Class 4 Model Activity Task পরিবেশ Class IV Amader Poribesh Model Activity Task
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 4 Model Activity Task পরিবেশ

১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ কাঁটা আছে এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো-
উত্তর: (গ) ফণীমনসা
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভোরে নিয়ে যাওয়া হয় সেটি হলো-
উত্তর: (খ) অক্সিজেন
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো-
উত্তর: (খ) ডোডো।
২. শুন্যস্থান পূরণ করো:
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো __________
উত্তর: জোড়া।
২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের ___________ মাপা হয়।
উত্তর: ভর।
২.৩ ____________ থেকে বেরোয় লালারস।
উত্তর: লালাগ্রন্থি।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?
উত্তর: মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে। তারপর তুষসুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে।
৩.২ ফুসফুস ভালো রাখার উপায় কী?
উত্তর: নিয়মিত শ্বাসের ব্যায়াম এবং মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরণের ধোঁয়া, ধুলো থেকে দূরে থাকতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন” — কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়?
উত্তর: বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন হওয়ার অন্যতম কারণ হলো জঙ্গলের পরিমাণ কমে যাওয়া। কলকারখানা, রাস্তাঘাট নির্মাণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। মানুষ ঘর-বাড়ি তৈরির জন্য জঙ্গল কেটে সাফ করছে। এছাড়াও মাঝে মাঝে বনে আগুন লেগে যাওয়ায় জঙ্গলের অনেকাংশ পুড়ে যাচ্ছে।
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
3. You may also like: Class 6 Model Activity Task 2021 History
Official Website: Click Here