলদি, সত্বর।

৯. পক্ষীরাজ এর মতো( ক্ +ষ্= ক্ষ) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: বৃক্ষ, শিক্ষা, রক্ষা, পক্ষ, পরীক্ষা।

১০. ক্রিয়ার নিচে দাগ দাও:

উত্তর:
১০.১) বইছে হাওয়া উত্তুরে।

১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে ।

১০.৩) আয়রে ছুটে ছোট্টরা।

১০.৪) দেখবি যদি জলদি আয়

১ ০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।

১২. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়ো শীতের ভোরবেলায় যখন উত্তর দিকের থেকে তীব্র হাওয়া বইতে থাকে তখন গল্প শোনাতে আসে।

১২.২ গল্পবুড়োর ঝোলায় কি কি গল্প আছে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়োর ঝোলায় দত্যি দানব, ্যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প রয়েছে।

১২.৩ গল্পবুড়ো কীভাবে শীতের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান?

উত্তর: গল্পবুড়ো শীতের কনকনে ভোরবেলায় ডাক ছেড়ে ও হাঁক ছেড়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান ।

১২.8 রুপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?

উত্তর: রুপকথার দত্যি দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প কবিতাতে রয়েছে।

১২.৫ গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় যারা গল্পবুড়োর ডাক শুনেও ঘুম ভেঙ্গে ছূটে আসবে না, তাদের উপরে রাগ করে গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

Class 5 Bengali Model Activity Task Answer

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

পঞ্চম শ্রেণী বাংলা

Class 5 বাংলা

Official Website: Click Here

পঞ্চম শ্রেণী বাংলা গল্পবুড়ো সুনির্মল বসু

Class 5 Bengali Model Activity Task Part- 10 2022

পঞ্চম শ্রেণী বাংলা গল্পবুড়ো সুনির্মল বসু

Class-5 Bangla Golpo-Buro Question-Answer

গল্পবুড়ো প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণীর বাংলা গল্পবুড়ো সুনির্মল বসু সমাধান

Class-5 Bangla Golpo-Buro Question-Answer

West Bengali Class 5 Bengali Question Answer

Class 5 Bangla Prosno Uttor

WBBSE Class 5 Bengali Book Pdf

Class-5 Bangla Golpo-Buro Question-Answer

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply