Class-4 Third-Unit-Test-2023 Poribesh Question
3rd Unit Test
চতুর্থ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: 50 সময়: 1 ঘন্টা 30 মিনিট
একটি বাক্যে উত্তর দাও:
১. মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল?
উত্তর: কুকুরকে।
২. জমিতে লাঙ্গল দেওয়ার জন্য মানুষ কোন কোন পশুকে ব্যবহার করত?
উত্তর: বলদ ও ঘোড়া।
৩. প্রথমে মানুষ কোন ফসল চাষ করেছিল?
উত্তর: গম, যব, বার্লি।
৪. যাযাবর সমাজের পর কোন সমাজ শুরু হয়েছিল?
উত্তর: পশুপালক সমাজ।
৫. মানুষ প্রথমে জমির পোকামাকড় মারার জন্য কি ব্যবহার করত?
উত্তর: শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস।
৬. পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কী?
উত্তর: ভাত।
৭. কোন অঞ্চলে গম জোয়ার ও বাজরার চাষ বেশি হয়?
উত্তর: পাঞ্জাবে।
৮. কোন জেলার সরপুরিয়া বিখ্যাত?
উত্তর: কৃষ্ণনগরের।
৯. কয়েকটি মিষ্টি জলের মাছের নাম লেখো।
উত্তর: রুই, কাতলা, মাগুর, কই ইত্যাদি।
১০. কয়েকটি প্রাণীর নাম লেখো যারা নিজের খাদ্য মজুত করে রাখে।
উত্তর: মৌমাছি, ইঁদুর, পিঁপড়ে।
১১. জীবাণু থেকে খাদ্যদ্রব্যেকে বাঁচায় এমন কয়েকটি উপকরণের নাম লেখো।
উত্তর: মধু, ঘি, নুন, তেল।
১২. গাছ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তর: সুন্দরলাল বহুগুনা, অজিত কুমার ব্যানার্জি।
১৩. একটি স্মৃতিসৌধের নাম লেখো।
উত্তর: তাজমহল।
১৪. বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি।
১৫. লেপচা মিউজিয়াম কোন জেলায় অবস্থিত?
উত্তর: দার্জিলিং।
১৬. জামা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লিতে।
দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
১. মানুষকে কেন সামাজিক প্রাণী বলা হয়?
উত্তর: মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে। একা একা কোনো মানুষই থাকতে পারেনা। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে।
২. আত্মীয় শব্দের অর্থ বুঝিয়ে লেখো।
উত্তর: একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে।
৩. সমাজ কিভাবে গড়ে ওঠে?
উত্তর: অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে মিলেমিশে বাস করে এবং একে অন্যের কাজে নানাভাবে সাহায্য করে। এইরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ গড়ে ওঠে।
৪. পশুপালন শেখার ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল?
উত্তর: পশুপালন শেখার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছিল-
ক) পশুপালন শেখার ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়।
খ) মানুষ পশুকে চাষের কাজে ব্যবহার করতে লাগলো।
গ) আগে মানুষ মাথায় করে মালপত্র বহন করত। কিন্তু পশুপালনের ফলে মানুষ পশুর পিঠে মালপত্র তুলে দিত, ফলে মানুষের কষ্ট বা পরিশ্রম কমলো।
ঘ) এছাড়াও পশুদের থেকে পুষ্টিকর দুধ, তাদের মাংস পেত। ফলে তাদের খাদ্যের অভাবও মিটল।
৫. বিনিময় প্রথা বলতে কি বোঝো? বিনিময় প্রথার ফলে কি হলো?
উত্তর: নিজের প্রয়োজনে একটা জিনিসের পরিবর্তে আর একটি জিনিস দেওয়া-নেওয়াকে বিনিময় প্রথা বলে।
বিনিময় প্রথার ফলে-
ক) এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের যোগাযোগ তৈরী হল।
খ) বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণ কমলো।
গ) ব্যবসা-বাণিজ্য শুরু হল।
৬. জল দূষণের দুটি কারণ লেখো।
উত্তর: জল দূষণের দুটি কারণ হল-
ক) জলে নানা আবর্জনা, জঞ্জাল, প্লাস্টিক ফেলার ফলে জলদূষণ হয়।
খ) কৃষিক্ষেত্রে বিভিন্ন বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয়, ফলে তা বৃষ্টির জলের সাথে নদী, খাল-বিলে মেশে এবং জলদূষণ ঘটায়।
৭. মাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে?
উত্তর: মাটি নষ্ট হওয়ার কারণ-
ক) মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি নষ্ট হয়।
খ) মাটিতে যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তবে মাটি খারাপ হয়।
গ) বেশি ফসল ফলানোর জন্য মাটিতে নানারকম কীটনাশক ব্যবহার হচ্ছে, এর ফলে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে।
ঘ) এছাড়া মাটিতে বিভিন্ন জঞ্জাল মেশার ফলেও মাটি নষ্ট হয়ে যাচ্ছে।
৮. মানুষ কিভাবে চাষবাস শিখেছিল?
উত্তর: আদিম মানুষ খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সে সময় মানুষ লক্ষ্য করেছিল পশুপাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এই দেখে মানুষ চাষবাস করার কথা ভেবেছিল।
৯. স্থাপত্য ও ভাস্কর্য বলতে কি বোঝো?
উত্তর:
স্থাপত্য: পুরানো দিনের বাড়ি, মসজিদ, মন্দির, গির্জা এসবকে বলে স্থাপত্য। যেমন- কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি।
ভাস্কর্য: পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, এগুলোকে বলে ভাস্কর্য।
Third Unit Test– 2023
চতুর্থ শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: 50 সময়: 1 ঘন্টা 30 মিনিট
১। শূন্যস্থান পূরণ করো। ১x৭=৭
(ক) দিল্লির জামা মসজিদ বানিয়েছিলেন ___________ ।
উত্তরঃ শাহজাহান।
(খ) ওষুধ মাখনো মৃতদেহকে _______ বলে।
উত্তরঃ মমি বলে।
(গ) পিংলা গ্রামটি ________ জেলায় অবস্থিত।
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর ।
(ঘ) আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে _________ ।
উত্তরঃ হিমালয় পর্বতমালা।
(ঙ) _________ হাত থেকে খাবারকে বাঁচায় নুন।
উত্তরঃ জীবাণুর
(চ) খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান হল ___________ ।
উত্তরঃ মা।
(ছ) স্থাপত্যের সঙ্গে যখন স্মৃতি জড়িয়ে যায়, তখন তাকে বলে _________ ।
উত্তরঃ সৌধ।
২। সঠিক উত্তরটি নির্বাচন করে তার নীচে দাগ দাও। ১x৭=৭
(ক) ওড়িশার কোনারকের-
(কালীমন্দির / সূর্যমন্দির / কৃষ্ণ মন্দির) খুব বিখ্যাত।
উত্তরঃ সূর্যমন্দির
(খ) বিরসা মুন্ডার নামে এক সংগ্রহশালা আছে-
(পশ্চিম মেদিনীপুরে / উত্তর ২৪ পরগনায় / রাঁচিতে)।
উত্তরঃ রাঁচিতে
(গ) বিশনয় বলা হয়-
(বিরসা মুন্ডার / গুরুসদয় দত্তর / জামভাজির) অনুগামীদের।
উত্তরঃ জামভাজির
(ঘ) গান্ধি স্মারক সংগ্রহশালা অবস্থিত-
(কলকাতা / উত্তর ২৪ পরগনা / বর্ধমান জেলায়)।
উত্তরঃ উত্তর ২৪ পরগনা
(ঙ) মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে-
(জামা মসজিদ / টিপু সুলতান মসজিদ / তাজমহল)।
উত্তরঃ তাজমহল
(চ) ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন-
(রামমোহন রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / গুরুসদয় দত্ত)।
উত্তরঃ গুরুসদয় দত্ত
(ছ) নবান্ন উৎসবে-
(পিঠে / লুচি / নতুন চালের পায়েস) খাওয়া হয়।
উত্তরঃ নতুন চালের পায়েস
৩। বেমানান শব্দটি বেছে নিয়ে খাতায় লেখো। ১x৫=৫
(ক) (মন্দির / মসজিদ / মিউজিয়াম / গির্জা)।
উত্তরঃ মিউজিয়াম
(খ) (মেঘালয় / বীরভূম / বাঁকুড়া / পুরুলিয়া)।
উত্তরঃ মেঘালয়
(গ) (ট্রাক্টর / আলমারি / কোদাল / কাস্তে)।
উত্তরঃ আলমারি
(ঘ) (গাজর / আপেল / পটোল / বাঁধাকপি)।
উত্তরঃ গাজর
(ঙ) (কপূর / ডিজেল / আনাজের খোসা / পেট্রোল)।
উত্তরঃ আনাজের খোসা
৪। ভুল সংশোধন করো। ১x৪=৪
(ক) আরাবারি জঙ্গল হুগলি জেলায়।
উত্তরঃ আরাবারি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায়।
(খ) হিমালয় পর্বত আমাদের দেশের দক্ষিণ দিকে অবস্থিত।
উত্তরঃ হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত।
(গ) সূর্যমন্দিরে আট জোড়া চাকা আছে।
উত্তরঃ সূর্যমন্দিরে বারো জোড়া চাকা আছে।
(ঘ) পশ্চিমবঙ্গের প্রধান খাবার রুটি।
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান খাবার ভাত।
৫। ডানদিকের সঙ্গে বামদিক মেলাও। ১x৬=৬
কচুরিপানা | (১) | নর্দমার জল | |
(খ) | প্লাস্টিক | (২) | ব্রতচারী |
(গ) | কীটনাশক | (৩) | নদীর জল |
(ঘ) | কারখানার বর্জ্য | (৪) | পুকুরের জল |
(ঙ) | সুন্দরলাল বহুগুণা | (৫) | মাটি দূষণ |
(চ) | গুরুসদয় দত্ত | (৬) | হিমালয়ের জঙ্গল |
বামদিক | |
কচুরিপানা | নর্দমার জল |
প্লাস্টিক | ব্রতচারী |
কীটনাশক | নদীর জল |
কারখানার বর্জ্য | পুকুরের জল |
সুন্দরলাল বহুগুণা | মাটি দূষণ |
গুরুসদয় দত্ত | হিমালয়ের জঙ্গল |
উত্তরঃ (ক) কচুরিপানা – (৪) পুকুরের জল
(খ) প্লাস্টিক – (৫) মাটি দূষণ
(গ) কীটনাশক – (১) নর্দমার জল
(ঘ) কারখানার বর্জ্য – (৩) নদীর জল
(ঙ) সুন্দরলাল বহুগুণা – (৬) হিমালয়ের জঙ্গল
(চ) গুরুসদয় দত্ত – (২) ব্রতচারী
৬। নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। ১x৯=৯
(ক) মফলং কোথায় অবস্থিত?
উত্তরঃ মফলং মেঘালয়ে অবস্থিত।
(খ) ব্যান্ডেল চার্চ কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যান্ডেল চার্চ হুগলিতে অবস্থিত।
(গ) বিষ্ণুপুরের আগেকার নাম কী ছিল?
উত্তরঃ বিষ্ণুপুরের আগেকার নাম ছিল মল্লভূম।
(ঘ) ব্রতচারী গ্রামটি কোথায় ছিল?
উত্তরঃ ব্রতচারী গ্রামটি ছিল ঠাকুর পুকুরে।
(ঙ) পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরোনো চার্চ কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ হলো ব্যান্ডেল চার্চ।
(চ) একটি বিখ্যাত সৌধের উদাহরণ দাও।
উত্তরঃ তাজমহল হলো একটি বিখ্যাত সৌধের উদাহরণ।
(ছ) কী মাখিয়ে রাখলে মাছ-মাংস ভালো থাকে?
উত্তরঃ নুন মাখিয়ে রাখলে মাছ-মাংস ভালো থাকে।
(জ) মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল?
উত্তরঃ মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল।
(ঝ) লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তরঃ লেপচা মিউজিয়াম কালিম্পং-এ অবস্থিত।
৭। টীকা লেখোঃ ৩x২ =৬
(ক) বিশনয়।
উত্তরঃ প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা ঊনত্রিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিশনয় বলা হয়। বিশ মানে কুড়ি আর নয় যোগ করলে ঊনত্রিশ। বিশনয়রা অকারণে গাছপালা কাটেনা এবং পশু পাখির ক্ষতি করেনা।
(খ) স্থাপত্য, ভাস্কর্য।
উত্তরঃ স্থাপত্যঃ পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদিকে বলা হয় স্থাপত্য। যেমন- কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ।
ভাস্কর্যঃ পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলাকে বলা হয় ভাস্কর্য।
৮। সংক্ষেপে উত্তর দাও। ৩x২=৬
(ক) সমাজ কীভাবে তৈরি হয়েছিল?
উত্তরঃ একসময় মানুষ একজোট হয়ে থাকতো। ফলে তাদের খাবার খুঁজতে সুবিধা হতো এবং বন্য পশুর সঙ্গে লড়াই করতেও সুবিধা হতো। তখন মানুষ বুঝলো একা থাকার থেকে জোট বেঁধে থাকার অনেক বেশি সুবিধা। এই জোট বাঁধা থেকেই এক সময়ে পরিবার আর সমাজ তৈরি হয়েছিল।
(খ) জলদূষণ কী কী কারণে হয়?
উত্তরঃ জলদূষণ বিভিন্নভাবে হতে পারে, যেমন-
১. গৃহস্থালির নানা রকমের বর্জ্য পদার্থ থেকে।
২. প্লাস্টিক জলে মেশার ফলে।
৩. কারখানার বর্জ্য পদার্থ নদীর জলে নেশার ফলে।
৪. কৃষি ক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার পুকুর বা অন্যান্য জলাশয়ে মেশার ফলে।
৫. লঞ্চ ও জাহাজের তেল থেকে নদী ও সমুদ্রের জল দূষিত হয়।